১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF স্কুল পর্যায়, স্কুল পর্যায় ২, কলেজ পর্যায়।

প্রিয় চাকরি প্রার্থীগন ১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চই জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো সম্পর্কে জানা কতটা জরুরী। এতে করে প্রস্তুতির প্রাথমিক পর্যায়েই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটি বিষদ ধারনা তৈরি হয় যা পরবর্তীতে প্রস্তুতিকে আরও সহজ করে দেয়। এছাড়াও বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পড়তে দেখা যায়।

শিক্ষক নিবন্ধন প্রস্তুতিকে আরও সহজ করতে তাই আমরা নিয়ে এসেছি বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান PDF নিয়ে বিশেষ সিরিজ। এই ধারাবাহিকতায় আজ আমরা প্রকাশ করছি ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান PDF। যেখানে ১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়, স্কুল পর্যায় -২ এবং কলেজ পর্যায়ের প্রশ্নের সমাধান PDF ফরমেটে দেওয়া হয়েছে।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপটি ইন্সটল করুন

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন / 11th NTRCA Question Solution PDF Downoad

নিচের বাটনগুলো থেকে ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন। এখানে ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধান, স্কুল পর্যায়-২ এর প্রশ্ন সমাধান এবং কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধানের PDF ডাউনলোড করতে পারবেন যা যেকোন ডিভাইসে পড়া যাবে এবং কাগজে প্রিন্ট দিয়েও পড়তে পারবেন।

১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) 

১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২)

১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ এর প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

১১তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের এর প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য:

২০১৪ সালের ১ সেপ্টেম্বর ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। একই বছরের ১২ ডিসেম্বর তারিখে ১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এবং ১৩ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় স্কুল পর্যায়ে ২ লাখ ৯০ হাজার ৮৯ জোন এবং কলেজ পর্যায়ে ৫০ হাজার ৯৮৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপটি ইন্সটল করুন

১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)

পরীক্ষার তারিখঃ ১২ ডিসেম্বর ২০১৪

প্রশ্ন সংখ্যঃ ১০০

১১তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. শিরোনামের প্রধান অংশ কোনটি ?
ক) ডাকটিকিট
খ) পোস্টাল কোড
গ) প্রেরকের ঠিকানা
ঘ) প্রাপকের ঠিকানা

সঠিক উত্তর: ঘ) প্রাপকের ঠিকানা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 29%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: • শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের নাম ঠিকানা।

সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ বিদ্যমান থাকে।
যথা:
১. মঙ্গল সূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

প্রশ্ন ২. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ?
ক) গিন্নী
খ) হস্ত
গ) গঞ্জ
ঘ) তসবি

সঠিক উত্তর: ক) গিন্নী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: • গিন্নি-অর্ধ-তৎসম শব্দ
• তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
– আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট।

অন্যদিকে,
সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

প্রশ্ন ৩. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
ক) আরবি
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) ইংরেজি

সঠিক উত্তর: গ) সংস্কৃত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: • সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে আগত।
– পরস্পর অর্থ সঙ্গতিবিশিষ্ট দুই বা বহুপদের একপদে পরিণত হওয়াকে বলা হয় সমাস।

সমাসের প্রকারভেদ: বাংলা ব্যাকরণে সমাস ছয় প্রকার; যথা:
– দ্বন্দ্ব সমাস,
– কর্মধারয় সমাস,
– তৎপুরুষ সমাস,
– দ্বিগু সমাস,
– অব্যয়ীভাব সমাস এবং
– বহুব্রীহি সমাস।

উৎস: ভাষা শিক্ষা,ড. হায়াত মাহমুদ

প্রশ্ন ৪. ’মনস্তাপ’- এর সন্ধিবিচ্ছেদ –
ক) মন + তাপ
খ) মনস + তাপ
গ) মনো + তাপ
ঘ) মনঃ + তাপ

সঠিক উত্তর: ঘ) মনঃ + তাপ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: • মনস্তাপ = মনঃ+তাপ

• বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
• সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের  শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়।
যেমন:
র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি।
স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

কয়েক টি র্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:[ইঃ+আ = ই+রা] – নিঃ+আকার = নিরাকার[অঃ+অ = র্+অ] – অন্তঃ+অঙ্গ = অন্তরঙ্গ[উঃ+অ = উ+র] – দুঃ+অবস্থা = দুরবস্থা

কয়েকটি স্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:[ঃ+চ = শ্চ্] নিঃ+চয় = নিশ্চয়[উঃ+ক = উষ্ক] দুঃ+কৃতি = দুষ্কৃতি

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

প্রশ্ন ৫. শুদ্ধ বানান কোনটি ?
ক) শিরোচ্ছেদ
খ) শিরচ্ছেদ
গ) শিরশ্ছেদ
ঘ) শিরোঃচ্ছেদ

সঠিক উত্তর: গ) শিরশ্ছেদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: • শুদ্ধ বানান – শিরশ্ছেদ (বিশেষ্য):
– সংস্কৃত শব্দ
– প্রকৃতি প্রত্যয় = শিরস্‌+ছেদ
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ৬. ’শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) শ্রবণ + অ
খ) √শ্রী + অন
গ) √শ্রু + অন
ঘ) √শ্রব + অন

সঠিক উত্তর: গ) √শ্রু + অন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ’হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?
ক) খেতে বসা
খ) শুরু করা
গ) ভণ্ডামি করা
ঘ) সাধু সাজা

সঠিক উত্তর: ঘ) সাধু সাজা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ?
ক) তৎসম
খ) অর্ধ-তৎসম
গ) দেশি
ঘ) বিদেশি

সঠিক উত্তর: খ) অর্ধ-তৎসম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. Blue print – এর পারিভাষিক শব্দ কোনটি ?
ক) চলচ্চিত্র
খ) জীবনবৃত্তান্ত
গ) প্রতিচিত্র
ঘ) পটভূমি

সঠিক উত্তর: গ) প্রতিচিত্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. নিচের কোনটি নিত্য সমাস ?
ক) পঞ্চনদ
খ) বেয়াদব
গ) দেশান্তর
ঘ) ভালোমন্দ

সঠিক উত্তর: গ) দেশান্তর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. ‘Superstitions’ শব্দের অর্থ –
ক) জাদুবিদ্যা
খ) সেতুবন্ধন
গ) কুসংস্কারাচ্ছন্ন
ঘ) উপাসনা

সঠিক উত্তর: গ) কুসংস্কারাচ্ছন্ন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
খ) ২৬ মার্চ, ১৯৯১
গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ) পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ

সঠিক উত্তর: গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে –
ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেষু
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভাজনেষু

সঠিক উত্তর: গ) শ্রদ্ধাস্পদাসু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 33%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. ’পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?
ক) হিন্দি
খ) উর্দু
গ) পোর্তুগিজ
ঘ) গ্রিক

সঠিক উত্তর: গ) পোর্তুগিজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষ্য

সঠিক উত্তর: খ) অব্যয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. ’আমি’ শব্দটি কোন লিঙ্গ ?
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীব লিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ

সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. ক্ষীয়মাণ-এর বিপরীত শব্দ কী ?
ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্তমান
ঘ) বৃদ্ধিপ্রাপ্ত

সঠিক উত্তর: খ) বর্ধিষ্ণু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. পাণিণি কে ছিলেন ?
ক) ভাষাবিদ
খ) ঋগ্বেদবিদ
গ) বৈয়াকরণ
ঘ) আখ্যানবিদ

সঠিক উত্তর: গ) বৈয়াকরণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি ?
ক) ৯ টি
খ) ১০ টি
গ) ১১ টি
ঘ) ১২ টি

সঠিক উত্তর: ঘ) ১২ টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) √মু + ক্ত
খ) √মহ + ক্ত
গ) √মুচ + ক্ত
ঘ) √মৃচ + ক্ত

সঠিক উত্তর: গ) √মুচ + ক্ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে ?
ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সমাস
ঘ) সন্ধি

সঠিক উত্তর: ঘ) সন্ধি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. ’চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক) চলৎ + চিত্র
খ) চল + চিত্র
গ) চলচ + চিত্র
ঘ) চলিচ + চিত্র

সঠিক উত্তর: ক) চলৎ + চিত্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. ’আগুন’ – এর সমার্থক শব্দ কোনটি ?
ক) সুবর্ন
খ) অনল
গ) মার্তণ্ড
ঘ) কর

সঠিক উত্তর: খ) অনল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. কোনটি শুদ্ধ বানান ?
ক) আলস্যতা
খ) অলস্য
গ) আলস্য
ঘ) আলসতা

সঠিক উত্তর: গ) আলস্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ?
ক) দ্রাবিড়
খ) ইউরালীয়
গ) ইন্দো-ইউরোপীয়
ঘ) সেমেটিক

সঠিক উত্তর: গ) ইন্দো-ইউরোপীয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. The fruit is sweet ______ the taste.
ক) by
খ) with
গ) for
ঘ) to

সঠিক উত্তর: ক) by

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. Did he see anyone in the room? (assertive)
ক) He saw no one in the room.
খ) He did not see someone in the room.
গ) He saw anyone in the room.
ঘ) He saw someone in the room.

সঠিক উত্তর: ক) He saw no one in the room.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 35%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. I have no money ________ hand.
ক) in
খ) by
গ) at
ঘ) on

সঠিক উত্তর: ক) in

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 32%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. It is health which is _____.
ক) asset
খ) wealth
গ) valuable
ঘ) precious

সঠিক উত্তর: খ) wealth

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. If we practised speaking English, we ________ speak better.
ক) could
খ) could have
গ) can
ঘ) would have

সঠিক উত্তর: ক) could

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. He and I ______ well.
ক) am
খ) is
গ) are
ঘ) been

সঠিক উত্তর: গ) are

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. এটা যেন বিনা মেঘে বজ্রপাত।
ক) It is as if a thunder from the clouds.
খ) It is a bolt from the blue.
গ) It is a strong thunder.
ঘ) It is bolts from the blues.

সঠিক উত্তর: খ) It is a bolt from the blue.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ।
ক) He has been ill since a week.
খ) He has been ill till a week.
গ) He has been ill for a week.
ঘ) He has been ill during a week.

সঠিক উত্তর: গ) He has been ill for a week.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. দাঁড়াও, আমি এখনি আসছি।
ক) Stand, I come now.
খ) Wait, I am coming now.
গ) Keep standing, I am coming now.
ঘ) Stand here, I am coming.

সঠিক উত্তর: খ) Wait, I am coming now.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. জ্ঞানীরা বেশি কথা বলেন না।
ক) The wises do not talk much.
খ) The wise does not talk much.
গ) The wise do not talk much.
ঘ) The wise men does not talk much.

সঠিক উত্তর: গ) The wise do not talk much.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. He came to Dhaka with a view to ______ a new place.
ক) visit
খ) visiting
গ) watch
ঘ) look

সঠিক উত্তর: খ) visiting

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. Some interesting facts about your past have just come to light. Here ‘come to light’ means ______
ক) go near to light
খ) to become known
গ) to realize
ঘ) to lit a light

সঠিক উত্তর: খ) to become known

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. The passive form of ‘Don’t do it’ is ______
ক) Let not it be done.
খ) Let it be not done.
গ) Let it be done.
ঘ) Let it not be done.

সঠিক উত্তর: ক) Let not it be done.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. The synonym of the word ‘scream’ is ______.
ক) yell
খ) sound
গ) cry
ঘ) loudly

সঠিক উত্তর: ক) yell

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 31%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. I (help) you if I could.
ক) I would help
খ) I would be helped
গ) I helped
ঘ) I would have helped

সঠিক উত্তর: ক) I would help

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. He is so dishonest that he cannot speak the truth. (simple)
ক) He is too dishonest that he cannot speak the truth.
খ) He is too dishonest to be spoken the truth.
গ) He is too dishonest to speak the truth.
ঘ) He is very dishonest and cannot speak the truth.

সঠিক উত্তর: গ) He is too dishonest to speak the truth.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. He is the best player. (Negative)
ক) No other player is as better as he.
খ) No other player is as good as he.
গ) No other player is as best as he.
ঘ) No other player is considered as best as he.

সঠিক উত্তর: খ) No other player is as good as he.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. Read to learn. (Complex)
ক) By reading, you will learn
খ) Read and learn
গ) If you read, you will learn
ঘ) In case of failure to read, you will not learn

সঠিক উত্তর: গ) If you read, you will learn

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. Look before you leap. The word ‘before’ used in the sentence is _____.
ক) preposition
খ) conjunction
গ) adverb
ঘ) noun

সঠিক উত্তর: খ) conjunction

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. Please look above. Here ‘above’ is ______
ক) adjective
খ) adverb
গ) noun
ঘ) conjunction

সঠিক উত্তর: খ) adverb

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. Grasp all, ______
ক) lost all
খ) losing all
গ) loses all
ঘ) lose all

সঠিক উত্তর: ঘ) lose all

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. Death is ____ to dishonour.
ক) prefer
খ) preferrence
গ) preferable
ঘ) referring

সঠিক উত্তর: গ) preferable

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. It takes two ______ make a quarrel.
ক) too
খ) for
গ) to
ঘ) in order to

সঠিক উত্তর: গ) to

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. The synonym of the word ‘call’ is ______.
ক) summon
খ) exile
গ) impede
ঘ) recollection

সঠিক উত্তর: ক) summon

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. The antonym of the word ‘liberty’ is _______.
ক) liberal
খ) bondage
গ) frugal
ঘ) diversity

সঠিক উত্তর: খ) bondage

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. ΔABC – এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত ?
ক) 90°
খ) 60°
গ) 120°
ঘ) 150°

সঠিক উত্তর: ঘ) 150°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. ১ ইঞ্চি = কত সে.মি. ?
ক) ৫.২৪ সে.মি.
খ) ৪.২৫ সে.মি.
গ) ২.৫৪ সে.মি.
ঘ) ৪.৫২ সে.মি.

সঠিক উত্তর: গ) ২.৫৪ সে.মি.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?
ক) 100°
খ) 115°
গ) 135°
ঘ) 225°

সঠিক উত্তর: গ) 135°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. sinθ = 4/5 হলে, tanθ = কত ?
ক) 4/3
খ) 3/4
গ) 3/5
ঘ) 5/4

সঠিক উত্তর: ক) 4/3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. 2 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?
ক) π – 4
খ) 4 – π2
গ) 4 – π
ঘ) 2 – π

সঠিক উত্তর: গ) 4 – π

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 74%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে.মি. ও 6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত ?
ক) 30 বর্গ সে.মি.
খ) 25 বর্গ সে.মি.
গ) 20 বর্গ সে.মি.
ঘ) 15 বর্গ সে.মি.

সঠিক উত্তর: ঘ) 15 বর্গ সে.মি.

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. 5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত ?
ক) 2√5  সে.মি.
খ) √10  সে.মি.
গ) 5√2  সে.মি.
ঘ) 3√5  সে.মি.

সঠিক উত্তর: গ) 5√2  সে.মি.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সে.মি. ও ভূমি 60 সে.মি. ?
ক) 10000 বর্গ সে.মি.
খ) 11000 বর্গ সে.মি.
গ) 1200 বর্গ সে.মি.
ঘ) 1100 বর্গ সে.মি.

সঠিক উত্তর: গ) 1200 বর্গ সে.মি.

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?
ক) -1
খ) 1
গ) 2
ঘ) 1/2

সঠিক উত্তর: খ) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 67%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. (x/2) a + 1 = 1 হলে, ‍a এর মান কত ?
ক) 0
খ) 2
গ) 1
ঘ) – 1

সঠিক উত্তর: ঘ) – 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. 3.2n – 4.2n – 2 = কত ?
ক) 1
খ) 2n + 1
গ) 3
ঘ) 2

সঠিক উত্তর: খ) 2n + 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. নিচের কোনটি মূলদ সংখ্যা ?
ক) 
খ) π
গ) √2
ঘ) 

সঠিক উত্তর: ঘ) 

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. logx5 = 2 হলে, x = কত ?
ক) √5
খ) 25
গ) -√5
ঘ) ±√5

সঠিক উত্তর: ক) √5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো। 1 দিনে তারা কতবার একত্রে বাজবে ?
ক) 12 বার
খ) 6 বার
গ) 4 বার
ঘ) 3 বার

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. 0, 2, 3 এর গ.সা.গু কত ?
ক) 3
খ) 2
গ) 1
ঘ) 0

সঠিক উত্তর: গ) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতে সমষ্টি √3. ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত ?
ক) – 2√3
খ) 0
গ) 2√3
ঘ) 3√3

সঠিক উত্তর: খ) 0

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 77%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কী কী ?
ক) (7,6)
খ) (7,4)
গ) (12,1)
ঘ) (6,5)

সঠিক উত্তর: ঘ) (6,5)

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. 2a2 + 6a – 80 এর একটি উৎপাদক কোনটি ?
ক) 2(a – 8)
খ) (a + 5)
গ) (a – 4)
ঘ) (a + 8)

সঠিক উত্তর: ঘ) (a + 8)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
ক) ৭০ লিটার
খ) ৬০ লিটার
গ) ৮০ লিটার
ঘ) ৫০ লিটার

সঠিক উত্তর: গ) ৮০ লিটার

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
ক) ২৫% লাভ হবে
খ) ২৫% ক্ষতি হবে
গ) ৩০% লাভ হবে
ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না

সঠিক উত্তর: ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. বার্ষিক (১০/৩)% হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১৬২০ টাকা হবে ?
ক) ৫ বছরে
খ) ৮ বছরে
গ) ৭ বছরে
ঘ) ৬ বছরে

সঠিক উত্তর: ঘ) ৬ বছরে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 66%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫% ?
ক) ২০০
খ) ৩০০
গ) ১০০
ঘ) ৪০০

সঠিক উত্তর: খ) ৩০০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?
ক) x/y ঘণ্টা
খ) x ঘণ্টা
গ) y ঘণ্টা
ঘ) y/x ঘণ্টা

সঠিক উত্তর: ঘ) y/x ঘণ্টা

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত ?
ক) ৯
খ) ১২
গ) ১৫
ঘ) ১৮

সঠিক উত্তর: ঘ) ১৮

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক) ৭০
খ) ৬৭
গ) ৮০
ঘ) ৭৭

সঠিক উত্তর: ক) ৭০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
ক) বগুড়া
খ) চট্টগ্রাম
গ) নরসিংদী
ঘ) ঝিনাইদহ

সঠিক উত্তর: গ) নরসিংদী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. ৮৬ তম অস্কার পুরস্কার-২০১৪-এর সেরা চলচ্চিত্র কোনটি ?
ক) টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
খ) হিলিয়াম
গ) টুয়েলভ ইয়ার্স অ্যাস স্লেভ
ঘ) গ্রাভিটি

সঠিক উত্তর: গ) টুয়েলভ ইয়ার্স অ্যাস স্লেভ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 8%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 85%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক) পেট্রোল
খ) কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) বায়োগ্যাস

সঠিক উত্তর: ঘ) বায়োগ্যাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
ক) গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
খ) তিস্তা সেচ প্রকল্প
গ) কাপ্তাই সেচ প্রকল্প
ঘ) ফেনী সেচ প্রকল্প

সঠিক উত্তর: খ) তিস্তা সেচ প্রকল্প

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে ?
ক) হামেস রদ্রিগেজ
খ) টমাস মুলার
গ) লিওনেল মেসি
ঘ) নেইমার

সঠিক উত্তর: গ) লিওনেল মেসি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. ২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে ?
ক) জ্যঁ তিহল
খ) মালালা ইউসুফজাই
গ) ড. ইউনূস
ঘ) বারাক ওবামা

সঠিক উত্তর: খ) মালালা ইউসুফজাই

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 62%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত ?
ক) ১২ জন
খ) ১৪ জন
গ) ১৬ জন
ঘ) ১৫ জন

সঠিক উত্তর: ঘ) ১৫ জন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি ?
ক) ২ অক্টোবর
খ) ৪ অক্টোবর
গ) ৫ অক্টোবর
ঘ) ৬ অক্টোবর

সঠিক উত্তর: গ) ৫ অক্টোবর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ?
ক) সাইট্রিক এসিড
খ) টারটারিক এসিড
গ) এসকরবিক এসিড
ঘ) ফসফরিক এসিড

সঠিক উত্তর: খ) টারটারিক এসিড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. ‘BIMSTEC’ – এর সদর দপ্তর কোথায় ?
ক) কলম্বো
খ) ম্যানিলা
গ) ঢাকা
ঘ) নিউইয়র্ক

সঠিক উত্তর: গ) ঢাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ?
ক) মধুপুর
খ) রংপুর
গ) রাজশাহী
ঘ) কুমিল্লা

সঠিক উত্তর: গ) রাজশাহী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ?
ক) ১৭২৯ সালে
খ) ১৮২৯ সালে
গ) ১৬২৯ সালে
ঘ) ১৮২৮ সালে

সঠিক উত্তর: খ) ১৮২৯ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
ক) ১২ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ১৪ নটিক্যাল মাইল
ঘ) ৪০০ নটিক্যাল মাইল

সঠিক উত্তর: ক) ১২ নটিক্যাল মাইল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. ‘ইবোলা’ ভাইরাস-এর উৎপত্তিস্থল কোথায় ?
ক) সিয়েরালিওন
খ) কঙ্গো
গ) লিবিয়া
ঘ) ইথিওপিয়া

সঠিক উত্তর: খ) কঙ্গো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি ?
ক) নাইজার
খ) বাংলাদেশ
গ) শাদ
ঘ) মালি

সঠিক উত্তর: ক) নাইজার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 77%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক) যুক্তরাষ্ট্র – কানাডা
খ) যুক্তরাষ্ট্র – মেক্সিকো
গ) কানাডা – অস্ট্রেলিয়া
ঘ) যুক্তরাষ্ট্র – ব্রাজিল

সঠিক উত্তর: ক) যুক্তরাষ্ট্র – কানাডা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো –
ক) জিওলোজি
খ) অ্যানথ্রপলোজি
গ) এনটোমলজি
ঘ) নিউরোলজি

সঠিক উত্তর: গ) এনটোমলজি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় –
ক) গ্লিসারিন
খ) সিলিকন
গ) ইথানল
ঘ) সোডিয়াম

সঠিক উত্তর: ক) গ্লিসারিন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৭৫
খ) ১৯৮৫
গ) ১৯৮৭
ঘ) ১৯৯০

সঠিক উত্তর: খ) ১৯৮৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. CIRDAP – এর সদর দপ্তর কোথায় ?
ক) নয়াদিল্লি
খ) ঢাকা
গ) ম্যানিলা
ঘ) মুয়ালালামপুর

সঠিক উত্তর: খ) ঢাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. http – এর সংক্ষিপ্ত রূপ কোনটি ?
ক) Hyper Text Transfer Protocol
খ) High Test Termination Procedure
গ) Harvard Teletext Proof
ঘ) Highest Times Technical Professional

সঠিক উত্তর: ক) Hyper Text Transfer Protocol

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ?
ক) মধুপুর বন
খ) সুন্দরবন
গ) বান্দরবান
ঘ) হিমছড়ি বন

সঠিক উত্তর: খ) সুন্দরবন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
ক) ১৩৬ তম
খ) ১৩৭ তম
গ) ১৩৮ তম
ঘ) ১৩৯ তম

সঠিক উত্তর: ক) ১৩৬ তম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ?
ক) চট্টগ্রাম
খ) পাকশি
গ) সৈয়দপুর
ঘ) আখাউড়া

সঠিক উত্তর: গ) সৈয়দপুর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ?
ক) ময়নামতি
খ) পাহাড়পুর
গ) মহাস্থানগড়
ঘ) সোনারগাঁও

সঠিক উত্তর: গ) মহাস্থানগড়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপটি ইন্সটল করুন

১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২)

পরীক্ষার তারিখঃ ১২ ডিসেম্বর ২০১৪

প্রশ্ন সংখ্যঃ ১০০

১১তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. চলিত রীতির শব্দ নয় কোনটি?
ক) করবার
খ) করার
গ) করিবার
ঘ) করে

সঠিক উত্তর: গ) করিবার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: • ‘করিবার’ শব্দটি হলো সাধুরীতির শব্দ।

এছাড়া আরও কিছু সাধুরীতির শব্দ হলো- তাঁহারা, পাইয়াছিলেন, আসিয়া ইত্যাদি।
সাধু ও চলিত রীতির বৈশিষ্ট
সাধু রীতি
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

চলিত রীতি

(ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
(খ) এ রীতি তদ্ভব শব্দবহুল।
(গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী ।
(ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ২. “ভুষণ্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক) একই স্বভাবের
খ) মূর্খ
গ) কপট ব্যক্তি
ঘ) দীর্ঘজীবী

সঠিক উত্তর: ঘ) দীর্ঘজীবী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: – “ভুষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী ব্যক্তি।
যেমন- কবর কবিতায় বৃদ্ধ দাদু পরিবারের সবাইকে হারিয়ে ভুষণ্ডির কাকের মত বেঁচে আছে।

এছাড়াও-
• ভিটায় ঘুঘু চরানো – সর্বস্বান্ত করা।
• ভাঁড়ে মা ভবানী – ভাণ্ডার শূন্য।
• বাপের ঠাকুর – শ্রদ্ধেয় ব্যক্তি।
• ভস্মে ঘি ঢালা – অপাত্রে দান করা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

প্রশ্ন ৩. কোন বানানটি সঠিক?
ক) সমীচীন
খ) সমিচিন
গ) সমীচিন
ঘ) সমিচীন

সঠিক উত্তর: ক) সমীচীন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: – অপশনে প্রদত্ত বানান গুলোর মধ্যে শুদ্ধবানান – সমীচীন।

সমীচীন (বিশেষণ)
– এটি সংস্কৃত ভাষার শব্দ।
এর অর্থ:

– সংগত;
– উপযুক্ত;
– উত্তম;

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

প্রশ্ন ৪. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক) হাইফেন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) লোপ চিহ্ন

সঠিক উত্তর: খ) কমা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: – বাংলা ভাষায় কতগুলো যতি বা চিহ্ন আছে। এরমধ্যে ‘কমা বা পদচ্ছেদ’ একটি।
– বাড়ি বা রাস্তার নম্বরের পরে সাধারণত এই যতি চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে।
– কমা ব্যবহারের ফলে সাধারণত ১(এক) বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় বিরতির প্রয়োজন হয়।

এছাড়াও যেসব ক্ষেত্রে ‘কমা’ চিহ্ন ব্যবহার করা যায়-

১. বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন- সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
২. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পথটি ছাড়া বাকি সবগুলোর পরেই কমা বসবে। যেমন সুখ, আশা, নৈরাশ্য।
৩. সম্বন্ধনের পরে কমা বসাতে হবে । যেমন- রশিদ, এদিকে এসো।
৪. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে। যেমন— কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত।
৫. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন— সাহেব বললেন, “ছুটি পাবেন না।
৬. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসবে। যেমন— ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন।
৭. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন— ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
৮. নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। যেমন— ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ. পি-এইচ.ডি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ৫. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
ক) সাধুরীতি
খ) চলিতরীতি
গ) কথ্যরীতি
ঘ) বানানরীতি

সঠিক উত্তর: খ) চলিতরীতি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: – চলিতরীতি হলো তদ্ভব শব্দ বহুল।
– চলিতরীতির অনেকগুলো বৈশিষ্টের মধ্যে এটি অন্যতম।

আরও কিছু বৈশিষ্ট হলো-
(ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
(খ) এ রীতি তদ্ভব শব্দবহুল।
(গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী ।
(ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ৬. ‘For good’ এর সঠিক অর্থ কোনটি?
ক) ভালো হওয়া
খ) গড়িমসি
গ) ক্ষণতরে
ঘ) চিরতরে

সঠিক উত্তর: ঘ) চিরতরে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. অনুবাদ কোনটির সহায়ক?
ক) ভাষার উন্নতি
খ) জ্ঞান চর্চার
গ) ভাষার শৃঙ্খলার
ঘ) কাব্য রচনার

সঠিক উত্তর: খ) জ্ঞান চর্চার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. Waste not, want not এর সঠিক অনুবাদ কোনটি?
ক) অপচয় করলে অভাবে পড়তে হয়
খ) অপচয় অভাবের মূল কারণ
গ) অপচয় করোনা অভাবও হবে না
ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী

সঠিক উত্তর: গ) অপচয় করোনা অভাবও হবে না

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. ‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক) লো + অন
খ) লো + বন
গ) ল + বন
ঘ) লৈ + বন

সঠিক উত্তর: ক) লো + অন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক) নিষ্কর
খ) পরস্পর
গ) সন্তাপ
ঘ) ষষ্ঠ

সঠিক উত্তর: খ) পরস্পর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়

সঠিক উত্তর: ক) বহুব্রীহি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে শূন্য
খ) কর্তায় শূন্য
গ) কর্তায় ষষ্ঠী
ঘ) কর্মে ষষ্ঠী

সঠিক উত্তর: গ) কর্তায় ষষ্ঠী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 37%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?
ক) হিন্দি
খ) সংস্কৃত
গ) প্রাকৃত
ঘ) ইংরেজী

সঠিক উত্তর: খ) সংস্কৃত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ক) ছেলেরা ফুটবল খেলছে
খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

সঠিক উত্তর: গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) জমিদারী
খ) পোদ্দারী
গ) উমেদারী
ঘ) সরকারী

সঠিক উত্তর: খ) পোদ্দারী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
ক) কোলন
খ) সেমিকোলন
গ) ড্যাস
ঘ) কমা

সঠিক উত্তর: ক) কোলন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 39%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
ক) সবিতা
খ) তপন
গ) আদিত্য
ঘ) বিধু

সঠিক উত্তর: ঘ) বিধু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) মহাজন
খ) পরতন্ত্র
গ) তিরোভাব
ঘ) শাঁস

সঠিক উত্তর: ক) মহাজন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক) শৈল
খ) অদ্রি
গ) মেদিনী
ঘ) অচল

সঠিক উত্তর: গ) মেদিনী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. ‘দীপ্তি পাচ্ছে এমন’—এক কথায় কী হবে?
ক) দ্বীপ্যমান
খ) দীপ্তমান
গ) দীপ্যমান
ঘ) দেদীপ্যমান

সঠিক উত্তর: ঘ) দেদীপ্যমান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 57%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
ক) বিদ্বান
খ) গায়ক
গ) কোকিল
ঘ) দাদা

সঠিক উত্তর: ক) বিদ্বান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয় ?
ক) সন্তান
খ) সৎ মা
গ) ঢাকী
ঘ) ঘোষজা

সঠিক উত্তর: খ) সৎ মা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. অনূঢ়া কোনটির বাক্য সংকোচন?
ক) যে নারীর কোনো সন্তান হয় না.
খ) যে নারী বীর সন্তান প্রসব করে
গ) যে নারীর সন্তান বাঁচে না
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি

সঠিক উত্তর: ঘ) যে মেয়ের বিয়ে হয়নি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক) গুজরাটি
খ) তুর্কি
গ) পর্তুগীজ
ঘ) বার্মিজ

সঠিক উত্তর: ক) গুজরাটি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. উক্তি-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) বচ্ + ক্ত
খ) বচ্ + উক্তি
গ) √বচ্ + ক্তি
ঘ) বচ্ + তি

সঠিক উত্তর: গ) √বচ্ + ক্তি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. No sooner ____ than the students stand up.
ক) the teacher enter the class
খ) do the teacher enter the class
গ) does the teacher enter the class
ঘ) had the teacher entered the class

সঠিক উত্তর: ঘ) had the teacher entered the class

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. 1971 was the year_____
ক) when Bangladesh is born
খ) when Bangladesh came to being
গ) when Bangladesh came into being
ঘ) when Bangladesh comes to being

সঠিক উত্তর: গ) when Bangladesh came into being

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 40%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. Had I the wings of a bird ______.
ক) I flew in the sky
খ) I could fly in the sky
গ) I fly in the sky
ঘ) I would have flown in the sky

সঠিক উত্তর: খ) I could fly in the sky

Question Analytics:সঠিক উত্তরদাতা: 27%, ভুল উত্তরদাতা: 37%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. The man is too dishonest ______.
ক) to tell a lie
খ) to take bribe
গ) to speak the truth
ঘ) to steal something

সঠিক উত্তর: গ) to speak the truth

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. It is many years since_____.
ক) I meet you
খ) I met you
গ) I help you
ঘ) I have met you

সঠিক উত্তর: খ) I met you

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. The old man walks slowly lest _____.
ক) he falls
খ) he may fall
গ) he should fall
ঘ) he fell down

সঠিক উত্তর: গ) he should fall

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. কতই না বিস্ময়কর মানুষের জীবন !
ক) How strange man’s life was!
খ) How strange man’s life is!
গ) What an wonderful man’s life is!
ঘ) How wonderful a man’s life is!

সঠিক উত্তর: খ) How strange man’s life is!

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. তার কোনো বন্ধু নেই বললেই চলে।
ক) He has a few friends.
খ) He has no friends.
গ) He has few friends.
ঘ) He has the few friends.

সঠিক উত্তর: গ) He has few friends.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 37%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. ভাই ভাই ঠাঁই ঠাঁই।
ক) Brothers part.
খ) Brothers will part.
গ) Brothers will be part.
ঘ) Brothers have parted.

সঠিক উত্তর: খ) Brothers will part.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 64%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
ক) The child comes to me run.
খ) The child came to me running.
গ) The child came to me crying.
ঘ) The child came to me to cry.

সঠিক উত্তর: গ) The child came to me crying.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. তুমি কি কখনও কক্সবাজার গিয়েছ?
ক) Have you ever been to Cox’s Bazar?
খ) Did you ever go to Cox’s Bazar?
গ) Have you ever go to Cox’s Bazar?
ঘ) Have you gone to Cox’s Bazar?

সঠিক উত্তর: ক) Have you ever been to Cox’s Bazar?

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. I wish I _______ child again.
ক) be
খ) am
গ) was
ঘ) were

সঠিক উত্তর: ঘ) were

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. Two and two ____ four.
ক) make
খ) makes
গ) made
ঘ) make/makes

সঠিক উত্তর: খ) makes

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. It is high time we ______ our food habits.
ক) give up
খ) gave up
গ) changed
ঘ) changing

সঠিক উত্তর: গ) changed

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. The headmaster along with his colleagues ____ coming here today.
ক) is
খ) are
গ) will
ঘ) was

সঠিক উত্তর: ক) is

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. It ______ since morning.
ক) has rained
খ) has been raining
গ) is raining
ঘ) has rained/has been raining

সঠিক উত্তর: ঘ) has rained/has been raining

Question Analytics:সঠিক উত্তরদাতা: 5%, ভুল উত্তরদাতা: 59%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. Birds fly _______ in the sky.
ক) at a stretch
খ) at large
গ) all along
ঘ) at random

সঠিক উত্তর: খ) at large

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. “Tooth and nail” means_______
ক) get by heart
খ) go with heart
গ) tried hard
ঘ) get hard

সঠিক উত্তর: গ) tried hard

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. ‘Big bug’ means ____ .
ক) useful person
খ) important person
গ) unemployed person
ঘ) employed person

সঠিক উত্তর: খ) important person

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. The price of rice is increasing ____ .
ক) by fits and starts
খ) by dint of
গ) by virtue of
ঘ) by leaps and bounds

সঠিক উত্তর: ঘ) by leaps and bounds

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. Della was too poor to buy a gift for Jim. (Negative)
ক) Della was not too poor to buy a gift for Jim.
খ) Della was so poor that he could not buy a gift for Jim.
গ) Della was so poor that she could not buy a gift for Jim.
ঘ) Della was so poor that she cannot buy a gift for Jim.

সঠিক উত্তর: গ) Della was so poor that she could not buy a gift for Jim.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. Nobody wishes to be unhappy. (Interrogative)
ক) Who wishes to be unhappy?
খ) Who wishes to be happy?
গ) Who does not wish to be unhappy?
ঘ) Does nobody wish to be happy?

সঠিক উত্তর: ক) Who wishes to be unhappy?

Question Analytics:সঠিক উত্তরদাতা: 25%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. Unemployment is a state for a man having no work to earn money. (Complex)
ক) Unemployment is a stale when a man has no work to earn money
খ) Unemployment is a state for a man who has no work to earn money
গ) Unemployment is a state of a man who has no work.
ঘ) Unemployment is the condition of a man who has no work

সঠিক উত্তর: খ) Unemployment is a state for a man who has no work to earn money

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. Noun of the word ‘simple’ is ______.
ক) simply
খ) simplify
গ) simplicity
ঘ) simplication

সঠিক উত্তর: গ) simplicity

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. Find out the correct synonym of ‘hazard’.
ক) Impartial
খ) Static
গ) Impolite
ঘ) Danger

সঠিক উত্তর: ঘ) Danger

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?
ক) ২৩০
খ) ২১০
গ) ২০০
ঘ) ১৯০

সঠিক উত্তর: খ) ২১০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. x4 + x2 + 1 এর উৎপাদক কোনটি?
ক) (x2 + x + 1) (x2 + x – 1)
খ) (x2 – x + 1) (x2 + x – 1)
গ) (x2 + x + 1) (x2 – x + 1)
ঘ) (x2 + x + 1) (x2 + x + 1)

সঠিক উত্তর: গ) (x2 + x + 1) (x2 – x + 1)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 62%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. P এর মান কত হলে 4x2 – px + 9 একটি পূর্ণবর্গ হবে?
ক) 24
খ) 16
গ) 12
ঘ) 9

সঠিক উত্তর: গ) 12

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
ক) x√2
খ) x√3
গ) 2√2x
ঘ) x√x

সঠিক উত্তর: ক) x√2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
ক) ৩৬০
খ) ২৪০
গ) ১৮০
ঘ) ১২০

সঠিক উত্তর: ঘ) ১২০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. ৩৭৫ এর ২০% = কত?
ক) ৭৫.০
খ) ৬২.০
গ) ৬০.০
ঘ) ৩৭.০

সঠিক উত্তর: ক) ৭৫.০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. f(x) = x3 – 6x2 +11x – 6 হলে f(2) = কত?
ক) 3
খ) 2
গ) 1
ঘ) 0

সঠিক উত্তর: ঘ) 0

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. 4x = 8 হলে, x-এর মান কত?
ক) 2/3
খ) 3/2
গ) 4/3
ঘ) 3/4

সঠিক উত্তর: খ) 3/2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
ক) ১৮০°
খ) ২৭০°
গ) ৩০০°
ঘ) ৩৬০°

সঠিক উত্তর: ঘ) ৩৬০°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৩৬ বর্গমিটার
খ) ৪২ বর্গমিটার
গ) ৪৮ বর্গমিটার
ঘ) ৫০ বর্গমিটার

সঠিক উত্তর: গ) ৪৮ বর্গমিটার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 66%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. a2 – 3a, a2 – 9, a2 – 4a + 3 এর গ.সা.গু কত?
ক) a (a – 3)
খ) a – 3
গ) (a – 1) (a – 3)
ঘ) a (a – 1) (a – 3)

সঠিক উত্তর: খ) a – 3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
ক) ১০০°
খ) ১১৫°
গ) ১৩৫°
ঘ) ১৪০°

সঠিক উত্তর: গ) ১৩৫°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে এর বাহুর সংখ্যা কত?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৮টি

সঠিক উত্তর: গ) ৬টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 33%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 62%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
ক) ২৫ লিটার
খ) ৩০ লিটার
গ) ৩৫ লিটার
ঘ) ৪০ লিটার

সঠিক উত্তর: ঘ) ৪০ লিটার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. a + b=√7 এবং a – b=√5 হলে, 8ab (a+ b2) = কত?
ক) 12
খ) 24
গ) 36
ঘ) 40

সঠিক উত্তর: খ) 24

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 64%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. log√3 81 এর মান কত?
ক) 4
খ) 6
গ) 9
ঘ) 8

সঠিক উত্তর: ঘ) 8

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান 80° হলে, অপর কোণদ্বয়ের মান কত?
ক) 50° ও 50°
খ) 60° ও 40°
গ) 45°ও 45°
ঘ) 40° ও 40°

সঠিক উত্তর: ক) 50° ও 50°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটিকে অপরটির কি বলে?
ক) সন্নিহিত কোণ
খ) পূরক কোণ
গ) বিপ্রতীপ কোণ
ঘ) সম্পূরক কোণ

সঠিক উত্তর: ঘ) সম্পূরক কোণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত?
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3

সঠিক উত্তর: গ) 2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. (x – 4)2 = 0 সমীকরণের মূল কয়টি?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 0

সঠিক উত্তর: ক) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 69%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
ক) ৪%
খ) ৫%
গ) ৭%
ঘ) ৮%

সঠিক উত্তর: খ) ৫%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
ক) ১
খ) ২
গ) ৪
ঘ) ১৪

সঠিক উত্তর: ক) ১

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. 6√64 x 3√27 = কত?
ক) 2
খ) 4
গ) 6
ঘ) 8

সঠিক উত্তর: গ) 6

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. ২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?
ক) 70
খ) 80
গ) 90
ঘ) 100

সঠিক উত্তর: ঘ) 100

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 56%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. 3x2 – x + 5 =0 সমীকরণে x এর সহগ কত?
ক) 3
খ) 1
গ) -1
ঘ) 5

সঠিক উত্তর: গ) -1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 69%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?
ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল
খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল
গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল

সঠিক উত্তর: গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. ‘গারো’ ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?
ক) বাবা
খ) মা
গ) প্রবীণ ব্যক্তি
ঘ) বড় ভাই

সঠিক উত্তর: খ) মা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?
ক) সাহিত্যে
খ) শান্তিতে
গ) চিকিৎসায়
ঘ) অর্থনীতিতে

সঠিক উত্তর: খ) শান্তিতে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কী?
ক) ড. ফারজানা ইসলাম
খ) খালেদা একরাম
গ) রাশেদা কে চৌধুরী
ঘ) ড. শিরিন শারমিন চৌধুরী

সঠিক উত্তর: ক) ড. ফারজানা ইসলাম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.৩২%
খ) ১.৩৩%
গ) ১.৩৭%
ঘ) ১.৪৩%

সঠিক উত্তর: গ) ১.৩৭%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
খ) পরিবহন ও সেতু মন্ত্রণালয়
গ) সড়ক পরিবহন মন্ত্রণালয়
ঘ) পরিবহন ও সড়ক মন্ত্রণালয়

সঠিক উত্তর: ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 1%, ভুল উত্তরদাতা: 59%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
ক) বরিশাল
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) রংপুর

সঠিক উত্তর: গ) ময়মনসিংহ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
ক) সাধারণ পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) জাতিসংঘ সচিবালয়
ঘ) আর্ন্তজাতিক আদালত

সঠিক উত্তর: গ) জাতিসংঘ সচিবালয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 33%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) ক্লোরোফ্লোরা কার্বন
ঘ) নাইট্রোজেন

সঠিক উত্তর: ঘ) নাইট্রোজেন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. নিশীথ সূর্যের দেশ কোনটি?
ক) জাপান
খ) কোরিয়া
গ) নরওয়ে
ঘ) সুদান

সঠিক উত্তর: গ) নরওয়ে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. গ্রামীণ ব্যাংক কোন ধরণের তালিকার অন্তর্ভুক্ত?
ক) তালিকাভুক্ত ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) অ-তফসিলি ব্যাংক
ঘ) কোনটি নয়

সঠিক উত্তর: গ) অ-তফসিলি ব্যাংক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 4%, ভুল উত্তরদাতা: 44%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
ক) ১০ই ডিসেম্বর
খ) ১১ই জানুয়ারি
গ) ১৫ই মার্চ
ঘ) ১৮ই মার্চ

সঠিক উত্তর: ক) ১০ই ডিসেম্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?
ক) ব্যরোমিটার
খ) সিসমোগ্রাফ
গ) ম্যানোমিটার
ঘ) সেক্সট্যান্ট

সঠিক উত্তর: খ) সিসমোগ্রাফ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. ২১তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়-
ক) ফ্রান্সে
খ) ব্রাজিলে
গ) রাশিয়ায়
ঘ) ইংল্যান্ডে

সঠিক উত্তর: গ) রাশিয়ায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 33%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
ক) বিজ্ঞান জাদুঘর
খ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
গ) জাতীয় জাদুঘর
ঘ) ঢাকা নগর জাদুঘর

সঠিক উত্তর: খ) বরেন্দ্র গবেষণা জাদুঘর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে?
ক) 22 জোড়া
খ) 23 জোড়া
গ) 24 জোড়া
ঘ) 25 জোড়া

সঠিক উত্তর: খ) 23 জোড়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. ‘CNG’-এর পূর্ণরূপ কী?
ক) Converted Natural Gas
খ) Compressed Natural Gas
গ) Conversed Natural Gas
ঘ) Connected Natural Gas

সঠিক উত্তর: খ) Compressed Natural Gas

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. সিডর- কী?
ক) ঘূর্ণিঝড়
খ) সুনামি
গ) টাইফুন
ঘ) সাইক্লোন

সঠিক উত্তর: ক) ঘূর্ণিঝড়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. গুগল কী?
ক) সার্চ ইঞ্জিন
খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
গ) ওয়েব সাইট
ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান

সঠিক উত্তর: ক) সার্চ ইঞ্জিন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা?
ক) কাতার
খ) আফগানিস্তান
গ) আলজেরিয়া
ঘ) আরব আমিরাত

সঠিক উত্তর: ক) কাতার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে?
ক) ১৯৭৫ সালে
খ) ১৯৭৬ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে

সঠিক উত্তর: খ) ১৯৭৬ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 79%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) আমেরিকা

সঠিক উত্তর: ক) এশিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?
ক) ২৪শে আগষ্ট
খ) ২৪শে সেপ্টেম্বর
গ) ২৪শে অক্টোবর
ঘ) ২৪শে নভেম্বর

সঠিক উত্তর: গ) ২৪শে অক্টোবর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক) ভেড়ামারা, কুষ্টিয়া
খ) কেরাণীগঞ্জ, ঢাকা
গ) রামপাল, বাগেরহাট
ঘ) ঈশ্বরদী, পাবনা

সঠিক উত্তর: ঘ) ঈশ্বরদী, পাবনা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. “আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”- গানটির রচিয়তা কে?
ক) আলতাফ মাহমুদ
খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) আবদুল গাফ্ফার চৌধুরী
ঘ) আলাউদ্দীন আলী

সঠিক উত্তর: গ) আবদুল গাফ্ফার চৌধুরী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপটি ইন্সটল করুন

১১তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

পরীক্ষার তারিখঃ ১৩ ডিসেম্বর ২০১৪

প্রশ্ন সংখ্যঃ ১০০

১১তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. ভাষার মূল উপকরণ কী?
ক) বাক্য
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বর্ন

সঠিক উত্তর: ক) বাক্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 32%, উত্তর করেননি: 11%

ব্যাখ্যা: • ভাষার মূল ভিত্তি – ধ্বনি।
• ভাষার ক্ষুদ্রতম একক/মূল উপাদান – ধ্বনি।
• ভাষার মূল উপকরণ – বাক্য।
• ভাষার প্রাণ – অর্থবোধক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

প্রশ্ন ২. জুতো শব্দটি কোন ভাষারীতির?
ক) সাধু
খ) চলিত
গ) প্রাকৃত
ঘ) কোল

সঠিক উত্তর: খ) চলিত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: ’বুনো’ চলিত ভাষারীতির শব্দ।
– এর সাধুরূপ: বন্য।
বন্য (বিশেষণ) শব্দের অর্থ- বনজাত; বনে উৎপন্ন;

• সাধু ভাষা
– বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
– সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং  চলিত ভাষা সর্বসাধারণের জীবন-ঘনিষ্ঠ। ভাষার এই দ্বিধারিক প্রপঞ্চকে বলা হয় দ্বি-ভাষারীতি।
– সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত। এ ভাষায়  তৎসম শব্দের প্রয়োগ বেশি। এতে সর্বনাম, ক্রিয়াপদ প্রভৃতির রূপ মৌখিক ভাষার রূপ অপেক্ষা পূর্ণতর।
– সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
– এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

• চলিতরীতি
– বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/চলনরীতি।
– চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
– চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

প্রশ্ন ৩. কোনটি দন্ত্য ধ্বনি?
ক) ণ
খ) প
গ) ত
ঘ) চ

সঠিক উত্তর: গ) ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: দন্ত্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

প্রশ্ন ৪. বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) স্বর্ণকুমারী দেবী
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

সঠিক উত্তর: গ) বিহারীলাল চক্রবর্তী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 84%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: • বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী।
– গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত।
– রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন।
– বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তী এর জন্ম ১৮৩৫ সালের ২৫ মে কলকাতায়।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম-
– স্বপ্নদর্শন,
– সংগীত শতক,
– বঙ্গসুন্দরী,
– নিসর্গ সন্দর্শন,
– বন্ধু বিয়োগ,
– প্রেম প্রবাহিনী,
– সারদামঙ্গল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

প্রশ্ন ৫. কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
ক) তুরঙ্গ
খ) ভূজঙ্গ
গ) কুরঙ্গ
ঘ) বিহঙ্গ

সঠিক উত্তর: ক) তুরঙ্গ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: • যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে।
রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।

• ‘অশ্ব’ শব্দের সমার্থক শব্দ:
ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
‘তিমির’ শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

প্রশ্ন ৬. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
ক) বনফুল
খ) গাজীমিয়া
গ) ভ্রমন
ঘ) জরাসন্ধ

সঠিক উত্তর: খ) গাজীমিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ’পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
ক) অবাস্তব বস্তু
খ) বড়ো ধরনের চুরি
গ) পুকুর চুরি করা
ঘ) লোপাট

সঠিক উত্তর: খ) বড়ো ধরনের চুরি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
ক) বাক্যের শেষে
খ) শ্লেষাত্মক বাক্যের মাঝে
গ) সংলাপে
ঘ) প্রশ্নবোধক বাক্যে

সঠিক উত্তর: গ) সংলাপে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. ইঁদুর কপালে কী?
ক) প্রবাদ
খ) বাগধারা
গ) সমস্তপদ
ঘ) ব্যাসবাক্য

সঠিক উত্তর: খ) বাগধারা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. কোন বানানটি শুদ্ধ?
ক) সমিচীন
খ) সমীচিন
গ) সমিচিন
ঘ) সমীচীন

সঠিক উত্তর: ঘ) সমীচীন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
ক) অবিনশ্বর
খ) নশ্বর
গ) নষ্ট স্বভাব
ঘ) বিনষ্ট

সঠিক উত্তর: ক) অবিনশ্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে।- এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় দ্বিতীয়া
খ) করণে দ্বিতীয়া
গ) অধিকরণে দ্বিতীয়া
ঘ) কর্মকারকে দ্বিতীয়া

সঠিক উত্তর: ঘ) কর্মকারকে দ্বিতীয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 29%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. সমাস নির্ণয় করুন ‘ধানের ক্ষেত’-
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব

সঠিক উত্তর: ক) ষষ্ঠী তৎপুরুষ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. ‘শোক’ শব্দের বিপরীত-
ক) দুঃখ
খ) হর্ষ
গ) অনুতপ্ত
ঘ) ব্যথা

সঠিক উত্তর: খ) হর্ষ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. উৎ + শ্বাস- এটি কোন সন্ধি?
ক) নিপাতনে সিদ্ধ
খ) স্বরসন্ধি
গ) ব্যঞ্জন সন্ধি
ঘ) জটিল সন্ধি

সঠিক উত্তর: গ) ব্যঞ্জন সন্ধি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. বাক্যে সেমিকোলন ( ; ) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক) ১ বলতে যে সময় লাগে
খ) ১ বলার দ্বিগুণ সময়
গ) ১ সেকেন্ড
ঘ) ২ সেকেন্ড

সঠিক উত্তর: খ) ১ বলার দ্বিগুণ সময়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. সুহৃদ কী ধরনের শব্দ?
ক) মৌলিক
খ) রূঢ়ি
গ) যোগরূঢ়
ঘ) যৌগিক

সঠিক উত্তর: গ) যোগরূঢ়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 31%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. ’তিনি সৎ কিন্তু কৃপণ’ বাক্যটি –
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) বিস্ময়বোধক বাক্য

সঠিক উত্তর: খ) যৌগিক বাক্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. ‘খেচর’ শব্দটির অর্থ কী?
ক) খচ্চর
খ) দুষ্ট প্রকৃতির লোক
গ) চাকর
ঘ) যে প্রাণী জলেও চরে স্থলেও চরে

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. কোনটি নিত্য নারীবাচক শব্দ?
ক) জেনানা
খ) সতীন
গ) শিক্ষিকা
ঘ) ধাত্রী

সঠিক উত্তর: খ) সতীন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
ক) ঝরা পালক
খ) সাতটি তারার তিমির
গ) অর্কেস্ট্রা
ঘ) মহাপৃথিবী

সঠিক উত্তর: গ) অর্কেস্ট্রা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. ‘ফুড কনফারেন্স’- এর রচয়িতা কে?
ক) মীর মশাররফ হোসেন
খ) কাজী নজরুল ইসলাম
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) আবুল মনসুর আহমদ

সঠিক উত্তর: ঘ) আবুল মনসুর আহমদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. কালি ও কলম কী?
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) পত্রিকা
ঘ) প্রবন্ধ

সঠিক উত্তর: গ) পত্রিকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. প্রত্যয় কয় প্রকার?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার

সঠিক উত্তর: খ) দুই

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক) কাব্য
খ) ছোটোগল্প
গ) নাটক
ঘ) উপন্যাস

সঠিক উত্তর: খ) ছোটোগল্প

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. Which one is the correct passive form of the sentence ‘Your conduct pleased me’?
ক) I am pleased of your conduct
খ) I was pleased with your conduct
গ) I was pleased by your conduct
ঘ) I was pleased at your conduct

সঠিক উত্তর: ঘ) I was pleased at your conduct

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. Choose the verb form of ‘friend’.
ক) friendship
খ) friended
গ) befriend
ঘ) enfriend

সঠিক উত্তর: গ) befriend

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. ’তার জন্য জায়গা করে দাও’ এর শুদ্ধ ইংরেজি _______
ক) Make place for him
খ) Manage place for him
গ) Make accommodation for him
ঘ) Make room for him

সঠিক উত্তর: ঘ) Make room for him

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. What is the synonym of ‘reveal’?
ক) disclose
খ) conceal
গ) proclaim
ঘ) pacify

সঠিক উত্তর: ক) disclose

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. Fill in the blank with appropriate preposition in the sentence: I am pleased ____ hear about your promotion.
ক) by
খ) to
গ) with
ঘ) for

সঠিক উত্তর: খ) to

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. ‘Swan song’ means ________
ক) First work
খ) Last work
গ) Middle work
ঘ) Early work

সঠিক উত্তর: খ) Last work

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. Sinners will suffer _______
ক) in fine
খ) in the long run
গ) in no time
ঘ) in the court

সঠিক উত্তর: খ) in the long run

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. ‘All men must die’ _______ Negative form of this sentence is ________
ক) No men will never die
খ) None but all men will die
গ) Nothing but all men must die
ঘ) None can avoid death

সঠিক উত্তর: ঘ) None can avoid death

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 33%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. I would rather die ________
ক) to beg
খ) than beg
গ) than begging
ঘ) than would have begged

সঠিক উত্তর: খ) than beg

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. Had I been rich, I ______.
ক) would have helped the poor
খ) will help the poor
গ) had helped the poor
ঘ) than would have begged

সঠিক উত্তর: ক) would have helped the poor

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. Do not insist ______ his going there.
ক) to
খ) on
গ) with
ঘ) in

সঠিক উত্তর: খ) on

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. What is the noun form of ‘believe’?
ক) believe
খ) belief
গ) believable
ঘ) believance

সঠিক উত্তর: খ) belief

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. Select the right word to fill in the sentence ‘He ran fast lest he ________ miss the train.’
ক) can
খ) should
গ) could
ঘ) would

সঠিক উত্তর: খ) should

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. Phonetics is concerned with _________
ক) Pronunciation
খ) Word building
গ) Sentence making
ঘ) Passage

সঠিক উত্তর: ক) Pronunciation

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. He advised me _______ smoking.
ক) give up
খ) to stop
গ) to give up
ঘ) from giving up

সঠিক উত্তর: গ) to give up

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. Would you mind (to take) simply a cup of coffee? The correct verb form would be _______
ক) to take
খ) taken
গ) taking
ঘ) for taking

সঠিক উত্তর: গ) taking

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. The passive form of the sentence ‘Do it as I say’ is _________
ক) Let it be done as is said by me
খ) Let it be done as I say
গ) It should be done as I say
ঘ) Be it done as it is said

সঠিক উত্তর: খ) Let it be done as I say

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. ‘Blue blood’ means ______
ক) aristocratic birth
খ) scoundrel
গ) fresh blood
ঘ) blood of king

সঠিক উত্তর: ক) aristocratic birth

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. I look forward _______ you.
ক) to see
খ) meeting
গ) to hearing from
ঘ) to meet

সঠিক উত্তর: গ) to hearing from

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. We worked hard so that we ________ succeed.
ক) can
খ) could
গ) may
ঘ) should

সঠিক উত্তর: খ) could

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. _______ water of this pond is clear. Use article.
ক) The
খ) a
গ) no article
ঘ) an

সঠিক উত্তর: ক) The

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. Which one is a compound noun?
ক) Headmaster
খ) Information
গ) Friday
ঘ) Examination

সঠিক উত্তর: ক) Headmaster

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. The man was ________ murder.
ক) hung for
খ) hanged for
গ) hanged
ঘ) hung to

সঠিক উত্তর: খ) hanged for

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. ‘Head over heels in love’ means ______
ক) loving somebody
খ) disliking somebody very much
গ) hating love strongly
ঘ) loving somebody very much

সঠিক উত্তর: ঘ) loving somebody very much

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. Choose the correct sentence :
ক) No sooner had I came than he went
খ) No sooner I come than he went away
গ) No sooner had I come when he went away
ঘ) No sooner had I come than he went away

সঠিক উত্তর: ঘ) No sooner had I come than he went away

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. দুইটি সংখ্যার ল.সা.গু. ৮৪, গ.সা.গু ৭ । একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
ক) ৪
খ) ১২
গ) ৩২
ঘ) ২৮

সঠিক উত্তর: ঘ) ২৮

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
ক) (৪, ৬)
খ) (৬, ৯)
গ) (৯, ১২)
ঘ) (১২, ১৭)

সঠিক উত্তর: ঘ) (১২, ১৭)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. x – 1/x = 1 হলে x3 – 1/x3  এর মান কত?
ক) 2
খ) 4
গ) 6
ঘ) 8

সঠিক উত্তর: খ) 4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
ক) 3x2 + 4y2 = 2
খ) xy = 1
গ) x + y = 4
ঘ) x2 + y2 = 5

সঠিক উত্তর: ঘ) x2 + y2 = 5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. logx 324 = 4 হলে, x এর মান কত?
ক) 3√2
খ) 2√3
গ) 3√3
ঘ) 2√2

সঠিক উত্তর: ক) 3√2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
ক) 3 গুণ
খ) 6 গুণ
গ) 9 গুণ
ঘ) 18 গুণ

সঠিক উত্তর: ক) 3 গুণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
ক) 35°
খ) 40°
গ) 45°
ঘ) 55°

সঠিক উত্তর: ক) 35°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৪

সঠিক উত্তর: ক) ৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 61%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. বেলা ২.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
ক) ৯০°
খ) ১০৫.৫°
গ) ৬০°
ঘ) ১২০°

সঠিক উত্তর: খ) ১০৫.৫°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. ১ থেকে ৪০ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা বিদ্যমান?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩

সঠিক উত্তর: গ) ১২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
ক) ২০,০০০
খ) ২২,৫০০
গ) ২৫,০০০
ঘ) ৩০,০০০

সঠিক উত্তর: গ) ২৫,০০০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 cm হলে, এর ক্ষেত্রফল কত হবে?
ক) 12 sq.cm
খ) 18 sq.cm
গ) 24 sq.cm
ঘ) 36 sq.cm

সঠিক উত্তর: খ) 18 sq.cm

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. 1 + 3 + 6 + 10 + 15 + ……………………. ধারাটির সপ্তম পদটি কত?
ক) 20
খ) 25
গ) 21
ঘ) 26

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে-
ক) ২৫০
খ) ৩০০
গ) ১০০
ঘ) ২০০

সঠিক উত্তর: ঘ) ২০০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক) ২৫%
খ) ৩০%
গ) ৩২%
ঘ) ৪০%

সঠিক উত্তর: খ) ৩০%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. 3x3 + 2x2 – 21x – 20 রাশির একটি উৎপাদক হচ্ছে __
ক) x + 2
খ) x – 2
গ) x + 1
ঘ) x – 1

সঠিক উত্তর: গ) x + 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 33%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭.  = কত?
ক) 12
খ) 36
গ) 48
ঘ) 144

সঠিক উত্তর: ঘ) 144

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. 33x – 8 = 34  হলে x – এর মান কত?
ক) 3
খ) 4
গ) 2
ঘ) 6

সঠিক উত্তর: খ) 4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
ক) ৯০°
খ) ১৮০°
গ) ২৭০°
ঘ) ৩৬০°

সঠিক উত্তর: ঘ) ৩৬০°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
ক) ৩২√৩
খ) ৬৪√৩
গ) ৬৪
ঘ) ৩২

সঠিক উত্তর: খ) ৬৪√৩

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
ক) 415.69 মি.
খ) 417 মি.
গ) 315.69 মি.
ঘ) 315 মি.

সঠিক উত্তর: ক) 415.69 মি.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 78%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর _____
ক) সমান
খ) অর্ধেক
গ) দ্বিগুণ
ঘ) তিনগুণ

সঠিক উত্তর: খ) অর্ধেক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. Sinθ -এর সর্বনিম্ন মান কত?
ক) 0
খ) – 2
গ) 1
ঘ) – 1

সঠিক উত্তর: ঘ) – 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 31%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড়ো ৮২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
ক) ৭৩০
খ) ৭৩৫
গ) ৭৮০
ঘ) ৭৯০

সঠিক উত্তর: খ) ৭৩৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
ক) ৬০
খ) ৬৫
গ) ৭০
ঘ) ৭৫

সঠিক উত্তর: ঘ) ৭৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বুঝানো হতো?
ক) কুমিল্লা ও বরিশাল
খ) কুমিল্লা ও নোয়াখালী
গ) ময়মনসিংহ ও নরসিংদী
ঘ) ময়মনসিংহ ও জামালপুর

সঠিক উত্তর: খ) কুমিল্লা ও নোয়াখালী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ – এর সংগীত পরিচালক কে ছিলেন?
ক) সমর দাস
খ) সুবল দাস
গ) খান আতাউর রহমান
ঘ) গাজী মাজহারুল আনোয়ার

সঠিক উত্তর: ক) সমর দাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
ক) ২৫.৬%
খ) ২৪.৫%
গ) ২৩.৬%
ঘ) ২৬.৫%

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. বাংলাদেশ ব্যাংক গভর্নরের মেয়াদকাল কত?
ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ৫ বছর

সঠিক উত্তর: গ) ৪ বছর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. বর্তমান মুজিবনগরের পূর্বনাম কী ছিল?
ক) চন্দ্রবাড়ি
খ) ভবের পাড়া
গ) টুংগীপাড়া
ঘ) শিমুলিয়া

সঠিক উত্তর: খ) ভবের পাড়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?
ক) সিলেট
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) সুনামগঞ্জ

সঠিক উত্তর: গ) মৌলভীবাজার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
ক) নিঝুম দ্বীপ
খ) সেন্টমার্টিন দ্বীপ
গ) দক্ষিন তালপট্টি দ্বীপ
ঘ) কুতুবদিয়া দ্বীপ

সঠিক উত্তর: গ) দক্ষিন তালপট্টি দ্বীপ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?
ক) ম্যালিক এসিড
খ) ফলিক এসিড
গ) অক্সালিক এসিড
ঘ) সাইট্রিক এসিড

সঠিক উত্তর: ক) ম্যালিক এসিড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. সুনামির (Tsunami) কারণ হলো ______
ক) অগ্ন্যুৎপাত
খ) ঘূর্ণিঝড়
গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘ) সমুদ্র তলদেশে ভূমিকম্প

সঠিক উত্তর: ঘ) সমুদ্র তলদেশে ভূমিকম্প

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
ক) ১২০ দিন
খ) ১০০ দিন
গ) ৮০ দিন
ঘ) ৬০ দিন

সঠিক উত্তর: ক) ১২০ দিন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
ক) লাল
খ) কালো
গ) সাদা
ঘ) সবুজ

সঠিক উত্তর: খ) কালো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?
ক) ফ্যাক্স
খ) ই-মেইল
গ) টেলিফোন
ঘ) টেলিভিশন

সঠিক উত্তর: খ) ই-মেইল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন?
ক) ১০ অক্টোবর, ১৯৭২
খ) ৭ নভেম্বর, ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ) ১০ ডিসেম্বর, ১৯৭২

সঠিক উত্তর: ক) ১০ অক্টোবর, ১৯৭২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. চিরশান্তির শহর কোনটি?
ক) রোম
খ) ভেনিস
গ) এথেন্স
ঘ) অসলো

সঠিক উত্তর: ক) রোম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক) মিশর
খ) ইরাক
গ) জর্ডান
ঘ) কুয়েত

সঠিক উত্তর: খ) ইরাক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক) ১০ জুন
খ) ১০ আগস্ট
গ) ১০ অক্টোবর
ঘ) ১০ ডিসেম্বর

সঠিক উত্তর: ঘ) ১০ ডিসেম্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. ভুটানের মুদ্রার নাম কী?
ক) রুপি
খ) রুপিয়া
গ) গুলট্রাম
ঘ) বাথ

সঠিক উত্তর: গ) গুলট্রাম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক) ১৯০টি
খ) ১৯১টি
গ) ১৯২টি
ঘ) ১৯৩টি

সঠিক উত্তর: ঘ) ১৯৩টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. বাতাসের শহর হিসেবে পরিচিত ______
ক) শিকাগো
খ) নিউইয়র্ক
গ) ওয়াশিংটন
ঘ) সিডনি

সঠিক উত্তর: ক) শিকাগো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?
ক) চাকমা
খ) সাঁওতাল
গ) গারো
ঘ) মারমা

সঠিক উত্তর: ক) চাকমা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক) লন্ডন
খ) ব্রাসেলস
গ) রোম
ঘ) প্যারিস

সঠিক উত্তর: খ) ব্রাসেলস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক) ফেনী
খ) সাঙ্গু
গ) কর্ণফুলি
ঘ) নাফ

সঠিক উত্তর: খ) সাঙ্গু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 25%, ভুল উত্তরদাতা: 40%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
ক) লৌহ
খ) ইস্পাত
গ) হীরক
ঘ) পাথর

সঠিক উত্তর: গ) হীরক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
ক) শেষরাতে
খ) মধ্যাহ্নে
গ) অপরাহ্ণে
ঘ) সবসময়

সঠিক উত্তর: গ) অপরাহ্ণে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) বার্লিন
গ) প্যারিস
ঘ) ভিয়েনা

সঠিক উত্তর: ঘ) ভিয়েনা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপটি ইন্সটল করুন