বিসিএস পরীক্ষায়, ৩টি  ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায়, ৯০০ নম্বরের মধ্যে মাত্র ৫০ শতাংশ নাম্বার পেলেই পাস করা গেলেও কাঙ্ক্ষিত ক্যাডার প্রাপ্তির জন্য আপনাকে পাশ নম্বরের চেয়েও অনেক বেশি নম্বর পেতে হবে। বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই পিএসসি এর বিসিএস লিখিত পরীক্ষার ধরন সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া আবশ্যক। যার জন্য বিগত সালগুলোতে হয়ে যাওয়া বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যবেক্ষন করা সকল পরীক্ষার্থীদের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তাই ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF কপি থেকে আপনারা  দেখে নিতে পারবেন সবগুলো প্রশ্নপত্র। 

Table of Contents

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষা সম্পর্কে কিছু কথাঃ

গত ২০২২ সালের ৩০ নভেম্বর ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং  ১ হাজার ২২ জন নন ক্যাডার পদে নিয়োগ দেবে জানিয়ে ৪৫ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর ঠিক ৫ মাসের মাথায় গত ১৯ মে ২০২৩ সালে ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৩ লাখ ৪৬ হাজার চাকরি প্রার্থী ৪৫ তম বিসিএস এর জন্য আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষার্থী। ফলে মোট উপস্থিতির হার ছিল ৭৭.২৪ শতাংশ। যার মধ্যে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন সর্বমোট ১২ হাজার ৭৮৯ জন চাকরি প্রার্থী। 

নির্বাচন সহ নানা জটিলতায় ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত হওয়ার পর গত ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে ৪৫তম লিখিত পতীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই রুটিন অনুযায়ী গত ২৩ জানুয়ারি ৪৫তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে একই মাসের ৩১ জানুয়ারি পদ সংশ্লিষ্ট সকল পরীক্ষার মাধ্যমে শেষ হয়।  

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষাগুলোর প্রশ্নগুলো চাকরি প্রার্থীদের জন্য অনেক গুরুত্বপুর্ণ। তাই ৪৫তম বিসিএস এর বিষয়ভিত্তিক সকল প্রশ্নগুলো নিম্নে PDF আকারে প্রকাশ করা হল।

৪৫তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন (45th BCS Written Question Bangla Question PDF)

৪৫তম বিসিএস লিখিত বাংলা প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

৪৫ তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন (45th BCS Written English Question Question PDF)

৪৫তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

৪৫ তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী (45th BCS Written Question Bangladesh Affairs Question PDF)

৪৫তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

৪৫তম বিসিএস লিখিত প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলী (45th BCS Written Question International Affairs Question PDF)

৪৫তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

৪৫ তম বিসিএস লিখিত প্রশ্ন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (45th BCS Written Question Math & Mental Ability Question PDF)

৪৫তম বিসিএস লিখিত গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

৪৫ তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন (45th BCS Written Science Question Question PDF)

৪৫তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৪৫ তম বিসিএস লিখিত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন (45th BCS Written Computer & ICT Question Question PDF)

৪৫তম বিসিএস লিখিত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্নের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৪৫তম বিসিএস লিখিত পদ সংশ্লিষ্ট সকল পরীক্ষা প্রশ্ন (45th BCS Written Post Related All Question)

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট  সকল বিষযয়ের প্রশ্ন প্রশ্ন একসাথে পেতে এখানে ক্লিক করুন। 

৪৫ তম বিসিএস লিখিত জেনারেল সকল বিষয়ের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।