প্রিয় চাকরি প্রার্থীগণ ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। কারন বিসিএস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি বিসিএস এর মূল নম্বরের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে ভাইভা পরীক্ষায়ও কাজে আসে। বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা থাকা খুবই জরুরী। কারন বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ করলে বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে একটি ধারনা তৈরি হয় যা পরবর্তীতে বিসিএস লিখিত প্রস্তুতিকে আরও সহজ করে দেয়।

আপনাদের সুবিধার্থে আমরা বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে একটি সিরিজ প্রকাশ করছি যেখানে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF এবং লিখিত পরীক্ষার প্রশ্নের PDF রয়েছে। যা আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন আবার প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন। এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন প্রকাশ করা হল।

Download Live Written App

৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF ডাউনলোড করুন | 36th BCS Written Question PDF Download

৩৬তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন (36th BCS Bangla Written Question):

৩৬তম বিসিএস লিখিত বাংলা প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

৩৬তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন (36th BCS English Written Question):

৩৬তম বিসিএস লিখিত ইংরেজি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

৩৬তম বিসিএস লিখিত গণিত প্রশ্ন (36th BCS Math Written Question):

৩৬ তম বিসিএস লিখিত গাণিতিক যুক্তি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

৩৬তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন (36th BCS General Science Written Question):

৩৬তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

৩৬তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন (36th BCS Bangladesh Affairs Written Question):

৩৬তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

৩৬তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন (36th BCS International Affairs Written Question):

৩৬তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন PDF ফরমেটে ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

Download Live MCQ App

৩৬তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্যঃ

গত ৩১ মে ২০১৫ তারিখে ২ হাজার ১৮০ টি শূন্য পদের বিপরীতে ৩৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই বছরের ১৪ জুন সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৩ জুলাই পর্যন্ত ৩৬তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকে।

পরবর্তীতে ৮ জানুয়ারি ২০১৬ তারিখে ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর প্রায় ১ মাস ২ দিন পর ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ৪৬তম বিসিএস প্রিমিনিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি যেখানে সর্বমোট ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হন। একই বছরের সেপ্টেম্বরে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৫ হাজার ৯৯০ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক ও অন্যান্য পরীক্ষার পর এই বিসিএস এ সর্বমোট ২ হাজার ৩২৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়।