সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামীকাল শুক্রবার রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩ বিভাগের মোট ২২ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। উক্ত এমসিকিউ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলবে। দ্বিতীয় পর্বে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।

পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাঃ

  • পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে আটটার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল NID/Smart Card)  সাথে আনতে হবে।
  • পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
  • ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • জাতীয় পরিচয়পত্র (NID/Smart Card) ছাড়া কোনো প্রকার Debit Card, Credit Card অথবা অন্য কোনো কার্ড সদৃশ বস্তু সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • যদি কোন পরিক্ষার্থী এসব দ্রব্য নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এইবারই প্রথম আবেদন ও নিয়োগ প্রক্রিয়া বিভাগ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছভিত্তিক এই নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।