প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ান্ত ও ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশিত হতে পারে বলে জানালেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মাহাবুব রহমান তুহিন। আজ ১৪ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করে তিনি এই বিষয় টি জানান।
এর আগে ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র থেকে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল চলতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে।
প্রথম ধাপে যে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ১৭টি জেলার মৌখিক পরীক্ষার ফল তাদের কাজে চলে এসেছে। একটি জেলায় মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল বিধায় ঐ জেলার মৌখিক পরীক্ষার ফল এখনও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এসে পৌছায় নি। ওই কর্মকর্তা আরও বলেন, বাকি একটি জেলার মৌখিকের ফল এলে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। যেহেতু এটি চূড়ান্ত ফলাফল তাই অনেক কাজ থাকে। তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিষ্ট কাম বেঞ্চ সহকারী পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল
- সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
- ৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি । পরীক্ষার তারিখ- ১৮ জুলাই
- ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা । পরীক্ষা শুরু ২৪ জুলাই
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল
Leave A Comment