মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ১১তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৭ ফেবরুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড http://dof.teletalk.com.bd হতে ডাউনলোড করা যাবে। পদের নাম, পরীক্ষারতারিখওসময়নিম্নরূপঃ
পদের নাম | পরীক্ষার সময় ও তারিখ | কেন্দ্র |
অফিস সহায়ক | ১৬/০২/২০২৪ তারিখ শুক্রবার। সকাল ১০:০০ টা থেকে ১১ টা। | ৩৬ টি কেন্দ্র (প্রবেশপত্রে কেন্দ্রের নাম অনুযায়ী) |
স্টোর কিপার | ১৭/০২/২০২৪ তারিখ শনিবার। সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা | উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কাকরাইল, ঢাকা |
হ্যাচারী টেকনিশিয়ান | ১৭/০২/২০২৪ তারিখ শনিবার। বিকাল ২:৩০ টা থেকে ৪:০০ টা | বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ২৭, ৪-এ তোপখানা রোড, ঢাকা – ১০০০ |
পরিচ্ছন্নতা কর্মী | ১৭/০২/২০২৪ তারিখ শনিবার। বিকাল ২:৩০ টা থেকে ৩:৩০ টা | ঐ |
Leave A Comment