১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার – 18th NTRCA Exam দেশের প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ সাল থেকে NTRCA (Non-Government Teachers’ Registration & Certification Authority) বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে NTRCA কর্তৃপক্ষ।
কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায় – ২ এই তিন পর্যায়ে NTRCA নিয়োগ পরীক্ষা হয়ে থাকে।
Live MCQ App ইন্সটল করে আজই প্রস্তুতি শুরু করুন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেনো প্রয়োজন?
যারা বেসরকারি স্কুল/ কলেজ/ মাদ্রাসা/ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করতে চান তাদের জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক। এই নিবন্ধন ছাড়া দেশের কোন বেসরকারি স্কুল বা কলেজে শিক্ষক হিসেবে যোগদান করা যায় না।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের যোগ্যতা
🎓 আবেদনের যোগ্যতা:
✅ স্কুল ও কলেজ উভয় পর্যায়ে – স্নাতক, সম্মান বা ডিগ্রি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, এইচএসসি বা সমমান বা আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে আবেদন করা যাবে।
[বিজ্ঞপ্তির ১৫নং অনুচ্ছেদে বিভিন্ন ক্যাটাগরি/পদ অনুযায়ী আবেদনের যোগ্যতার বিস্তারিত দেয়া রয়েছে; অনুগ্রহ করে বিজ্ঞপ্তি দেখুন।]
✅ ইবতেদায়ী শিক্ষক পদে এইচএসসি পাশেও আবেদন করা যাবে।
✅ পরীক্ষা নির্দিষ্ট কয়েকটি জেলায় অনুষ্ঠিত হলেও সকল জেলার পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন।
🔴 দ্রষ্টব্য:
✅ অবতীর্ণ (Appeared) প্রার্থীরা আবেদন করতে পারবে না।
[যেসব প্রার্থীর স্নাতকের সব পরীক্ষা আবেদনের শেষ তারিখের আগে শেষ হবে, কিন্তু ফলাফল প্রকাশিত হবে না, তাঁদের অ্যাপিয়ার্ড বা অবতীর্ণ প্রার্থী বলা হয়।]
✅ ৩টি পর্যায়ে যথা- স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীগণ পরীক্ষা হবে।
✅ ১ জন প্রার্থী স্কুল পর্যায়ে ১টি ও কলেজ পর্যায়ে ১টি অর্থাৎ মোট ২টি বাএদন করতে আরবেন।
✅ যদিও সার্কুলারে বয়স উল্লেখ নেই, তবে NTRCA কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা থাকে ৩৫ বছর। তাই ৩৫ বছরের কম সবাই আবেদন করতে পারবেন। যাদের বয়স ৩৫ বছরও এর কাছাকাছি তাদের আবেদন না করাই উত্তম, কারণ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যে সময় লাগে সে সময়ের মধ্যে ৩৫ বছর পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ৩৫ বছরের কাছাকাছি যাদের বয়স জেনে বুঝে আবেদন করুন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি
🗃️ পরীক্ষার পর্যায়সমূহ:
✅ স্কুল পর্যায়:
➤ স্কুল পর্যায় বলতে বিভিন্ন বিষয়ের ‘সহকারী শিক্ষক’, ‘সহকারী শিক্ষক – শরীর চর্চা, ‘সহকারী মৌলভী’ পদগুলোকে বুঝায়।
➤ স্কুল পর্যায় – ২ বলতে ‘ট্রেড ইন্সট্রাক্টর’, ‘এবতেদায়ী মৌলভী’, ‘এবতেদায়ী শিক্ষক (সাধারণ)’ ও ‘এবতেদায়ী ক্বারী’ পদকে বুঝায়।
✅ কলেজ পর্যায়:
➤ কলেজ পর্যায় বলতে ‘প্রভাষক’, ‘ইন্সট্রাক্টর (টেক)’, ‘ইন্সট্রাক্টর (নন-টেক)’ ও ‘প্রদর্শক’ পদকে বুঝায়।
🎯 পরীক্ষা পদ্ধতি:
📚 প্রথম ধাপ – প্রিলিমিনারি পরীক্ষা [পূর্ণমান – ১০০ নম্বর
📚 দ্বিতীয় ধাপ – লিখিত পরীক্ষা [পূর্ণমান – ১০০ নম্বর]
📚 তৃতীয় ধাপ – ভাইভা [পূর্ণমান – ২০ নম্বর]
শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টন
প্রিলিমিনারি পরীক্ষা:
📌 মোট নম্বর: ১০০
📌 সময়: ১ ঘণ্টা
📌 নেগেটিভ নম্বর: ০.২৫
📌 পাস নম্বর: ৪০%
প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:
📌 বাংলা – ২৫
📌 ইংরেজি – ২৫
📌 সাধারণ গণিত – ২৫
📌 সাধারণ জ্ঞান – ২৫
🎯 লিখিত পরীক্ষা:
📌 বিষয়ভিত্তিক মোট নম্বর: ১০০
📌 পাস নম্বর: নির্দিষ্ট পাস মার্কস নেই, কাটমার্কের ভিত্তিতে নির্ধারিত হবে।
📌 সময়: ৩ ঘণ্টা
🎯 মৌখিক পরীক্ষা:
📌 মোট নম্বর: ২০ [শিক্ষাগত যোগ্যতা – ১২ ও সাক্ষাতকার – ৮]
📌 পাস নম্বর: উভয় অংশে অন্যূন ৪০% নম্বর।
⭕️ প্রিলিমিনারি টেস্টের কেন্দ্র:
✅ দেশের ২৪টি জেলা শহরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাগুলো হলো: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও রাঙ্গামাটি।
⭕️ লিখিত পরীক্ষার কেন্দ্র:
✅ ৮টি বিভাগীয় শহরে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথা: রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ।
শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাস
প্রিলিমিনারি পরীক্ষার জন্য স্কুল পর্যায় ও স্কুল পর্যায় – ২ এর সিলেবাস একই
ক. বাংলা (Bengali): ২৫
১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯. বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন।
খ. ইংরেজি (English): ২৫
- Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of parts of speech, 4. Right forms of verb, 5. Fill in the blanks with appropriate word, 6. Transformation of sentences, 7. Synonyms and Antonyms, 8. Idioms and phrases.
গ. সাধারণ গণিত (General Mathematics): ২৫
পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত।
বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।
ঘ. সাধারণ জ্ঞান: ২৫
১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।
বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।
কলেজ পর্যায়ের সিলেবাস
ক. বাংলা (Bengali): ২৫
ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।
খ. ইংরেজি (English): ২৫
Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms and Antonyms, completing sentences, Idioms and phrases.
গ. সাধারণ গণিত (General Mathematics): ২৫
পাটিগণিত: সূত্র ও নিয়মাবলী (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি।
বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।
জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোনমিতি সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।
ঘ. সাধারণ জ্ঞান: ২৫
১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।
বিস্তারিত বিষয়াবলী:
বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।
Live MCQ শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে আপনারা কী কী পাচ্ছেন
🏫 ১৮তম শিক্ষক নিবন্ধন (NTRCA) নিয়োগ প্রস্তুতির নতুন রুটিন: (ক্লাসসহ)
♻️ প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখে ফুল মডেল টেস্টসহ!
🎯 যা থাকছে রুটিনে:
🗂️ মোট লাইভ পরীক্ষা: ১২০+টি
📌 বিষয়ভিত্তিক পরীক্ষা: ৬০টি,
📌 ফুল মডেল টেস্ট: ২০+টি,
📌 আগের রুটিনের পরীক্ষা: ৩৫টি
⏰ পরীক্ষা শুরু: ০১ জানুয়ারি, ২০২৪
🗃️ জব সল্যুশনসহ NTRCA আর্কাইভ: ১০,০০০+ প্রশ্ন
📌 আর্কাইভ থেকে Unlimited পরীক্ষা
📹 মোট ভিডিয়ো ক্লাস: ৮০+টি
📌 NTRCA জব সল্যুশন সলভ ক্লাস: ২০টি
📌 Analytics-সহ বিষয়ভিত্তিক সলভ ক্লাস: ২০টি
📌 বিষয়ভিত্তিক ক্লাস: ৪০টি
🗃️ মোট PDF: ১০০+টি
📌 ব্যাখ্যাসহ সকল NTRCA জব সল্যুশনের PDF
📌 মাসিক সাম্প্রতিক সমাচার PDF
📌 Weekly Bulletin ও NewsPicker PDF
🔗 রুটিনের PDF Download করুন অথবা,
➤ Live MCQ অ্যাপের হোম পেইজের PDF Section থেকে ‘রুটিন ও কারিকুলাম’ অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Live MCQ কী এবং কেনো ব্যবহার করবেন?
১৮তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি প্যাকেজ
🎯 ১৮তম NTRCA নিয়োগ প্রস্তুতির প্যাকেজের বিস্তারিত:
🎉 ডিসকাউন্টসহ প্যাকেজের মূল্য: ২৯৯/- টাকা (ডিসকাউন্ট ছাড়া প্যাকেজ মূল্য হবে: ৩৯৯/- টাকা)
🔋 ডিসকাউন্ট চলবে: ১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত
⌛ প্যাকেজের মেয়াদ: ১৮তম NTRCA প্রিলি পরীক্ষা পর্যন্ত
🎉 Live MCQ বার্ষিক ও ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজে ডিসকাউন্ট অফার চলছে….. 🎉
🟢 বার্ষিক প্যাকেজ: ১১৯৯/- টাকা
📌 ৩০১ টাকা মূল্য ছাড়ে ১৫০০ টাকার প্যাকেজ এখন ১১৯৯/- টাকা
🟢 ষাণ্মাসিক প্যাকেজ: ৭৯৯/- টাকা
📌 ২০১ টাকা মূল্য ছাড়ে ১০০০ টাকার প্যাকেজ এখন ৭৯৯/- টাকা
প্যাকেজের সুবিধাসমূহ:
প্যাকেজ দুটির মেয়াদ অনুসারে,
✅ ১ প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল বাটনের সকল লাইভ এবং আর্কাইভের পরীক্ষা দিতে পারবেন।
✅ আর্কাইভ বাটনগুলোতে আমাদের আগের সকল পরীক্ষার ৩.২০ লাখ++ Exclusive MCQ এবং রেফারেন্সসহ ব্যাখ্যা আছে।
✅ বিসিএস, প্রাইমারিসহ সকল Video Class এর এক্সেস পাবেন।
✅ Premium Section এর স্মার্টসার্চ (অ্যাপে), টপিকগুরু, জব সল্যুশন (টপিকভিত্তিক), কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেলসহ সকল প্রিমিয়াম ফিচারের সুবিধা পাবেন।
✅ Audio Player-সহ আসন্ন সকল ফিচারের সুবিধা পাবেন।
🎯 দ্রষ্টব্য:
- বিশেষ বিসিএস (যেমন – স্বাস্থ্য বা শিক্ষা) এবং বিজেএস (যদি চালু হয়) এই ধরণের সার্ভিস এই প্যাকেজের আওতাধীন থাকবে না।
- চলমান ডিসকাউন্ট অফারে প্যাকেজ নিয়ে নিশ্চিন্তে সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন।
🔋 ডিসকাউন্ট অফার চলবে: ১০ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত।
সার্কুলারের বিস্তারিত দেখুন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
Live MCQ প্রিমিয়াম প্যাকেজসমূহ
- স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ (৪ বছর মেয়াদী) ৩০০০ টাকা
- স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ (২ বছর মেয়াদী) ২০০০ টাকা
- বার্ষিক প্রিমিয়াম প্যাকেজ (৩৬৫ দিন) ১৫০০ টাকা
- ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজ (১৮০ দিন) ৭৯৯ টাকা
- ত্রৈমাসিক প্রিমিয়াম প্যাকেজ (৯০ দিন – ভিডিও লেকচার ছাড়া) ৫৫০ টাকা
- মাসিক প্রিমিয়াম প্যাকেজ (৩০ দিন – ভিডিও লেকচার ছাড়া) ২০০ টাকা
চলমান যেকোনো প্যাকেজ থাকলেও স্বাধীন প্যাকেজে কনভার্ট করা যাবে। সেক্ষেত্রে চলমান প্যাকেজের শেষ দিনের সঙ্গে
৪ বছর অর্থাৎ ১৪৬০ দিন স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
প্রিমিয়াম প্যাকেজের সুবিধাসমূহ:
প্যাকেজ কেনার দিন থেকে মেয়াদ শেষ হওয়ার দিন পর্যন্ত Live MCQ™ এর সকল পরীক্ষা, Video
Class এবং প্রিমিয়াম ফিচারের এক্সেস পাবেন।
✅ ১ প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA – সহ সকল বাটনের সকল লাইভ এবং
আর্কাইভের পরীক্ষা দিতে পারবেন।
✅ আর্কাইভ বাটনগুলোতে আমাদের আগের সকল পরীক্ষার ৩ লাখ++ Exclusive MCQ এবং রেফারেন্সসহ ব্যাখ্যা
আছে।
✅ বিসিএস, প্রাইমারিসহ সকল Video Class এর এক্সেস পাবেন।
✅ Premium Section এর স্মার্টসার্চ (অ্যাপে), টপিকগুরু, জব সল্যুশন (টপিকভিত্তিক), কুইজ মাস্টার, ডাইনামিক
প্যানেলসহ সকল প্রিমিয়াম ফিচারের সুবিধা পাবেন।
✅ Audio Player – সহ আসন্ন সকল ফিচার এর সুবিধা পাবেন।
দ্রষ্টব্য:
- স্বাধীন প্রিমিয়াম প্যাকেজ ফি এর উপরে কোন প্রকার ডিসকাউন্ট প্রযোজ্য হবে না।
- বিশেষ বিসিএস (যেমন – স্বাস্থ্য বা শিক্ষা) এবং বিজেএস (যদি চালু হয়) এই ধরণের সার্ভিস এই প্যাকেজের আওতাধীন থাকবে না।
NTRCA বার্ষিক প্যাকেজ – (ভিডিয়ো ক্লাসসহ) মেয়াদ: ৩৬৫ দিন
NTRCA প্যাকেজের সুবিধাসমূহ:
৭ মাস বা ১৮তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত –
মোট লাইভ পরীক্ষা: ১২০+টি
– বিষয়ভিত্তিক পরীক্ষা: ৬০টি,
– ফুল মডেল টেস্ট: ২০+টি,
– আগের রুটিনের পরীক্ষা: ৩৫টি
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
জব সল্যুশনসহ NTRCA আর্কাইভ: ১০,০০০+ প্রশ্ন
– আর্কাইভ থেকে Unlimited পরীক্ষা
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
মোট ভিডিয়ো ক্লাস: ৮০+টি
– NTRCA জব সল্যুশন সলভ ক্লাস: ২০টি
– Analytics-সহ বিষয়ভিত্তিক সলভ ক্লাস: ২০টি
– বিষয়ভিত্তিক ক্লাস: ৪০টি
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
মোট PDF: ১০০+টি
– ব্যাখ্যাসহ সকল NTRCA জব সল্যুশনের PDF
– মাসিক সাম্প্রতিক সমাচার PDF
– Weekly Bulletin ও NewsPicker PDF
প্যাকেজ মূল্য:
ডিস্কাউন্টসহ ২৯৯ টাকা
ডিস্কাউন্ট এর মেয়াদ শেষে ৩৯৯ টাকা
মেয়াদ: ৯০ দিন (১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত এই প্যাকেজের মেয়াদ থাকবে।)
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যাকেজ – (DPE এর সকল পরীক্ষা)
প্যাকেজ কেনার পরবর্তী প্রাইমারি চূড়ান্ত পরীক্ষা শেষ হবার আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য লাইভ পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশনের এক্সেস পাবেন।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ বাটনের সকল লাইভ পরীক্ষা ও আর্কাইভের পরীক্ষা দিতে পারবেন।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ – এর জব সল্যুশনের এক্সেস পাবেন।
- আর্কাইভের আগের রাউন্ডের প্রায় ১১০০০ রেফারেন্স ও ব্যাখ্যা সহ প্রশ্ন পাবেন।
প্যাকেজ মূল্য: ২৫০ টাকা
মেয়াদ: ৯০ দিন (প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্যাকেজের মেয়াদ থাকবে।)
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যাকেজ (DPE সকল পরীক্ষা, জব সল্যুশন ও ভিডিয়ো ক্লাস)
প্যাকেজ কেনার পরবর্তী প্রাইমারি চূড়ান্ত পরীক্ষা শেষ হবার আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য লাইভ পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশনের এক্সেস পাবেন।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ বাটনের সকল লাইভ পরীক্ষা ও আর্কাইভের পরীক্ষা দিতে পারবেন।
- সকল ভিডিয়ো ক্লাস ও PDF লেকচার এর এক্সেস পাবেন।
- আর্কাইভের আগের রাউন্ডের প্রায় ১২০০০ রেফারেন্স ও ব্যাখ্যা সহ প্রশ্ন পাবেন।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ- এর জব সল্যুশনের এক্সেস পাবেন।
প্যাকেজ মূল্য: ৫০০ টাকা
মেয়াদ: ৯০ দিন (প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্যাকেজের মেয়াদ থাকবে।)
বার কাউন্সিল লং কোর্স প্রস্তুতি প্যাকেজ
প্যাকেজ মূল্য: ১৪৯৯ টাকা
মেয়াদ: ২২০ দিন
বিশেষ ডিসকাউন্ট চলছে!
১৯৯৯ টাকার প্যাকেজ কিনুন মাত্র – ১৪৯৯/- টাকায়
Live MCQ™ ও Live Written™ প্যাকেজ থাকলে সব আরো অধিক ডিসকাউন্ট পাবেন।
প্যাকেজের সুবিধাসমূহ:
বার কাউন্সিলের প্যাকেজটি কিনলে লং কোর্সের নতুন রুটিনের সকল পরীক্ষা, ক্লাস ও সাজেশন সব কিছুর এক্সেস পাওয়া যাবে।
লং কোর্সের নতুন রুটিনে রয়েছে –
➤ মোট লাইভ পরীক্ষা: ৫০টি
– টপিক ভিত্তিক: ৩৭টি
– সাবজেক্ট ফাইনাল: ৬টি
– ফুল মডেল টেস্ট: ৭টি
➤ বিষয়ভিত্তিক ক্লাস: ১২টি
➤ বার কাউন্সিলের জব সল্যুশন (সমাধানসহ)
➤ আর্কাইভে থাকা পূর্বের প্রায় ২২০০ প্রশ্ন।
প্যাকেজ মূল্যঃ রেগুলার প্রাইস ১৯৯৯ টাকা
মেয়াদ: বার কাউন্সিল প্রস্তুতির – লং কোর্সের রুটিনের সকল পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত।
বিসিএস স্বাস্থ্য – স্পেশাল প্রস্তুতি
প্যাকেজ কেনার দিন থেকে পরবর্তী ১ বছর বা ৩৬৫ দিনের জন্য যা যা পাবেন-
Live পরীক্ষাসমূহ:
- প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষা ৯০টি
- বিষয়ভিত্তিক পরীক্ষা – ৮০ ও ফুল মডেল টেস্ট ১০টি। – এছাড়া রয়েছে ৪২ ও ৩৯ তম বিসিএসের আর্কাইভে থাকা প্রায় ১০,৫০০ এর বেশি প্রশ্ন!
Video ক্লাসসমূহ:
- সর্বমোট ভিডিয়ো ক্লাস ১২০+টি
- Medical Part-এর ক্লাস- ২৫টি
- General Part-এর ক্লাস – ১৯০+টি
- General Part নিয়ে বিশেষ নির্দেশনামূলক লাইভ ক্লাস – ৫টি
বিশেষ সুবিধা:
- ১. Live MCQ এর ১০০০ টাকা মূল্যের ৬ মাসের প্যাকেজ ফ্রি! [অর্থ্যাৎ ৬ মাস পর্যন্ত Live MCQ এর ক্লাস, পরীক্ষা ও প্রিমিয়াম সার্ভিসসহ সকল ধরনের সার্ভিস ফ্রি ব্যবহার করতে পারবেন।]
- 2. Live MCQ M 3 Medical Higher Study-এর প্যাকেজ থাকলে বিশেষ বিবেচনায় ডিসকাউন্ট দেয়া হবে।
প্যাকেজ মূল্যঃ ৩০০০ টাকা
মেয়াদঃ ৩৬০ দিন
দ্রষ্টব্য: বিসিএস স্বাস্থ্য: স্পেশাল প্যাকেজের পরীক্ষা, ক্লাস ও আর্কাইভের প্রশ্ন- এই প্যাকেজটি ব্যতীত অন্য কোনো প্যাকেজে থাকবে না। তবে ফ্রি ক্লাস ও পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে পারবেন।
Leave A Comment