প্রথমত, নন-ক্যাডার ৯ম গ্রেডের জেনারেল পদগুলো ভালো। সবগুলোতে কম-বেশি সুবিধা রয়েছে। জেনারেলগুলোতে টেকনিক্যালগুলোর তুলনায় একটু বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায়।
দ্বিতীয়ত, ১০ম গ্রেডের কয়েকটি খুব ভালো জব রয়েছে। এগুলো অনেকেই ৯ম গ্রেড থেকে এগিয়ে রাখে। যেমন- সহকারী রাজস্ব কর্মকর্তা।
নন-ক্যাডার ৯ম গ্রেডের কতিপয় ভালো পদ:
> সাবরেজিস্ট্রার- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তর।
> সহকারী পরিচালক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
> সহকারী পরিচালক- বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
> সহকারী পরিচালক- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
> উপজেলা নির্বাচন কর্মকর্তা- নির্বাচন কমিশন।
> উপজেলা সমাজসেবা কর্মকর্তা- সমাজসেবা অধিদপ্তর।
নন-ক্যাডার ১০ম গ্রেডের কতিপয় ভালো পদ:
> সহকারী রাজস্ব কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড।
> কর পরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ড।
> এসএএস সুপারিনটেনডেন্ট, বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়।
Leave A Comment