ব্লগRoutineবার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন

বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন

প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবগত আছেন, Live MCQ থেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত প্রস্তুতি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে।

বার কাউন্সিল অ্যাডভোকেটশীপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে সাম্প্রতিক সময়ে বেশ পরিবর্তন এসেছে, গতানুগতিক প্রশ্নের পরিবর্তে বিজেএস প্যাটার্নের সমস্যামূলক প্রশ্ন আসার প্রবণতা দেখা যাচ্ছে। পরীক্ষায় সফল হতে তাই সিলেবাস ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির কোন বিকল্প নেই। আপনাদের প্রস্তুতিকে সুসংহত করতে Live MCQ ‘বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা’র পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লং কোর্সের আয়োজন করছে নতুন আঙ্গিকে।

বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিনে থাকছে—

  • মোট লাইভ পরীক্ষা: ১৬টি
  • সাবজেক্ট ফাইনাল: ৬টি
  • ফুল মডেল টেস্ট: ১০টি (প্রতিমাসের ২১ তারিখে ১টি করে)
  • লাইভ পরীক্ষা শুরু: ৮ মার্চ, ২০২৫
  • আর্কাইভের প্রশ্নসংখ্যা: ৮,৯০০+ (জব সল্যুশনসহ)
  • বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও PDF: ১৯টি

আরো থাকবে

বার কাউন্সিল ও BJS জব সল্যুশন ও টপিকভিত্তিক পড়াশোনার জন্য বার কাউন্সিলের টপিকগুরু! তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন—নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন

বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

আশা করছি এই লং কোর্স আপনাদের বার কাউন্সিল প্রস্তুতি আরো শাণিত করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।