ব্লগJob Circulars৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী ও রংপুর বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত-

  • মোট পদসংখ্যা- ৩৬৯ পদ
  • আবেদন শুরু: ১৬ জানুয়ারি, ২০২৫
  • আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • আবেদনের লিঙ্ক: http://pmgnc.teletalk.com.bd/

এক নজরে ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

2 জনের মতামত “৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।