ব্লগJob Circularsবাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৩ মার্চ

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৩ মার্চ

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীগণ আগামী ৩ মার্চ ২০২৫ তারিখ থেকে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

আবেদনের যোগ্যতা

  • বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮–২০ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫ / সমমান)
  • জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/ তালাকপ্রাপ্ত নয়)

শারীরিক যোগ্যতা

বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
উচ্চতামেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
বুকের মাপমেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় স্বাভাবিক ৩১ ইঞ্চি, সম্প্রসারিত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান কোটায় স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩১ ইঞ্চি।
ওজনবয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ওজন হতে হবে।বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ওজন হতে হবে।
দৃষ্টিশক্তি৬/৬৬/৬

অনলাইনে আবেদনের নিয়মাবলী

১ম ধাপ

ক. http://police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। লিংকে ভিডিও টিউটোরিয়াল ও নির্দেশিকা থাকবে।

খ. আবেদনকাল: ৩ মার্চ ২০২৫ সকাল ১০টা – ১৮ মার্চ ২০২৫ রাত ১১:৫৯টা।

গ. ফরম পূরণের পরে User ID পাওয়া যাবে। ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে।

ঘ. স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) ও ছবি (৩০০×৩০০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।

ঙ. জমাদানের আগে ফরমের তথ্য যাচাই করতে হবে।

চ. ফরমের রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

২য় ধাপ

User ID ব্যবহার করে টেলিটক নম্বর থেকে SMS পাঠাতে হবে (৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে)।

প্রথম SMS: TRC<space>User ID লিখে 16222-এ পাঠাতে হবে।

হেল্পলাইন

শুধু টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে User ID/Password পুনরুদ্ধার করা যাবে।

Example: TRC Help User ABCDEF & Send to 16222

PIN থাকলে: TRC Help PIN 1234567890 & Send to 16222

এছাড়া, টেলিটক নম্বর থেকে 121 এ কল করে বা 01500121121 এ কল করে সহায়তা পাওয়া যাবে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের নির্বাচন পদ্ধতি, সনদ, প্রশিক্ষণ ও বেতন সম্পর্কিত বিস্তারিত সার্কুলারে দেয়া আছে। পদটি সরকারি ১৭তম গ্রেডে অন্তর্ভুক্ত।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

6 জনের মতামত “বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৩ মার্চ

    1. আমাদের Live MCQ অ্যাপ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন ভাইয়া। ধন্যবাদ।

      1. যেদিন মাঠ শুরু হবে সেই দিনকে কি কাগজ পাতি লাগবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।