ব্লগBlogATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন | ATEO Job Preparation

ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন | ATEO Job Preparation

প্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আপনাকে স্বাগতম। ১৩তম গ্রেড থেকে একবারে ১০ম গ্রেডে উত্তীর্ণ হওয়ার জন্য উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) পদটি প্রাথমিক সহকারী শিক্ষকের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই যাত্রায় নিয়মিত চর্চা আর অধ্যবসায়ই আপনাকে পৌঁছে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে।

আপনারা নিশ্চই জেনে থাকবেন সদ্য ২৭ জুন ২০২৪ তারিখে ১৫৯ টি শূন্য পদে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই আর্টিক্যালটি পড়ার পর সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ প্রস্তুতি নিয়ে আপনার মনে আর কোন বিভ্রান্তি থাকবে না এবং সহজেই একটি গুছানো প্রস্তুতি শুরু করতে পারবেন। এখানে যে সাজেশনগুলো দেওয়া হবে সেগুলো ভালোভাবে অনুসরণ করলে এই নিয়োগ পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন।

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষায় আবেদনের যোগ্যতা

২০২৩ সালে প্রকাশিত হওয়া সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর আবেদনের যোগ্যতা অংশে বেশ কয়েকবার সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ATEO নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা নিম্নরূপ:

  • (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছর পূর্ব অভিজ্ঞতার কোন বাধ্যবাধকতা নেই।
  • (খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • (গ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের গত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐসকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদের নিয়োগ প্রক্রিয়াটি ৩ ধাপে হয়ে থাকে: (১) প্রিলিমিনারি পরীক্ষা, (২) লিখিত পরীক্ষা, (৩) মৌখিক / ভাইভা পরীক্ষা।

প্রথম ধাপে প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক / ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

উল্লেখ্য, পূর্বে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের নিয়োগ পরীক্ষাগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলেও প্রথমবারের মতো ২০২৩ সাল ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর অধীনে হবে। তাই এখন থেকে এই নিয়োগে পিএসসি-এর নন-ক্যাডার ৯ম এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা ২০২৩ অনুসরণ করবে। এই নীতিমালা অনুযায়ী ৯ম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১০০০ জনের বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে ১ ঘণ্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে।

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদে প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন

ATEO পদে ১০০ নম্বরের প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময়: ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হয়।

বিষয়মানবন্টন
বাংলা (ব্যাকরণ + সাহিত্য)২৫
ইংরেজি (Grammar + Literature)২৫
গণিত (পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি)২৫
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)২৫
মোট১০০

আরও দেখুনঃ উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ প্রস্তুতির রুটিন

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি

ATEO পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য যেসব গুরুত্বপূর্ণ টপিকগুলোতে প্রস্তুতি নিতে হবে তা নিচে দেওয়া হলো।

বাংলা অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য—দুই অংশেই সুষম প্রস্তুতি নিন।

বাংলা ব্যাকরণ অংশ

ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রমিত বাংলা বানানের নিয়ম, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বাংলা বর্ণমালা ও যুক্তবর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, শব্দের উৎস ও পারিভাষিক শব্দ, শব্দ প্রকরণ, সন্ধি, কারক ও বিভক্তি, শব্দার্থ, সমার্থক শব্দ, উপসর্গ, বচন, লিঙ্গ, সংখ্যাবাচক শব্দ, সমাস, পদ প্রকরণ, বাগ্‌ধারা, বাক্য সঙ্কোচন ও এক কথায় প্রকাশ, প্রয়োগ-অপপ্রয়োগ, বাচ্য, বিপরীতার্থক শব্দ, যতিচিহ্ন, অনুবাদ ইত্যাদি।

বাংলা সাহিত্য অংশ

প্রাচীন থেকে আধুনিক—সব যুগের গুরুত্বপূর্ণ ধারা, লেখক ও রচনাসমূহ পড়ুন।

  • প্রাচীন যুগ: চর্যাপদ
  • মধ্যযুগ: পদাবলি, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য ইত্যাদি; যুগবিভাগ, অন্ধকার যুগ, যুগ-সন্ধিক্ষণ; লোকসাহিত্য (গীতিকা)
  • বাংলা গদ্য সাহিত্যের বিকাশ (ফোর্ট উইলিয়াম কলেজ ও অন্যান্যদের অবদান)
  • বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সংলাপ, উক্তি, চরিত্র; যা কিছু ‘প্রথম’
  • আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের জীবন ও কর্ম

আধুনিক যুগের নির্বাচিত লেখক

  • মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
  • আহসান হাবীব, ডি. এল. রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • মীর মোশাররফ হোসেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য
  • ত্রিশের দশক ও পঞ্চপাণ্ডব; শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • জসীমউদ্দীন, অন্নদাশঙ্কর রায়, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, শওকত ওসমান
  • শাহীদুল্লাহ কায়সার, শামসুর রাহমান, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ শামসুল হক, সৈয়দ মুজতবা আলী
  • হাসান আজিজুল হক, গুরুত্বপূর্ণ নারী লেখক, সাহিত্যিক ছদ্মনাম/উপাধি, সাহিত্য বিষয়ক পত্রিকা

ইংরেজি অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

English Grammar

  • Parts of Speech, Appropriate Preposition, Linkers, Number, Gender
  • Articles, Degree, One Word Substitution
  • Translation (E→B & B→E), Tense, Kinds of Sentence, Tag Question
  • Voice, Narration, Proverbs, Completing Sentence, Terminology
  • Spelling, Meaning, Synonyms, Antonyms; Idioms & Phrases
  • Transformation (Voice; Assertive/Imperative/Interrogative/Exclamatory; Affirmative↔Negative; Simple/Complex/Compound; Degree)
  • Clause & Phrase—identification, types, correction & error detection

English Literature

  • Renaissance: William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, Francis Bacon, Ben Jonson, John Donne
  • Neoclassical: John Milton, Alexander Pope, Jonathan Swift, Samuel Johnson, Thomas Gray
  • Romantic: Blake, Wordsworth, Coleridge, Byron, Keats, Shelley, Jane Austen
  • Victorian: Thomas Hardy, Charles Dickens, Alfred Tennyson, Emily Brontë
  • Modern: G. B. Shaw, Ernest Hemingway, T. S. Eliot, W. B. Yeats, O. Henry, W. S. Maugham, D. H. Lawrence, James Joyce, H. G. Wells, Rudyard Kipling
  • Postmodern & Others: George Orwell, Arundhati Roy

গণিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

পাটিগণিত

  • বাস্তব সংখ্যা
  • ল.সা.গু ও গ.সা.গু
  • ঐকিক নিয়ম
  • সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি
  • শতকরা
  • অনুপাত-সমানুপাত
  • ভগ্নাংশ

বীজগণিত

  • বীজগাণিতিক সূত্রাবলি ও উৎপাদকে বিশ্লেষণ
  • অসমতা
  • সূচক-লগারিদম
  • দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ
  • সমান্তর ও গুণোত্তর ধারা
  • সেট ও ফাংশন
  • সম্ভাব্যতা

জ্যামিতি

  • সরল রেখা, বৃত্ত ও বহুভুজ
  • ত্রিভুজ ও চতুর্ভুজ
  • স্থানাঙ্ক জ্যামিতি

সাধারণ জ্ঞান অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

  • ভৌগোলিক অবস্থান ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি
  • বাংলাদেশ ও উপমহাদেশের ইতিহাস (প্রাচীন, মধ্যযুগ, ব্রিটিশ-পাকিস্তানি আমল)
  • গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তি, জাতীয় অর্জন ও খেলাধুলা
  • মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি ও শিল্প-বাণিজ্য
  • সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, সুশাসন

আন্তর্জাতিক বিষয়াবলি

  • গুরুত্বপূর্ণ বনাঞ্চল, প্রণালি, ভৌগোলিক উপনাম
  • বিশ্বের ভাষা, জনমিতি, সূচক ও সমীক্ষা
  • বিশ্ব ইতিহাস, ভূ-রাজনীতি, বিপ্লব ও সভ্যতা
  • বিখ্যাত ব্যক্তি/স্থান/স্থাপনা
  • আন্তর্জাতিক/আঞ্চলিক সংগঠন, চুক্তি ও সম্মেলন
  • মহাদেশ ও দেশের সাধারণ তথ্য; বাংলাদেশের সঙ্গে সম্পর্ক
  • জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়

বিজ্ঞান ও কম্পিউটার

  • ভৌত বিজ্ঞান (পদার্থ, রসায়ন) এর মৌলিক বিষয়
  • জীববিজ্ঞান (উদ্ভিদ ও প্রাণি) ও আধুনিক বিজ্ঞান
  • কম্পিউটার ও ICT সম্পর্কিত মৌলিক বিষয়

ATEO পদের বিগত সালের প্রশ্নপত্র এনালাইসি

২০১০, ২০১২, ২০১৫ (দুই বার) ও ২০১৬ সালে মোট ৫ বার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ নিচে গ্যালারিতে দেওয়া হলো।

ATEO বিগত বছরের এনালাইসিস 1
ATEO বিগত বছরের এনালাইসিস 2
ATEO বিগত বছরের এনালাইসিস 3
ATEO বিগত বছরের এনালাইসিস 4
ATEO বিগত বছরের এনালাইসিস 5

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের লিখিত পরীক্ষার মানবন্টন

ATEO পদের লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০। পিএসসি-এর নীতিমালা অনুযায়ী প্রার্থীর সংখ্যা ≤ ১০০০ হলে সরাসরি ৪ ঘণ্টা ব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিষয় ও নম্বরবন্টন:

বিষয়নম্বর
বাংলা৫০
ইংরেজি৫০
সাধারণ জ্ঞান৪০
গণিত ও মানসিক দক্ষতা৬০
সর্বমোট২০০

সামগ্রিক পাশ নম্বর ৪৫% (অর্থাৎ ৯০)। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু পাশ নম্বর পেলেই উত্তীর্ণ হওয়া নাও সম্ভব—অন্যদের তুলনায় ভালো করতে হবে।

সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন

বাংলা লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

সিলেবাসমানবন্টন
রচনা১৫
সারাংশ/সারমর্ম
পত্র লিখন১০
বঙ্গানুবাদ
ব্যাকরণ১৫
মোট৫০

বাংলা লিখিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতির গাইডলাইন

  • রচনা
  • সারাংশ/সারমর্ম
  • পত্র লিখন: ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশনার্থে পত্র, ব্যবসা সংক্রান্ত পত্র, স্মারকলিপি
  • বঙ্গানুবাদ
  • ব্যাকরণ: ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধু-চলিত রূপান্তর, দেশি/বিদেশি শব্দ, ণত্ব/ষত্ব বিধান, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ/অনুসর্গ, প্রকৃতি/প্রত্যয়, যতিচিহ্ন, শুদ্ধ-অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ/সমার্থক, সমোচ্চারিত ভিন্নার্থক, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ

অধ্যয়নের উৎস: ভাষা শিক্ষা (ড. হায়াৎ মামুদ); প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন); ৯ম–১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ; সাম্প্রতিক যেকোনো ভালোমানের গাইড।

ইংরেজি লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

সিলেবাসমানবন্টন
Essay (with hints)১৫
Comprehension১০
Letter১০
Grammar১৫
মোট৫০

ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির গাইডলাইন

  • Essay
  • Comprehension
  • Letter: Official / Demi-Official / Memorandum / Business
  • Grammar: Verbs, Prepositions, Voice, Narration, Error correction, Homophones, Idioms & Phrases

অধ্যয়নের উৎস: Live MCQ™ Vocabulary Booster (520 Words) & Idioms PDF; Applied English Grammar and Composition (P. C. Das); A Passage to the English Language (S M Zakir Hossain); Advanced Learner’s (HSC, Chowdhury & Hossain); Oxford/Cambridge/Merriam-Webster; সাম্প্রতিক গাইড।

সাধারণ জ্ঞান লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

সিলেবাসমানবন্টন
বাংলাদেশ বিষয়াবলি১৫
আন্তর্জাতিক বিষয়াবলি১৫
বিজ্ঞান ও প্রযুক্তি১০
মোট৪০

সাধারণ জ্ঞান লিখিত অংশের প্রস্তুতির গাইডলাইন

বাংলাদেশ বিষয়াবলি (টপিক)

সংবিধান, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিল্প-সাহিত্য, প্রাকৃতিক/খনিজ সম্পদ, জলবায়ু/পরিবেশ, কৃষি/শিল্প/বাণিজ্য, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি।

আন্তর্জাতিক বিষয়াবলি (টপিক)

পররাষ্ট্রনীতি, জাতিসংঘ ও অঙ্গসংগঠন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, গ্লোবালাইজেশন, আঞ্চলিক সংস্থা, বিখ্যাত ব্যক্তি/প্রতিষ্ঠান/স্থান ইত্যাদি।

বিজ্ঞান ও প্রযুক্তি (টপিক)

দৈনন্দিন বিজ্ঞান, বায়ু/মাটি/তাপ/বিদ্যুৎ/আলো/চুম্বক, খাদ্য ও জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার ইত্যাদি।

অধ্যয়নের উৎস: ৭ম–৯ম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’, ৯ম–১০ম ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’, বাংলাদেশের সংবিধান, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’, অর্থনৈতিক সমীক্ষা, প্রাসঙ্গিক সরকারি ওয়েবসাইট/বাংলাপিডিয়া/বিশ্বকোষ/দৈনিক পত্রিকা ইত্যাদি।

আন্তর্জাতিক বিষয়াবলি—গুরুত্বপূর্ণ টপিকসমূহ (বর্ধিত)

  • আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির ধারণা, তত্ত্ব (বাস্তববাদ, আচরণবাদ, বহুত্ববাদ, উদারনীতিবাদ), স্নায়ুযুদ্ধ, UDHR, CEDAW, Magna Carta, Camp David, Clash of Civilizations
  • বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বঙ্গোপসাগরের গুরুত্ব, ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি, চ্যালেঞ্জ/অর্জন, বাংলাদেশ–চীন/যুক্তরাষ্ট্র সম্পর্ক, LDC→উন্নয়নশীল
  • জাতিসংঘ—সংগঠন, কার্যাবলি, শান্তিরক্ষা, আন্তর্জাতিক আদালত; পরিবেশ/মানবাধিকার এজেন্ডা; শরণার্থী, নারীর ক্ষমতায়ন, বিরোধ মীমাংসা
  • WTO, World Bank, IMF, ADB; BRICS, IDB, AIIB, NDB; G7/G20/G77; Kyoto Protocol, COP
  • SAARC, NAM, EU, OIC, OPEC, ASEAN, BIMSTEC, APEC, AU, GCC, Commonwealth, RCEP, NATO; SAPTA/SAFTA/AFTA
  • বিশ্বায়ন, সমকালীন ইস্যু ও দ্বন্দ্ব; বিখ্যাত ব্যক্তি/প্রতিষ্ঠান/স্থান

অধ্যয়নের উৎস (নির্বাচিত): জাতীয়/আন্তর্জাতিক দৈনিক, ‘নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি’, ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’, ‘আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি’, ‘আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি’, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠ্য, প্রাসঙ্গিক বই/ওয়েবসাইট।

সাধারণ জ্ঞান—বিজ্ঞান (গুরুত্বপূর্ণ টপিক)

  • আলোর প্রকৃতি, বর্ণালি, UV/IR/লেজার, প্রতিফলন/প্রতিসরণ/বিচ্ছুরণ, লেন্স, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর কণাতত্ত্ব, ফটোতড়িৎ, আলোক কোষ
  • চুম্বক ও চুম্বকত্ব, চৌম্বকক্ষেত্র, তড়িৎ-চুম্বক, ডায়া/প্যারা/ফেরোম্যাগনেটিক পদার্থ
  • মাটি—প্রকারভেদ, গঠন, pH, দূষণ; প্রাকৃতিক গ্যাস/পেট্রোলিয়াম/কয়লা; সম্পদের সংরক্ষণ
  • খাদ্য উপাদান—প্রোটিন/লিপিড/শর্করা/ভিটামিন; সুষম খাদ্য; BMI; সংরক্ষণ ও রাসায়নিক
  • রোগ—সংক্রমণ, প্রতিকার; অ্যান্টিবায়োটিক; স্ট্রোক, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ডেঙ্গু, কোভিড-১৯, এইডস, ক্যান্সার, ডায়রিয়া; ভ্যাকসিনেশন; কেমো/রেডিওথেরাপি; CT/MRI

সাধারণ জ্ঞান—কম্পিউটার ও প্রযুক্তি (গুরুত্বপূর্ণ টপিক)

  • কম্পিউটার ইতিহাস/প্রজন্ম, CPU/মাইক্রোপ্রসেসর/মাদারবোর্ড, মেমরি, I/O ডিভাইস, BIOS, বাস আর্কিটেকচার
  • অনুবাদক প্রোগ্রাম, ভাষা, সফটওয়্যার/OS, অফিস অটোমেশন, ভাইরাস
  • ডাটা/কমিউনিকেশন, ডাটাবেজ ও DBMS, মাল্টিমিডিয়া
  • LAN/MAN/WAN, টপোলজি, রাউটার/সুইচ/হাব; প্রোটোকল; ইন্ট্রানেট/এক্সট্রানেট/ISP; WWW/ওয়েব টেক; ক্লাউড; ইমেইল; সাইবার নিরাপত্তা; সোশ্যাল মিডিয়া
  • ট্রান্সমিশন মিডিয়া, ব্যান্ডউইথ, অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই; টেলিকম/স্যাটেলাইট/V-SAT; ই-কমার্স; সাম্প্রতিক আইটি ইস্যু

অধ্যয়নের উৎস: ৬ষ্ঠ–৮ম সাধারণ বিজ্ঞান; ২০১৯ সংস্করণ ৯ম–১০ম সাধারণ বিজ্ঞান; ৯ম–১০ম পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান; ৮ম/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক কম্পিউটার ও আইসিটি; ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি’ (প্রকৌশলী মুজিবুর রহমান); সাম্প্রতিক গাইড।

গণিত লিখিত অংশের বিষয়ভিত্তিক মানবন্টন

সিলেবাসমানবন্টন
পাটিগণিত১৫
বীজগণিত১৫
জ্যামিতি১০
মানসিক দক্ষতা২০
মোট৬০

গণিত লিখিত অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ

পাটিগণিত: সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত।

বীজগণিত: বর্গ/ঘনের সূত্র ও প্রয়োগ, ল.সা.গু/গ.সা.গু, উৎপাদকে বিশ্লেষণ, সমাধান, মান নির্ণয় ইত্যাদি।

জ্যামিতি: প্রাথমিক ধারণা—রেখা, বিন্দু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ; ক্ষেত্রফল ও বৃত্ত; ত্রিকোণমিতি ইত্যাদি।

মানসিক দক্ষতা: ভাষা অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণ, স্থানিক সম্পর্ক ও দিক-নির্ণয়, সমস্যা সমাধান, পারসেপচুয়াল এবিলিটি ইত্যাদি।

অধ্যয়নের উৎস (নির্বাচিত): ৬ষ্ঠ–১০ম শ্রেণির গণিত (২০১৯/২০০২/১৯৮৩ সংস্করণের নির্দিষ্ট অধ্যায়সমূহ—সুদকষা, শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়ম, সেট, ধারা, বীজগাণিতিক সূত্র/উৎপাদক, সূচক-লগারিদম, জ্যামিতি/পরিমিতি/ত্রিকোণমিতি); নির্ভরযোগ্য গাইড।

মানসিক দক্ষতা (গুরুত্বপূর্ণ টপিক ও উৎস)

  • বানান ও ভাষা
  • সমস্যা সমাধান
  • সংখ্যাগত দক্ষতা
  • স্থানাঙ্ক সম্পর্ক
  • বিমূর্ত যুক্তি
  • যান্ত্রিক দক্ষতা

অধ্যয়নের উৎস: বিগত BCS প্রিলিমিনারি/লিখিতের মানসিক দক্ষতা প্রশ্নাবলি সমাধান; Examveda/Indiabix প্রভৃতি সাইট থেকে টপিক অনুশীলন; The Aptitude Test Workbook (Jim Barrett), Mechanical Aptitude Test (Paul Newton); সাম্প্রতিক গাইড।

মৌখিক (ভাইভা) পরীক্ষার প্রস্তুতি

ATEO পদের ভাইভা—৫০ নম্বর; পাশ নম্বর ২৫। যথাযথ প্রস্তুতির জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।

  • ভাইভাতে বাংলা বা ইংরেজি—দুটিই হতে পারে; দুই ভাষায়ই মূল বিষয়গুলো অনুশীলন করুন।
  • তথ্য মুখস্থের বাইরে বিশ্লেষণ ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, প্রজ্ঞা যাচাই হয়।
  • বাচনভঙ্গির পাশাপাশি দেশপ্রেম, মূল্যবোধ, ব্যক্তিত্ব, স্বকীয়তা লক্ষ্য করা হয়।
  • PSC নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন; সাম্প্রতিক সংবাদ আপডেট রাখুন।

ভাইভার প্রস্তুতির ধাপসমূহ

ব্যক্তিগত বিষয়: আত্মপরিচয়, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা, শক্তি/দুর্বলতা, পছন্দ-অপছন্দ, কেন এই পদ—এসব নিয়ে প্রশ্ন হতে পারে; নামের অর্থ, দিনের তারিখের তাৎপর্য, শখ (গান/আবৃত্তি/বিতর্ক) ইত্যাদি।

জেলা/উপজেলা: প্রতিষ্ঠা, নামকরণ, বিখ্যাত ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ-সম্পর্কিত স্থান, নদ-নদী, পণ্য, সেক্টর নম্বর/কমান্ডার ইত্যাদি।

বর্তমান পেশা: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজের পরিবেশ, সমস্যা ও সমাধানপদ্ধতি—গঠনমূলক উত্তরের প্রস্তুতি নিন।

শিক্ষা প্রতিষ্ঠান/গ্রাজুয়েশন বিষয়: প্রতিষ্ঠান/হল সম্পর্কিত তথ্য; পঠিত বিষয়ের মৌলিক ধারণা, থিওরি, গবেষণা, এবং পছন্দের ক্যাডারের সঙ্গে সম্পর্ক।

ভাইভার জন্য গুরুত্বপূর্ণ টপিক (নির্বাচিত)

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্রমানুগ ঘটনা, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ছয় দফা, আগরতলা মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ২৫ মার্চ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, অপারেশন জ্যাকপট, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, আত্মসমর্পণ
  • বঙ্গবন্ধুর জীবন/বক্তৃতা/বই/চলচ্চিত্র; পরবর্তী শাসনামল, জাতীয় চার নেতা, জেল হত্যা
  • মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রনীতি, বর্তমান সরকারের সাফল্য/উন্নয়ন
  • সংবিধান/সাংবিধানিক আইন/রাজনীতি, BPSC ইতিহাস, Warrant of Precedence
  • বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, নির্বাচন, মন্ত্রীপরিষদ, প্রশাসন/রাজনীতি; জিডিপি, জাতীয় আয়, মাথাপিছু আয়
  • বাংলাদেশ/বিশ্ব মানচিত্র ও ভূগোল; রাশিয়া–ইউক্রেন, ইসরায়েল–ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য ইস্যু
  • ভাইভার দিন সাম্প্রতিক খবর, বাংলা তারিখ; রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীর বিদেশ সফর বা গুরুত্বপূর্ণ অতিথির সফর

উত্তর প্রদানের ভাষা ও উপস্থাপন

  • যে ভাষায় প্রশ্ন, সেই ভাষায় উত্তর। একান্ত প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে ভাষা পরিবর্তনের অনুমতি নিন।
  • ইংরেজি স্পিকিং অনুশীলন করুন; ন্যূনতম কয়েকটি প্রশ্ন ইংরেজিতে হতে পারে।
  • প্রমিত ও মার্জিত ভাষা, ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস, চোখে চোখ রেখে কথোপকথন—সবই গুরুত্ব পায়।
  • উত্তর সংক্ষিপ্ত ও টু-দ্য-পয়েন্ট; অতিরিক্ত প্রসঙ্গ পরিহার করুন।

ভাইভায় যা করবেন না

  • অনুমতি ছাড়া প্রবেশ/বসা নয়; দরজা খোলা-বন্দে শব্দ করবেন না।
  • কুঁজো হয়ে কথা বলা, তাড়াহুড়ো করে উত্তর দেওয়া—পরিহার করুন।
  • বোর্ডের সঙ্গে তর্ক নয়; ভুল হলে ভদ্রভাবে স্বীকার করুন।
  • বিতর্কিত বিষয়ে সরকারের বিপক্ষে মত না দিয়ে কৌশলী উত্তর দিন।
  • উত্তর না জানলে আন্দাজ করবেন না—ভদ্রভাবে দুঃখিত বলুন।
  • মুখের জড়তা থাকলে পূর্বপ্রস্তুতি নিন; ওয়েটিং রুমে উচ্চস্বরে কথা বলবেন না।

ধৈর্য্য সহকারে সম্পূর্ণ আর্টিক্যালটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি উল্লেখিত বিষয়গুলো আপনার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করবে। যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন। ধন্যবাদ।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

10 জনের মতামত “ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন | ATEO Job Preparation

  1. এটিও আবেদনের জন্য কি সময় বাড়িয়ে দিবে না। আমি নেট সমস্যা জন‍্য আবেদন করতে পারিনি। বলবেন স‍্যার সময় বাড়ানো

    1. পরীক্ষার তারিখ এখন পর্যন্ত ঘোষণা দেয়া হয় নি।
      এ বিষয়ে আপডেট পেতে আমাদের ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

      1. আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
        লিখিত পরীক্ষার কোর্স কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। তখন বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।
        লিখিত কোর্সের আপডেট জানতে কাইন্ডলি Live MCQ পেইজগ্রুপের পোস্টগুলো ফলো রাখবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।