ব্লগBCS PreparationBCS Exam Notices৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ | 48th BCS Gazette

৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ | 48th BCS Gazette

প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে (48th BCS Gazette)। আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

৪৮তম স্পেশাল বিসিএসে নিয়োগ সংক্রান্ত গেজেটের বিস্তারিত দেখুন

৪৮তম স্পেশাল বিসিএসের গেজেটের প্রজ্ঞাপনের পিডিএফ দেখুন – 48th BCS Gazette

উল্লেখ্য যে গত ১৮ জুলাই ২০২৫ তারিখে ৪৮তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে ৬ আগস্ট, ২০২৫ থেকে একই বছরের ভাইভা শেষ হয়। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২৬১৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৪ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।