প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন [১ম ও ২য় ধাপের কম্বাইনড]

প্রিয় ব্যবহারকারীগণ,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রস্তুতির মধ্যে আছেন।
আপনারা জানেন, সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যথাক্রমে ১০,২১৯টি ও ৪,১৬৬টি পদে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে এটা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ! এ উপলক্ষ্যে Live MCQ নিয়ে এসেছে— Live MCQ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন! এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত, রুটিনভিত্তিক ও চক্রাকার (cyclical) প্রস্তুতি প্রোগ্রাম— যেখানে যেকোনো সময় Join করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিলেবাস কাভার হবে।

📆 লাইভ পরীক্ষা শুরু: ২০ নভেম্বর, ২০২৫
🗂️ রুটিনে যা থাকছে—
- মোট লাইভ পরীক্ষা: ৩৫টি
- বিষয়ভিত্তিক পরীক্ষা — ২৩টি
- ফুল মডেল টেস্ট — ১২টি
- ভিডিও ক্লাস ও লেকচার PDF: ৮৬টি (রেকর্ডেড, সহজ ভাষায়, প্রাইমারি সিলেবাস অনুযায়ী)
- আর্কাইভ প্রশ্ন: ২৭,৫০০+ (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যা যুক্ত)
- প্রাইমারি জব সল্যুশন পরীক্ষা: ১০৫টি
- প্রাইমারি জব সল্যুশন আর্কাইভ প্রশ্ন: প্রায় ৭,৫০০টি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপ এর নতুন রুটিন PDF Download
💡 আরো থাকছে
- টপিকগুরু, স্মার্ট সার্চ, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম, ডায়নামিক প্যানেলসহ প্রিমিয়াম সার্ভিস
- Daily NewsPicker, Weekly Bulletin ও মাসিক সাম্প্রতিক সমাচার
- সকল পরীক্ষায় OMR সুবিধা
- সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট
Live MCQ-এর যেকোনো প্রিমিয়াম প্যাকেজ অথবা প্রাইমারি প্যাকেজ থাকলে পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রি!
🎉 ডিসকাউন্ট অফার চলছে!
Live MCQ-এর বার্ষিক ও ষাণ্মাসিক প্যাকেজে ডিসকাউন্ট অফার চলছে।
👉 আজই Enroll করলে স্পেশাল রুটিন + সব প্রিমিয়াম ফিচার একসাথে পাবেন।
📘 কিভাবে প্রস্তুতি নেবেন?
পরীক্ষার আগে বিষয়ভিত্তিক ক্লাস ও PDF আগে সম্পন্ন করুন। ৮৬টি ভিডিয়ো লেকচার + লেকচার PDF নিয়ে সপ্তাহভিত্তিক টার্গেট নির্ধারণ করে নিতে পারেন।
রুটিন অনুযায়ী প্রতিটি লাইভ পরীক্ষায় অংশ নিন। প্রতিটি পরীক্ষা OMR সিস্টেমে— যা আপনাকে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দেবে।
আর্কাইভ প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। রিপিট প্রশ্ন কমন পেতে প্রাইমারি সিলেবাসের প্রতিটি বিষয়ে পুনরাবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ।
মডেল টেস্টগুলো কোনোভাবেই মিস করবেন না। ১২টি Model Test আপনার প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেবে।
Weak Areas চিহ্নিত করে পুনরায় প্রস্তুতি নিন। Dynamic Panel & টপিকগুরুর মতো ফিচারে নিয়মিত প্র্যাকটিস করলে দুর্বল বিষয়গুলোতে সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন পেতে এই ব্লগটি পড়ুন।
➡️ রুটিন পেতে দেখুন— Live MCQ অ্যাপ বা ওয়েবসাইট → PDF Section → রুটিন, সিলেবাস ও কারিকুলাম
👉 আজই Live MCQ অ্যাপে Enroll করুন!
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!
সকলের জন্য শুভকামনা।



