ব্লগJob PreparationRoutineস্পেশাল ডিসকাউন্ট অফারসহ ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন

স্পেশাল ডিসকাউন্ট অফারসহ ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, স্পেশাল ডিসকাউন্ট অফারসহ ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। চলতি বছরের শেষের দিকে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশ এবং পরবর্তী বছরের শুরুর দিকেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নতুন বিসিএস প্রস্তুতি নিচ্ছেন কিংবা ৫০তম বিসিএস-ই যাদের প্রথম বিসিএস মূলত তাদের কেন্দ্র করেই Live MCQ অ্যাপে শুরু হচ্ছে ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন। এই রুটিনে পরীক্ষা শুরু ৩ অক্টোবর, ২০২৫ তারিখে। আজকের ব্লগে আমরা স্পেশাল ডিস্কাউন্ট অফারসহ ২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন-সহ নতুনদের প্রস্তুতিমূলক গাইডলাইন নিয়েও আলোচনা করবো।

এই রুটিনে থাকছে- 

মোট লাইভ পরীক্ষা: ২১৮টি
➝ ডেইলি কুইজ ⎯ ১২০টি
➝ নতুনদের প্রস্তুতির বাটনের পরীক্ষা ⎯ ৬০টি ও
➝ নতুনদের প্রস্তুতির বাটনের পরীক্ষা ⎯ ৬০টি ও
➝ রিভিশন পরীক্ষা ⎯ ১০টি।
➝ ২০০ দিনে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট ⎯ ২৮টি

লাইভ পরীক্ষা শুরু: ৩ অক্টোবর, ২০২৫

  • Video ও লেকচার PDF: ১৬০০+টি
  • সেন্ট্রাল আর্কাইভ – ৫.৭ লাখ+ প্রশ্ন
  • [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা ও সমাধানসহ]

এছাড়াও থাকবে ⎯

  • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুমসহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
  • 24/7 Career Consultancy!
  • বিসিএসের সকল বিষয়ের উপর আলাদা ক্লাস ও পরীক্ষার ‘সাবজেক্ট কেয়ার’ রুটিন।
  • ডেইলি কুইজসহ থাকছে প্রতিদিন পরীক্ষা। সকল পরীক্ষার সাথে থাকবে ক্লাস ও PDF-সহ বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস্‌।
  • OMR-এর মাধ্যমে পরীক্ষা দেয়ার সুযোগ
  • ২০০ নম্বরের সাপ্তাহিক ফ্রি ফুল মডেল টেস্ট।

২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন PDF Download

২০০ দিনে ৫০তম বিসিএস এর নতুন রুটিন

Live MCQ-তে সবগুলো বাটনেই সারাবছর জুড়ে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। যেকোনো সময় পরীক্ষা দেওয়া শুরু করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই [এই রুটিনের ক্ষেত্রে ২০০ দিনে] পুরো সিলেবাস সম্পন্ন হবে।

উল্লেখ্য যে, এই রুটিনের প্রতিদিন পরীক্ষা থাকে এবং পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় দুটি বাটনে ⎯ ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস প্রস্তুতি! সকল ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস বাটনের পরীক্ষার সাথে গাইডলাইনসহ ক্লাস ও PDF স্টাডি ম্যাটেরিয়ালস্‌ যুক্ত থাকবে।

Join Anytime ⎯ এই রুটিনের পরীক্ষা চক্রাকারে সারাবছর চলমান থাকে। সুতরাং, যখনি শুরু হোক, ২০০ দিনে বিসিএস সিলেবাস সম্পন্ন হবে।

বছরের শেষ স্পেশাল ডিসকাউন্ট অফারে-

  • বার্ষিক প্রিমিয়াম প্যাকেজ ⎯ ১,১৯৯/- টাকা
    ➝ ডিসকাউন্টের পরিমাণ: ৩০০ টাকা,
    ➝ ডিসকাউন্ট ছাড়া প্যাকেজ মূল্য: ১,৪৯৯ টাকা
  • ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজ ⎯ ৭৯৯/- টাকা
    ➝ ডিসকাউন্টের পরিমাণ: ২০০ টাকা,
    ➝ ডিসকাউন্ট ছাড়া প্যাকেজ মূল্য: ৯৯৯ টাকা

প্রিমিয়াম প্যাকেজের সুবিধা:

প্যাকেজ দুটির মেয়াদ অনুসারে,

  • ১ প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল বাটনের সকল লাইভ এবং আর্কাইভ পরীক্ষা।
  • Live MCQ-এর সেন্ট্রাল আর্কাইভে ৫.৭০ লাখের বেশি Exclusive MCQ প্রশ্নব্যাংক এবং রেফারেন্স থেকে নির্ভুল ব্যাখ্যা।
  • বিসিএস, প্রাইমারি, NTRCA-সহ সকল ধরনের Video Class ও PDF-এর এক্সেস। [প্রায় ১৬০০ ক্লাস ও PDF]
  • Premium Section-এর স্মার্টসার্চ (অ্যাপে), টপিকগুরু, জব সল্যুশন (টপিকভিত্তিক), ফ্যাকাল্টিভিত্তিক জব সল্যুশন, কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেল, Audio Player-সহ সকল স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচারের সুবিধা।
  • এছাড়াও আসন্ন সকল প্রিমিয়াম ফিচারের Auto-Access-ও প্রদান করা হবে।

⭕️ দ্রষ্টব্য:

  • বিশেষ বিসিএস (যেমন – স্বাস্থ্য বা শিক্ষা), বার, বিজেএস – এই ধরনের সার্ভিস এই প্যাকেজের আওতাধীন থাকবে না।
  • পূর্বের যেকোনো প্রিমিয়াম প্যাকেজ থাকলে, তার অবশিষ্ট মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে দেওয়া হবে।

নতুন পরীক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নিবেন?

  • প্রথমেই সিলেবাস ও প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা নিতে হবে। তাই বিগত বিসিএসের প্রশ্ন স্টাডি করতে হবে। Live MCQ অ্যাপেই BCS জব সল্যুশন বাটনে ১০ম-৪৯তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও রেফারেন্স অনুসারে ব্যাখ্যাসহ সমাধান রয়েছে। এগুলোর পাশাপাশি অন্যান্য জব সল্যুশনের প্রশ্নগুলোও পড়াশোনা করতে হবে।
  • নতুনদের বিসিএস প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— প্রস্তুতির ভিত্তি (Foundation) গড়ে তোলা। আমাদের বিগত ১২টি বিসিএস প্রস্তুতি প্রোগ্রাম নিয়ে কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি— প্রস্তুতির ফাউন্ডেশন তৈরি করার জন্য একজন নতুন চাকরীপ্রার্থীকে বিসিএসের সিলেবাস অন্তত একবার সম্পন্ন করতে হবে। আর এজন্য সাধারণত একটা দীর্ঘ সময় (ন্যূনতম ৬ মাস থেকে ১ বছর) ধরে ভালোভাবে পড়াশোনা করতে হয়।
  • বিসিএসের সিলেবাস সম্পন্ন করার এই পর্যায়টির মধ্যে আপনাকে প্রস্তুতির Strong Areas ও Weak Points চিহ্নিত করতে হবে। পরবর্তীতে শুধু এই দুর্বল বিষয়গুলো আলাদাভাবে সময় দিয়ে পড়াশোনা ও স্ট্রং বিষয়গুলো রিভিশন দিলেই প্রস্তুতি আরো নিখুঁত ও জোরদার হবে।
  • শুধু বিসিএসের সিলেবাস সম্পন্ন করলেই ব্যাংক বাদে অন্যান্য পরীক্ষার প্রস্তুতির ৯৫% কাভার হয়ে যায়। অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য আলাদাভাবে পড়াশোনার খুব বেশি প্রয়োজন হয় না।
  • প্রস্তুতির শুরুর দিকে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকেন। কেননা, গণিত, বিজ্ঞান, ICT বিষয়ের প্রস্তুতিতে তাদেরকে সাধারণত খুব একটা বেগ পেতে হয় না। তবে, সময় নিয়ে সঠিক গাইডলাইন ও রুটিন ফলো করলে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এসব বিষয়ে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন।

আমাদের এই স্ট্যাডিপ্ল্যান নতুনদের প্রস্তুতিকে কীভাবে সহায়তা করবে?

আমাদের নিয়মিত আয়োজন ২০০ দিনের এই স্টাডিপ্ল্যানটি মূলত নতুনদের কথা বিবেচনা করে প্রণীত। এই স্ট্যাডিপ্ল্যানের পরীক্ষাগুলো দুটি বাটনে অনুষ্ঠিত হয় ⎯ 
i) ডেইলি কুইজ ও
ii) নতুনদের বিসিএস প্রস্তুতি। 

➝ পিএসসি প্রদত্ত বিসিএস প্রিলিমিনারির সিলেবাসকে টপিক অনুসারে ছোট ছোট ভাগ করে এই রুটিনটি প্রণয়ণ করা হয়েছে। এতে ডেইলি কুইজসহ মোট ১৯০টি পরীক্ষা রয়েছে।
➝ নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের মূল টপিককে ছোট দুই ভাগে ভাগ করে প্রথমে দুইটি ডেইলি কুইজ হয় এবং তৃতীয় দিন মূল টপিকের উপর পরীক্ষা হয়। এতে করে একইসাথে পড়ার পাশাপাশি একবার উক্ত টপিকটি রিভিশনও হয়ে যাচ্ছে।
➝ পরবর্তীতে নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনে ৬টি মূল পরীক্ষা শেষ হওয়ার পর উক্ত পরীক্ষাগুলোর টপিকের উপর আলাদাভাবে একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার রিভিশন হয়ে যাচ্ছে।
➝ পর্যাক্রমে মোট ১৯০টি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাস সম্পন্ন হবে। এই ১৯০টি পরীক্ষার পাশাপাশি প্রতি শুক্রবার একটি ২০০ মার্কের ‘ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট’ অনুষ্ঠিত হবে। রুটিনের এই সময়ে প্রায় ২৮টি মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।

যেহেতু ১ প্যাকেজেই সকল বাটনের পরীক্ষা দেওয়া যায়, তাই পরীক্ষা বেশি দিলে খরচ বাড়ছে না। তাই সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি অবশ্যই Stronger হবে। নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন। আশা করি ভাল কিছু হবে।

ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও ৫০তম বিসিএস প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।