৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস । 49th Special BCS (Education) Syllabus

প্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আজ ৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষা ২০২৫ এর জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষ। আপনি যদি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই সিলেবাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন।
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) লিখিত পরীক্ষার কাঠামো (MCQ Type)
- মোট নম্বর: ২০০
- সময়: ২ ঘণ্টা
- নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে
আরও দেখুন: ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025
আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিষয়ভিত্তিক নম্বর বণ্টন (২০০ নম্বরের মধ্যে)
সাধারণ বিষয় (১০০ নম্বর):
বিষয় | নম্বর |
বাংলা | ২০ |
ইংরেজি | ২০ |
বাংলাদেশ বিষয়াবলি | ২০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
মানসিক দক্ষতা | ১০ |
গাণিতিক যুক্তি | ১০ |
সংশ্লিষ্ট ক্যাডার বিষয় (১০০ নম্বর):
- প্রার্থী যেই বিষয়ের শিক্ষক পদে আবেদন করবেন, সেই বিষয়ের উপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) সিলেবাস
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) সিলেবাস PDF
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) মৌখিক পরীক্ষা (Viva)
- মোট নম্বর: ১০০
- যোগ্যতা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে Viva-তে অংশ নিতে পারবেন।
প্রস্তুতির দিকনির্দেশনা
- সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিন
- প্রতিটি বিষয় ভালোভাবে রিভিশন দিন
- MCQ টাইপ পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্টে গুরুত্ব দিন
- পূর্ববর্তী বিসিএস প্রশ্ন অনুশীলন করুন