৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের চাকরিতে যোগদান-এর সুযোগ

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ফৌজদারি কোন অপরাধ না থাকলে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীগণ চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। আজ ৯ জানুয়ারি ২০২৫ তারিখে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় তদন্ত হয়েছে; ফৌজদারি অপরাধে জড়িত ব্যতীত অন্যান্য সকল প্রার্থী নিয়োগ পাবেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে ৪৩তম বিসিএসে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাদ পড়া ৯৯ জনসহ মোট বাদ পড়েন ২৬৭ জন। প্রজ্ঞাপনে বাদ পড়ার কারণ উল্লেখ করে সম্প্রতি ব্যাখ্যা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যানুসারে, ৪৩তম বিসিএসে সমসাময়িকভাবে ২,১৬৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার বিধি অনুসারে পুলিশের বিশেষ শাখা ও সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাস্থ্য পরীক্ষায় ৪০ জনের অনুপস্থিতি এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ জনসহ মোট ৯৯ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ২,০৬৪ জনকে সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরে প্রথম ২,১৬৩ জনের পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পুনঃযাচাই শেষে ২২৭ জনকে সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং অধিকতর যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে পুনরায় অনুপযুক্ত ধরে, ঐ ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাতিল করে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পুনরায় প্রজ্ঞাপন জারি করা হয়।
পরবর্তীতে, ২ জানুয়ারি ২০২৫ তারিখে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে।



