৪০তম বিসিএস এ উত্তির্ণ প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক গৃহীত ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারনে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ২০৮ জন প্রার্থীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রধান করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি অফিস আদেশের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ২০৮ জন প্রার্থীর নাম, মেধাক্রম সহ পদায়নকৃত বিদ্যালয়ের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।

৪০তম বিসিএস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের তালিকা দেখুন

Install Live MCQ App

এই অফিস আদেশে পদায়নকৃত শিক্ষকগণকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে, গত ১১ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে ১ হাজার ৯০৩ টি পদের বিপরীতে ক্যাডার নিয়োগের লক্ষ্যে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে বলে জানা যায়। উক্ত নিয়োগে আবেদন করেছিলেন ৪ লাখ ৩২ হাজার ৫৩২ জন শিক্ষার্থী যার মধ্যে প্রায় ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।