প্রিয় চাকরি প্রত্যাশীগণ ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF এর ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে যেকোন চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য ঐ চাকরি নিয়োগ পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করা কতটা জরুরী।শিক্ষক নিবন্ধন পরীক্ষাও তার ব্যাতিক্রম নয়।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির শুরুতেই আমরা প্রার্থীদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা বিগত সালের পরীক্ষাগুলোর জব সল্যুশন দেখতে বলি। কেননা এই পরীক্ষার প্রশ্নের মান ও প্রশ্নের ধরন জানতে বিগত সালে অনুষ্ঠিত হওয়া শিক্ষণ নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান করার কোন বিকল্প নেই। এমন একটি গুরুত্বপূর্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। যেটি সম্প্রতি ২০২২ সালের ৩০ এবং ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায়ের অথেনটিক রেফারেন্স সহ নির্ভুল প্রশ্ন সমাধান প্রকাশ করেছি। ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF টি ডাউনলোড করে এবং প্রিন্ট করেও পড়তে পারবেন। আশা করি এটি আপনাদের উপকারে আসবে।

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ২০২৪ | নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায়

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে কিছু কথা

১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাটির পূর্ণমান ছিল ১০০ নম্বর। যেখানে অন্যন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোর মতোই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ের প্রতিটি বিষয়ভিত্তিক অংশ থেকে ২৫ টি করে প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বরাদ্দ ছিল ১ নম্বর। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ কাটা হয়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। একই বছরের জুনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পরার পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়।

সারাদেশ থেকে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী ১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পর্যায়ে সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন প্রার্থী ছিলেন।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্কক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম প্রস্তুতি নিতে Live MCQ App তি ইন্সটল করুন

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

নিম্নে ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়, স্কুল পর্যায় -২ এবং কলেজ পর্যায়ের পরীক্ষার অথেনটিক রেফারেন্স সহ নির্ভুল প্রশ্ন সমাধান দেওয়া হল।

১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

১৭তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

 ঘরে বসে সকল চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে Live Written App তি ইন্সটল করুন

১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)

পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২

প্রশ্ন সংখ্যঃ ১০০

১৭তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক) ৫
খ) ৬
গ) ৮
ঘ) ৯

সঠিক উত্তর: খ) ৬

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: প্রশ্ন : পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর।

সমাধান :
পিতা ও পুত্রের মোট বয়স = 30 × 2 = 60 বছর

৬ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5 : 1
ধরি, ৬ বছর পর পিতা ও পুত্রের বয়স 5x ও x বছর।

প্রশ্নমতে,
5x – 6 + x – 6 = 60
6x = 60 + 12
6x = 72
x = 12

পুত্রের বর্তমান বয়স = x – 6 = 12 – 6 = 6 বছর।

প্রশ্ন ২. পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
ক) ৩০ সেকেন্ড
খ) ৯০ সেকেন্ড
গ) ৩ মিনিট
ঘ) ৫ মিনিট

সঠিক উত্তর: গ) ৩ মিনিট

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: প্রশ্ন : পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান :

পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজার সময় হবে ৩, ৬, ৯ ,১২ এবং ১৫ সেকেন্ড এর ল.সা.গু

৩, ৬, ৯ ,১২ এবং ১৫ এর ল.সা.গু = ১৮০ সেকেন্ড

সুতরাং, পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজবে ১৮০ সেকেন্ড বা ৩ মিনিট পর।

প্রশ্ন ৩. যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
ক) ১০
খ) ৯
গ) ৮
ঘ) ৬

সঠিক উত্তর: ঘ) ৬

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: প্রশ্ন : যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান :
৫ জন বালক = ৩ জন পুরুষ
১ জন বালক = ৩/৫ জন পুরুষ
১০ জন বালক = (৩/৫) × ১০ = ৬ জন পুরুষ
সুতরাং ৪ জন পুরুষ এবং ১০ জন বালক = (৪ + ৬) = ১০ জন পুরুষ

এখন,
৩ জন পুরুষ কাজটি করে ২০ দিনে
১ জন পুরুষ কাজটি করে ৩ × ২০ দিনে
১০ জন পুরুষ কাজটি করে (৩ × ২০)/১০ দিনে = ৬দিনে।

প্রশ্ন ৪. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে?
ক) ২৫
খ) ৫০
গ) (১০০/৩)
ঘ) (২০০/৩)

সঠিক উত্তর: গ) (১০০/৩)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: প্রশ্ন : ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে?

সমাধান :
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে।
১ জন লোক একটি কাজ ১২ × ৮ দিনে করতে পারে।
৬ জন লোক একটি কাজ ১২ × ৮/৬ দিনে বা ১৬ দিনে করতে পারে।
দিন বেশি = ১৬ – ১২ = ৪ দিন

১২ দিনে বেশি লাগে ৪ দিন
১ দিনে বেশি লাগে ৪/১২ দিন
১০০ দিনে বেশি লাগে ৪ × ১০০/১২ দিন = ৪০০/১২ = ৩৩(১/৩) দিন

প্রশ্ন ৫. ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
ক) ১০
খ) ১২.৫০
গ) ১৫
ঘ) ২৫

সঠিক উত্তর: খ) ১২.৫০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: প্রশ্ন : ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?

সমাধান :
দেওয়া আছে, মূলধন,
P = ৫০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০

আমরা জানি সরল মুনাফা,
I = Pnr = ৫০০০ × ২ × ৫/১০০ = ৫০০

চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ৫০০০(১ + ৫/১০০)
= ৫০০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৫৫১২.৫

এখন,
চক্রবৃদ্ধি মুনাফা = ৫৫১২.৫ – ৫০০০
= ৫১২.৫ টাকা।

সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৫১২.৫ – ৫০০) টাকা = ১২.৫ টাকা।

প্রশ্ন ৬. একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
ক) ৪২০
খ) ৪৫০
গ) ৪৬০
ঘ) ৪৮০

সঠিক উত্তর: খ) ৪৫০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
ক) ২ : ৩
খ) ৩ : ৪
গ) ৪ : ৯
ঘ) ৯ : ৪

সঠিক উত্তর: ঘ) ৯ : ৪

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. ৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
ক) ২,১০০
খ) ২,২০০
গ) ২,৫০০
ঘ) ৩,৫০০

সঠিক উত্তর: ক) ২,১০০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. log√33 + log42 = কত?
ক) 2/5
খ) 5/2
গ) 7/4
ঘ) 11/2

সঠিক উত্তর: খ) 5/2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
ক) 60°
খ) 70°
গ) 90°
ঘ) 120°

সঠিক উত্তর: গ) 90°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. (√3 × √5)4 এর মান কত?
ক) 30
খ) 60
গ) 225
ঘ) 150

সঠিক উত্তর: গ) 225

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. যদি a2 + 1/a2 = 51 হয়, তবে (a – 1/a) এর মান কত?
ক) ±9
খ) ±7
গ) ±5
ঘ) ±3

সঠিক উত্তর: খ) ±7

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. যদি (a/b)x – 3 = (b/a)x – 5 হয়, তবে x এর মান কত?
ক) 8
খ) 5
গ) 4
ঘ) 3

সঠিক উত্তর: গ) 4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. যদি x = ya , y = zb এবং z = xc হয়, তখন abc এর মান হয় –
ক) 4
খ) 3
গ) 2
ঘ) 1

সঠিক উত্তর: ঘ) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
ক) ২, ৫ এবং ৮
খ) ৫, ৪ এবং ৯
গ) ৩, ৪ এবং ৫
ঘ) সকল ক্ষেত্রে

সঠিক উত্তর: গ) ৩, ৪ এবং ৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৯৬
খ) ৭২
গ) ৬৪
ঘ) ৬০

সঠিক উত্তর: ক) ৯৬

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. যদি 3m = 81 হয়, তবে m3 = ?
ক) 9
খ) 16
গ) 27
ঘ) 64

সঠিক উত্তর: ঘ) 64

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4. কোণগুলোর মান হচ্ছে—
ক) 80°, 120°, 160°
খ) 40°, 60°, 80°
গ) 30°, 45°, 15°
ঘ) 30°, 50°, 90°

সঠিক উত্তর: খ) 40°, 60°, 80°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ক) 6
খ) 8
গ) 12
ঘ) 24

সঠিক উত্তর: গ) 12

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. 1 – a2 + 2ab – b2 এর উৎপাদক কোনটি?
ক) (1 + a – b) (1 – a + b)
খ) (1 + a + b) (1 – a + b)
গ) (1 + a + b) (1 – a – b)
ঘ) (1 – a + b) (1 – a – b)

সঠিক উত্তর: ক) (1 + a – b) (1 – a + b)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. 4x2 – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
ক) 4
খ) 9
গ) 16
ঘ) 25

সঠিক উত্তর: ঘ) 25

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. ৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?
ক) ২০°
খ) ১১০°
গ) ২২০°
ঘ) ২৯০°

সঠিক উত্তর: খ) ১১০°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
ক) সামান্তরিক
খ) রম্বস
গ) আয়তক্ষেত্র
ঘ) ট্রাপিজিয়াম

সঠিক উত্তর: গ) আয়তক্ষেত্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. x3 – 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল.সা.গু. কত?
ক) x8 – 1
খ) x7 – 1
গ) x6 – 1
ঘ) x5 – 1

সঠিক উত্তর: গ) x6 – 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. 2n ÷ 2n-1 = কত?
ক) 2
খ) 2n+1
গ) 2n
ঘ) 2n-1

সঠিক উত্তর: ক) 2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
ক) ‘চ’ ধ্বনি
খ) ‘ছ’ ধ্বনি
গ) ‘জ’ ধ্বনি
ঘ) ‘ঝ’ ধ্বনি

সঠিক উত্তর: ক) ‘চ’ ধ্বনি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
ক) পদ
খ) রূপ
গ) শব্দমূল
ঘ) ধ্বনি

সঠিক উত্তর: ক) পদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য—
ক) বাক্যের গঠন প্রক্রিয়ায়
খ) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
গ) শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
ঘ) ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়

সঠিক উত্তর: খ) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
ক) কমা
খ) কোলন
গ) হাইফেন
ঘ) ড্যাস

সঠিক উত্তর: ক) কমা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. ‘প্রথিত’ শব্দের অর্থ কোনটি?
ক) প্রথা অনুসারে
খ) যা প্রার্থনা
গ) বিখ্যাত
ঘ) যা পুঁতে রাখা হচ্ছে

সঠিক উত্তর: গ) বিখ্যাত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. ‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
ক) গোপন চুক্তি
খ) বৃহৎ ব্যাপার
গ) অবিলম্ব
ঘ) দীর্ঘস্থায়ী

সঠিক উত্তর: গ) অবিলম্ব

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) শ্রবণ+অ
খ) √শ্রী + অন
গ) √শ্ৰু + অন
ঘ) √শ্রব + অন

সঠিক উত্তর: গ) √শ্ৰু + অন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) রজকা
খ) রজকী
গ) রজকিনী
ঘ) রজকানী

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) জেঠী
খ) পাগলী
গ) বেঙ্গামী
ঘ) সৎমা

সঠিক উত্তর: ঘ) সৎমা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
ক) উক্ত
খ) বাচ্য
গ) ভবিতব্য
ঘ) বক্তব্য

সঠিক উত্তর: ঘ) বক্তব্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
ক) ত্বরিৎকর্মা
খ) কর্মবীর
গ) কর্মপটু
ঘ) কর্মনিষ্ঠ

সঠিক উত্তর: ক) ত্বরিৎকর্মা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) সরুপথ
খ) চিলেকোঠা
গ) গুপ্তপথ
ঘ) সিংহদার

সঠিক উত্তর: ঘ) সিংহদার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
ক) অচল
খ) অদ্রি
গ) ভূধর
ঘ) অবনী

সঠিক উত্তর: ঘ) অবনী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. ‘মুক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) √মুচ্ + ক্তি
খ) √মুহ্ + ক্তি
গ) √মুক্ + ক্তি
ঘ) √মৃচ্ + ক্তি

সঠিক উত্তর: ক) √মুচ্ + ক্তি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. ‘মুজিববর্ষ’ কোন সমাস?
ক) দ্বন্দ্ব সমাস
খ) দ্বিগু সমাস
গ) কর্ম ধারয় সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস

সঠিক উত্তর: গ) কর্ম ধারয় সমাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক) অন্যকাল
খ) ক্ষুদ্রকাল
গ) কালের অন্তর
ঘ) কাল ও অন্তর

সঠিক উত্তর: ক) অন্যকাল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”-বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ষষ্ঠী
খ) নিমিতার্থে ষষ্ঠী
গ) করণে ষষ্ঠী
ঘ) সম্প্রদানে ষষ্ঠী

সঠিক উত্তর: খ) নিমিতার্থে ষষ্ঠী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী

সঠিক উত্তর: ঘ) অধিকরণে ৭মী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?
ক) অনুস্বার
খ) দ্বিত্ব
গ) মহাপ্রাণ
ঘ) তালব্য

সঠিক উত্তর: ঘ) তালব্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –
ক) প্রতি+বর্তন
খ) প্রতিঃ+বর্তন
গ) প্রতি+আবর্তন
ঘ) প্রতিঃ+আবর্তন

সঠিক উত্তর: গ) প্রতি+আবর্তন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. ‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
ক) চালান
খ) পণ্যাগার
গ) শুল্ক
ঘ) বিনিয়োগ

সঠিক উত্তর: ক) চালান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. “Look before you leap”-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ক) কাটা দিয়ে কাটা তোলা
খ) নিজের চরকায় তেল দাও
গ) দেখে পথ চলো, বুঝে কথা বলো
ঘ) নিজের কাজ নিজে করো

সঠিক উত্তর: গ) দেখে পথ চলো, বুঝে কথা বলো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
ক) পূর্বাহ্ণ
খ) মধ্যাহ্ণ
গ) অপরাহ্ন
ঘ) সায়াহ্ণ

সঠিক উত্তর: ক) পূর্বাহ্ণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক) দৈন্যতা প্রশংসনীয় নয়
খ) দীনতা প্রশংসনীয় নয়
গ) দৈন্যতা অপ্রসংসনীয়
ঘ) দৈন্যতা নিন্দনীয়

সঠিক উত্তর: খ) দীনতা প্রশংসনীয় নয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. কোন বানানটি শুদ্ধ?
ক) স্বায়ত্ত্বশাসন
খ) শ্রদ্ধাঞ্জলী
গ) দারিদ্রতা
ঘ) উপর্যুক্ত

সঠিক উত্তর: ঘ) উপর্যুক্ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. If I had tried again –
ক) I could solve the problem.
খ) I could have solved the problem.
গ) I could solved the problem.
ঘ) I could have solve the problem.

সঠিক উত্তর: খ) I could have solved the problem.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ক) Women are playing important role in all spheres of life.
খ) Nowadays women are playing important role everywhere.
গ) Women are playing most important roles in all sphere of life.
ঘ) Nowadays women are playing important role in all spheres of life.

সঠিক উত্তর: ঘ) Nowadays women are playing important role in all spheres of life.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. I fancy I (turn) a trifle pale.
ক) turned
খ) turns
গ) am turning
ঘ) had turned

সঠিক উত্তর: ক) turned

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. He fell _____ a trap.
ক) of
খ) off
গ) into
ঘ) out

সঠিক উত্তর: গ) into

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. I would rather die –
ক) then beg
খ) than beg
গ) but I would not beg
ঘ) to beg

সঠিক উত্তর: খ) than beg

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. The prince has no ambition _______ the throne.
ক) to
খ) with
গ) of
ঘ) for

সঠিক উত্তর: ঘ) for

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. Which is the noun of the word wise?
ক) Wise
খ) Wisdom
গ) Wisely
ঘ) Wish

সঠিক উত্তর: খ) Wisdom

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. Ups and downs means –
ক) throughly
খ) move upward and downward
গ) here and there
ঘ) rise and fall

সঠিক উত্তর: ঘ) rise and fall

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. The verb form of ‘strong’ is –
ক) strength
খ) strong
গ) strengthen
ঘ) stronger

সঠিক উত্তর: গ) strengthen

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. ___________ best companions in life.
ক) Books are men’s
খ) Books are mens
গ) Book is mans
ঘ) A book is a man’s

সঠিক উত্তর: ক) Books are men’s

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. তিনি সৎ লোক ছিলেন, তাই না?
ক) He was truthful, was he?
খ) He was an honest man, did not he?
গ) He was really an honest man?
ঘ) He was an honest man, wasn’t he?

সঠিক উত্তর: ঘ) He was an honest man, wasn’t he?

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. The synonym of ‘incredible’ is-
ক) unbelievable
খ) unthinkable
গ) unlikely
ঘ) un-thinking

সঠিক উত্তর: ক) unbelievable

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. The antonym of ‘Honorary’ is-
ক) official
খ) honorable
গ) salaried
ঘ) literary

সঠিক উত্তর: গ) salaried

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. ‘To end in smoke’ means-
ক) to create fire
খ) to go through suffering
গ) to come to nothing
ঘ) to see fire

সঠিক উত্তর: গ) to come to nothing

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. Kalam is as strong as Salam. (Comparative)
ক) Salam is not stronger than Kalam.
খ) Salam is stronger than Kalam.
গ) Kalam is not stronger than Salam.
ঘ) Kalam is stronger than Salam.

সঠিক উত্তর: ক) Salam is not stronger than Kalam.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. The synonym of ‘Prudent’ is –
ক) unwise
খ) insightful
গ) injudicious
ঘ) impolite

সঠিক উত্তর: খ) insightful

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. Without working hard, you can not succeed. (Compound)
ক) Work hard and you can not succeed.
খ) Work hard or you can not succeed.
গ) Work hard and you can succeed.
ঘ) You work hard and you can succeed.

সঠিক উত্তর: খ) Work hard or you can not succeed.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. Over-flooding is one of the worst problems in our country. (Positive)
ক) Over-flooding is worse than any other problem.
খ) No other problem in our country is as bad as over-flooding.
গ) Very few problems in our country are as bad as over-flooding.
ঘ) Over-flooding is a very worse problem in our country.

সঠিক উত্তর: গ) Very few problems in our country are as bad as over-flooding.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. What can not be cured must be endured. (Active)
ক) Must be endure we cure.
খ) We cannot cure what we must endure.
গ) We must endure what we cannot cure.
ঘ) We must be endured what we cannot cure.

সঠিক উত্তর: গ) We must endure what we cannot cure.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. Let us love our country. (Simple)
ক) We should not hate our country.
খ) We should love our country.
গ) We may not hate our country.
ঘ) Should love our country.

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. Noun form of the word ‘comfortable’ is –
ক) comfortably
খ) comfort
গ) comfortable
ঘ) none

সঠিক উত্তর: খ) comfort

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. I look forward to (receive) a letter from you.
ক) receiving
খ) receive
গ) received
ঘ) receives

সঠিক উত্তর: ক) receiving

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. He is so dull that –
ক) He can understand anything.
খ) He could understand anything.
গ) He can not understand anything.
ঘ) He could not understand anything.

সঠিক উত্তর: গ) He can not understand anything.

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. I have left the room but he (enter) the room.
ক) enters
খ) entered
গ) has entered
ঘ) is entering

সঠিক উত্তর: গ) has entered

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. The man is ____ his son’s fault.
ক) blind to
খ) blind of
গ) blind in
ঘ) blind at

সঠিক উত্তর: ক) blind to

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক) কুতুবদিয়া
খ) ভোলা
গ) মহেশখালি
ঘ) সেন্টমার্টিন

সঠিক উত্তর: গ) মহেশখালি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে –
ক) হবিগঞ্জ
খ) মৌলভীবাজার
গ) সিলেট
ঘ) কুড়িগ্রাম

সঠিক উত্তর: খ) মৌলভীবাজার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন –
ক) আব্দুস সালাম
খ) রফিক উদ্দিন
গ) আবুল বরকত
ঘ) সকলেই

সঠিক উত্তর: গ) আবুল বরকত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
ক) ঢাকা
খ) গাজীপুর
গ) যশোর
ঘ) সিলেট

সঠিক উত্তর: গ) যশোর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার ২০২০ লাভ করেন –
ক) আজিজুর রহমান
খ) ফেরদৌসী মজুমদার
গ) কালীপদ দাস
ঘ) জাফর ওয়াজেদ

সঠিক উত্তর: ক) আজিজুর রহমান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় –
ক) ২৩ মার্চ ১৯৭১
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
গ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭
ঘ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬

সঠিক উত্তর: খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
ক) ১ টাকা
খ) ২ টাকা
গ) ৫ টাকা
ঘ) ১০ টাকা

সঠিক উত্তর: খ) ২ টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?
ক) রাঙ্গামাটি জেলায়
খ) খাগড়াছড়ি জেলায়
গ) বান্দরবান জেলায়
ঘ) সিলেট জেলায়

সঠিক উত্তর: ক) রাঙ্গামাটি জেলায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে –
ক) গাম্বিয়া
খ) সেনেগাল
গ) সৌদি আরব
ঘ) কুয়েত

সঠিক উত্তর: ক) গাম্বিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে –
ক) ২৪ ফেব্রুয়ারি ২০২২
খ) ২৪ মার্চ ২০২২
গ) ২৪ জানুয়ারি ২০২২
ঘ) ২৪ এপ্রিল ২০২২

সঠিক উত্তর: ক) ২৪ ফেব্রুয়ারি ২০২২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা-
ক) ১৫৪টি
খ) ১৭৪টি
গ) ১৬৪টি
ঘ) ১৮৪টি

সঠিক উত্তর: গ) ১৬৪টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী?
ক) রুমানিয়া
খ) পোল্যান্ড
গ) ইউক্রেন
ঘ) স্পেন

সঠিক উত্তর: গ) ইউক্রেন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?
ক) অষ্টম
খ) নবম
গ) দশম
ঘ) একাদশ

সঠিক উত্তর: খ) নবম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী?
ক) বরিস জনসন
খ) লিজ ট্রাস
গ) ঋষি সুনাক
ঘ) টনি ব্লেয়ার

সঠিক উত্তর: গ) ঋষি সুনাক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক) আফ্রিকা
খ) দক্ষিণ আমেরিকা
গ) এশিয়া
ঘ) ইউরোপ

সঠিক উত্তর: গ) এশিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?
ক) ১৯৯৫
খ) ১৯৯৬
গ) ১৯৯৭
ঘ) ১৯৯৮

সঠিক উত্তর: ক) ১৯৯৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
ক) লৌহ
খ) ভিটামিন-সি
গ) ক্যালসিয়াম
ঘ) ভিটামিন-এ

সঠিক উত্তর: গ) ক্যালসিয়াম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে –
ক) টিউমারোলজি
খ) অকোলজি
গ) অঙ্কোলজি
ঘ) সাইটোলজি

সঠিক উত্তর: গ) অঙ্কোলজি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত –
ক) স্টকহোম
খ) নাইরোবি
গ) হেগ
ঘ) বৈরুত

সঠিক উত্তর: খ) নাইরোবি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় –
ক) দেহের প্রয়োজনীয় তাপ উৎপন্ন করা
খ) ক্ষয়রোধের জন্য
গ) পুষ্টির অভাব পূরণে
ঘ) হাড় গঠনে

সঠিক উত্তর: ক) দেহের প্রয়োজনীয় তাপ উৎপন্ন করা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. দৃষ্টিহীনদের জন্য আবিস্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার এর নাম কী?
ক) আইলিপ
খ) আইসাইট
গ) আইডট
ঘ) আইলাইট

সঠিক উত্তর: খ) আইসাইট

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
ক) ROM
খ) Secondary storage
গ) RAM
ঘ) কোনটি নয়

সঠিক উত্তর: গ) RAM

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে –
ক) করোনা-১
খ) কোভিড-১৯
গ) করোনা ভাইরাস
ঘ) SARS-COV-1

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. কোন হরমোনের অভাবে গলগন্ড রোগের সৃষ্টি হয়?
ক) থাইরক্সিন
খ) ইনিসুলিন
গ) গ্লুকাগন
ঘ) করটিসোল

সঠিক উত্তর: ক) থাইরক্সিন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. GIS – এর পূর্ণরুপ কোনটি?
ক) Geographic Information System
খ) Geographical Information System
গ) Geographic Integrated System
ঘ) Geological Integrated System

সঠিক উত্তর: ক) Geographic Information System

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

Download Live MCQ App

১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২)

পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২

প্রশ্ন সংখ্যঃ ১০০

১৭তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

ক) বিন্দু

খ) রেখা

গ) স্থান

ঘ) রশ্মি

সঠিক উত্তর: খ) রেখা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: প্রশ্ন: দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

সমাধান:

– দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা (Line) উৎপন্ন হয়।

– রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নাই। কাজেই রেখা একমাত্রিক (One-dimensional)।

– বাক্সের একটি পৃষ্ঠতলের প্রস্থ ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ শূন্য হলে, ঐ তলের একটি রেখা শুধু অবশিষ্ট থাকে।

প্রশ্ন ২. 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

ক) 43°

খ) 86°

গ) 129°

ঘ) 153°

সঠিক উত্তর: ক) 43°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: প্রশ্ন: 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

সমাধান:

দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

51° কোণের সম্পূরক কোণ = (180 – 51)° = 129°

129° এক-তৃতীয়াংশ = 129°/3 = 43°

প্রশ্ন ৩. রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

ক) 45°

খ) 90°

গ) 120°

ঘ) 150°

সঠিক উত্তর: খ) 90°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

রম্বস

– যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।

– সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে

– রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

– রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

– রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°

প্রশ্ন ৪. ΔABC এর ∠A = x, ∠B = 2x এর ∠C = 3x হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ

খ) স্থুলকোণী ত্রিভুজ

গ) সমকোণী ত্রিভুজ

ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ

সঠিক উত্তর: গ) সমকোণী ত্রিভুজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: প্রশ্ন: ΔABC এর ∠A = x, ∠B = 2x এর ∠C = 3x হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

সমাধান:

∠A = x, ∠B = 2x এর ∠C = 3x

আমরা জানি,

∠A + ∠B +∠C = 180°

x + 2x + 3x = 180°

6x = 180°

x = 30°

∠A = 30°, ∠B = 60° এর ∠C = 90°

ত্রিভুজটি সমকোণী ত্রিভূজ

প্রশ্ন ৫. কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?

ক) 10

খ) 12

গ) 14

ঘ) 16

সঠিক উত্তর: খ) 12

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: প্রশ্ন: কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?

সমাধান:

24 জন লোকের খাদ্য আছে 20 দিনের

1 জন লোকের খাদ্য আছে 20 × 24 দিনের

40 জন লোকের খাদ্য আছে (20 × 24)/40 দিনের

= 12 দিনের

প্রশ্ন ৬. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

ক) ২৪

খ) ৪৮

গ) ৬০

ঘ) ৭২

সঠিক উত্তর: ঘ) ৭২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. বৃত্তের ব্যাস কতগুণ বৃদ্ধি করলে ক্ষেএফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক) 3

খ) 9

গ) 12

ঘ) 16

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 74%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. নিচের কোন শর্তে logaa = 1 হবে?

ক) a > 0, a ≠ 1

খ) a < 0, a ≠ 1

গ) a > 1, a ≠ 0

ঘ) a < 0, a ≠ 0

সঠিক উত্তর: ক) a > 0, a ≠ 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 27%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. x2 + 5x + 6 এবং x2 + 3x + 2 এর গ.সা.গু 12 হলে, x এর মান –

ক) 6

খ) 8

গ) 10

ঘ) 12

সঠিক উত্তর: গ) 10

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. (1/2)x2 – 3x + 4 এর উৎপাদক কোনটি?

ক) (1/2)(x – 4)(x + 2)

খ) (1/2)(x + 4)(x – 2)

গ) (1/2)(x + 4)(x + 2)

ঘ) (1/2)(x – 4)(x – 2)

সঠিক উত্তর: ঘ) (1/2)(x – 4)(x – 2)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 73%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. (x2 + 1)2 = 5×2 হলে x – 1/x এর মান কোনটি?

ক) √5

খ) 1

গ) 2√2

ঘ) 8

সঠিক উত্তর: খ) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 66%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. (a/b) + (b/a) = 1 হলে, a3 + b3 এর মান কত?

ক) 3

খ) 1

গ) 0

ঘ) – 1

সঠিক উত্তর: গ) 0

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 75%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. হলে, x = কত?

ক) 2/5

খ) 1/3

গ) 3

ঘ) 5

সঠিক উত্তর: ঘ) 5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 61%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. logx(1/16) = – 2হলে, x এর মান কত?

ক) 4

খ) 2

গ) – 2

ঘ) – 4

সঠিক উত্তর: ক) 4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা ‍দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (35/2)% লাভ হবে?

ক) 1365 টাকা

খ) 1375 টাকা

গ) 1395 টাকা

ঘ) 1410 টাকা

সঠিক উত্তর: ঘ) 1410 টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

ক) ৭ : ৫

খ) ৫ : ৭

গ) ৪ : ৩

ঘ) ৩ : ৪

সঠিক উত্তর: খ) ৫ : ৭

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. ১.৫ এবং ১৩.৫ এর সমানুপাতটি কত?

ক) ২.৫

খ) ৩.২

গ) ৩.৬

ঘ) ৪.৫

সঠিক উত্তর: ঘ) ৪.৫

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 79%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. e2Inx = y হলে, y এর মান= কত?

ক) Inx

খ) In2x

গ) x2

ঘ) 2x

সঠিক উত্তর: গ) x2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 82%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?

ক) 10,500 টাকা

খ) 10,450 টাকা

গ) 10,650 টাকা

ঘ) 10,600 টাকা

সঠিক উত্তর: খ) 10,450 টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক) ১১৯

খ) ১২০

গ) ১২১

ঘ) ১২৩

সঠিক উত্তর: ক) ১১৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. যদি (a/b)x – 3 = (b/a)x – 5 হয়, তবে x এর মান কত?

ক) 3

খ) 4

গ) 5

ঘ) 8

সঠিক উত্তর: খ) 4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. x2 – 2x -1 = 0 হলে, x + 1/x = কত?

ক) 4

খ) 4√2

গ) 2√2

ঘ) 8

সঠিক উত্তর: গ) 2√2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিদিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

ক) 2 টি

খ) 3 টি

গ) 4 টি

ঘ) 5 টি

সঠিক উত্তর: ঘ) 5 টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 60%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. x2 – 4x + k = 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?

ক) 1

খ) 0

গ) -1

ঘ) 2

সঠিক উত্তর: ক) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 6%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 80%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. 15 টাকা 25 টাকার শতকরা কত?

ক) 45%

খ) 50%

গ) 60%

ঘ) 75%

সঠিক উত্তর: গ) 60%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?

ক) ৪৭ টি

খ) ৪৮ টি

গ) ৪৯ টি

ঘ) ৫০ টি

সঠিক উত্তর: ঘ) ৫০ টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো-

ক) সংক্ষেপণ

খ) ভাবের বিনিময়

গ) বিশেষভাবে বিশ্লেষণ

ঘ) মিলন

সঠিক উত্তর: গ) বিশেষভাবে বিশ্লেষণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?

ক) বচন

খ) লিঙ্গ

গ) বাক্য

ঘ) বাগর্থ

সঠিক উত্তর: খ) লিঙ্গ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. নিচের কোনটি তৎসম শব্দ?

ক) চাঁদ

খ) খোকা

গ) কাঠ

ঘ) সন্ধ্যা

সঠিক উত্তর: ঘ) সন্ধ্যা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 32%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’- কোন ধরনের বাক্য?

ক) জটিল

খ) যৌগিক

গ) সরল

ঘ) মিশ্র

সঠিক উত্তর: খ) যৌগিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. কোন বানানটি শুদ্ধ?

ক) রূপায়ন

খ) রুপায়ন

গ) রূপায়ণ

ঘ) রুপায়ণ

সঠিক উত্তর: গ) রূপায়ণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. চলিতরীতির প্রবর্তক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) কাজী নজরুল ইসলাম

গ) প্রমথ চৌধুরী

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তর: গ) প্রমথ চৌধুরী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. ‘পার হইয়া’ এর চলিত রূপ কোনটি?

ক) পার হয়ে

খ) পারি হয়ে

গ) পার হইয়ে

ঘ) পারিয়া

সঠিক উত্তর: ক) পার হয়ে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. Early rising is beneficial to health-এর সঠিক অনুবাদ কোনটি?

ক) যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে।

খ) সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয়।

গ) সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।

ঘ) সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।

সঠিক উত্তর: ঘ) সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. Ad-hoc এর অর্থ কী?

ক) তদর্থক

খ) অস্থায়ী

গ) শপথপত্র

ঘ) ক ও খ উভয়ই

সঠিক উত্তর: ঘ) ক ও খ উভয়ই

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. সন্ধির প্রধান সুবিধা কী?

ক) পড়ার সুবিধা

খ) লেখার সুবিধা

গ) উচ্চারণের সুবিধা

ঘ) শোনার সুবিধা

সঠিক উত্তর: গ) উচ্চারণের সুবিধা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. ‘কৃষ্টি‘ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) কৃ+ক্তি

খ) কৃষ+তি

গ) কৃঃ+তি

ঘ) কৃষ+টি

সঠিক উত্তর: খ) কৃষ+তি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. ‘ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ব্য+অর্থ

খ) বি+অর্থ

গ) ব্যা+অর্থ

ঘ) ব+অর্থ

সঠিক উত্তর: খ) বি+অর্থ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. ‘দাতা‘ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) √দা+তৃচ

খ) √দাতৃ+আ

গ) √দা+তা

ঘ) √দাতা+আ

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. ‘মুক্ত‘ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) √মু+ক্ত

খ) √মুক+ত

গ) √মুহ+ক্ত

ঘ) √মুচ+ক্ত

সঠিক উত্তর: ঘ) √মুচ+ক্ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. সমাস শব্দের অর্থ কী?

ক) সংক্ষেপণ

খ) সমন্বয়

গ) দুর্বোধ্য

ঘ) ভাষান্তরকরণ

সঠিক উত্তর: ক) সংক্ষেপণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. ‘চির অশান্তি‘ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

ক) ভরাডুবি

খ) রাবণের চিতা

গ) জগদ্দল পাথর

ঘ) ঢাকের বায়া

সঠিক উত্তর: খ) রাবণের চিতা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. ‘গদাই লস্করি চাল‘ বাগধারাটির অর্থ কী?

ক) তুচ্ছ পদার্থ

খ) আলসেমি

গ) অন্ধ অনুকরণ

ঘ) তুমুল কান্ড

সঠিক উত্তর: খ) আলসেমি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. ‘গরুতে দুধ দেয়‘ বাক্যে ‘গরুতে‘ কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী

খ) কর্তৃকারকে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী

ঘ) অধিকরণে সপ্তমী

সঠিক উত্তর: খ) কর্তৃকারকে সপ্তমী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. ‘অহঙ্কার পতনের মূল‘ বাক্যে ‘অহঙ্কার‘ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য

খ) করণে শূন্য

গ) অপাদানে শূন্য

ঘ) অধিকরণে শূন্য

সঠিক উত্তর: খ) করণে শূন্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 41%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) মূমূর্ষু

খ) মূমুষু

গ) মুমূর্ষু

ঘ) মুমুর্ষূ

সঠিক উত্তর: গ) মুমূর্ষু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. ‘পরভৃত‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) পিক

খ) ধেনু

গ) বিভব

ঘ) অম্বু

সঠিক উত্তর: ক) পিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. ‘আকুঞ্চন‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) শান্ত

খ) আকাঙ্ক্ষা

গ) প্রসারণ

ঘ) কুঞ্চিত

সঠিক উত্তর: গ) প্রসারণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি‘-

ক) ইতিহাসবেত্তা

খ) ঐতিহাসিক

গ) ইতিহাসবিজ্ঞ

ঘ) ইতিহাসবিদ

সঠিক উত্তর: ক) ইতিহাসবেত্তা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক) বাক্য সংকোচনের জন্য

খ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

গ) বাক্যের সৌন্দর্যের জন্য

ঘ) বাক্য অলংকৃত করার জন্য

সঠিক উত্তর: খ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?

ক) মোঙ্গলয়েড

খ) অস্ট্রালয়েড

গ) ককেশয়েড

ঘ) নিগ্রয়েড

সঠিক উত্তর: খ) অস্ট্রালয়েড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 29%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?

ক) কনিস্ক

খ) শশাংক

গ) ধর্মপাল

ঘ) গোপাল

সঠিক উত্তর: খ) শশাংক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) নুরুল আমিন

খ) লিয়াকত আলী খান

গ) মোহাম্মদ আলী

ঘ) খাজা নাজিমুদ্দীন

সঠিক উত্তর: ঘ) খাজা নাজিমুদ্দীন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?

ক) ৪টি

খ) ৫টি

গ) ৬টি

ঘ) ৭টি

সঠিক উত্তর: ঘ) ৭টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. ‘আমার দেখা নয়াচীন‘ গ্রন্থের রচয়িতা কে?

ক) মওলানা আবদুল হামিদ খান ভাসানী

খ) শেরে বাংলা এ. কে ফজলুল হক

গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সঠিক উত্তর: ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. বাংলাদেশে VAT চালু হয় কত সালে?

ক) ১ জুলাই, ১৯৮৯

খ) ১ জুলাই, ১৯৯০

গ) ১ জুলাই, ১৯৯১

ঘ) ১ জুলাই, ১৯৯২

সঠিক উত্তর: গ) ১ জুলাই, ১৯৯১

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. ভাষা শহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা‘ ভাস্কর্যটির ভাস্কর কে?

ক) মৃণাল হক

খ) শামীম শিকদার

গ) হামিদুজ্জামান খান

ঘ) নভেরা আহমেদ

সঠিক উত্তর: ক) মৃণাল হক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 27%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 52%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?

ক) ১৭ মার্চ, ২০২০

খ) ১৭ মার্চ, ২০১৯

গ) ১৭ মার্চ, ২০২১

ঘ) ১৭ মার্চ, ২০২২

সঠিক উত্তর: ক) ১৭ মার্চ, ২০২০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা?

ক) যুক্তরাষ্ট্র

খ) যুক্তরাজ্য

গ) সৌদি আরব

ঘ) আরব আমিরাত

সঠিক উত্তর: গ) সৌদি আরব

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?

ক) চীনের উহানে

খ) চীনের সাংহাইতে

গ) চীনের বেইজিংয়ে

ঘ) ইতালির লোম্বার্ডিতে

সঠিক উত্তর: ক) চীনের উহানে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?

ক) ৫২টি

খ) ৫৪টি

গ) ৫৭টি

ঘ) ৫৮টি

সঠিক উত্তর: খ) ৫৪টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. NATO কবে গঠিত হয়েছিল?

ক) ১৯৪৭ সালে

খ) ১৯৪৮ সালে

গ) ১৯৪৯ সালে

ঘ) ১৯৫০ সালে

সঠিক উত্তর: গ) ১৯৪৯ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. পাটের জিনোম কে আবিস্কার করেন?

ক) জগদীশ চন্দ্র বসু

খ) ড. কুদরত-ই-খুদা

গ) লিউয়েন হুক

ঘ) ড. মাকসুদুল আলম

সঠিক উত্তর: ঘ) ড. মাকসুদুল আলম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?

ক) ২০১০ সালে

খ) ২০১৩ সালে

গ) ২০১৫ সালে

ঘ) ২০১৭ সালে

সঠিক উত্তর: ক) ২০১০ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।‘- কোন আন্দোলনের স্লোগান?

ক) ভাষা আন্দোলন

খ) শিক্ষা আন্দোলন

গ) গণনাট্য আন্দোলন

ঘ) বুদ্ধির মুক্তি আন্দোলন

সঠিক উত্তর: ঘ) বুদ্ধির মুক্তি আন্দোলন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. SDG এর পূর্নরূপ কী?

ক) Successful Development Goals

খ) Successive Development Goals

গ) Sustainable Development Goals

ঘ) Sustantial Development Goals

সঠিক উত্তর: গ) Sustainable Development Goals

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. আলুর একটি জাতের নাম –

ক) রূপালী

খ) ডায়মন্ড

গ) ড্রামহেড

ঘ) ব্রিসাইল

সঠিক উত্তর: খ) ডায়মন্ড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?

ক) বায়োলজি

খ) সোসিওলজি

গ) এনভায়রনমেন্ট

ঘ) ইকোলজি

সঠিক উত্তর: ঘ) ইকোলজি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে?

ক) ১ ‍ডিসেম্বর, ২০১৯

খ) ১ জানুয়ারি, ২০২০

গ) ১ ফেব্রুয়ারি, ২০২০

ঘ) ১ মার্চ, ২০২০

সঠিক উত্তর: গ) ১ ফেব্রুয়ারি, ২০২০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 31%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

ক) হিমালয় পর্বতমালা

খ) আল্পস পর্বতমালা

গ) আন্দিজ পর্বতমালা

ঘ) আলাস্কা পর্বতমালা

সঠিক উত্তর: গ) আন্দিজ পর্বতমালা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. ২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচিত্র হলো-

ক) প্যারাসাইট

খ) নোম্যাডল্যান্ড

গ) সিনারি

ঘ) ম্যারেজ স্টোরি

সঠিক উত্তর: খ) নোম্যাডল্যান্ড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?

ক) মরক্কো

খ) লিবিয়া

গ) তিউনিসিয়া

ঘ) ইয়েমেন

সঠিক উত্তর: ঘ) ইয়েমেন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?

ক) সাকিব আল হাসান

খ) তামিম ইকবাল

গ) মোহাম্মদ আশরাফুল

ঘ) লিটন দাস

সঠিক উত্তর: ঘ) লিটন দাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

ক) ৮ মার্চ

খ) ১০ এপ্রিল

গ) ৫ জুন

ঘ) ১০ ডিসেম্বর

সঠিক উত্তর: ক) ৮ মার্চ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

ক) যুক্তরাজ্যে

খ) চীনে

গ) যুক্তরাষ্ট্রে

ঘ) জাপানে

সঠিক উত্তর: ঘ) জাপানে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. যারে দেখতে নারি তার চলন বাঁকা।

ক) Faults are unfair where love is fair.

খ) Faults are thick where love is thin.

গ) Faults are counted where there is no love.

ঘ) Faults are many where love is little.

সঠিক উত্তর: খ) Faults are thick where love is thin.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. তুমি কি জানো সে কোথায় থাকে?

ক) Do you know where does he live?

খ) Do you know where does he lives?

গ) Do you know where he lives?

ঘ) Do you know where he live?

সঠিক উত্তর: গ) Do you know where he lives?

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. আজ বৃষ্টি হতে পারে।

ক) Today will rain.

খ) It should be raining today.

গ) It may rain today.

ঘ) Today is raining.

সঠিক উত্তর: গ) It may rain today.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. What is the antonym of ‘transparent’?

ক) Transform

খ) Lubricant

গ) Pure

ঘ) Hazy

সঠিক উত্তর: ঘ) Hazy

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. The synonym of ‘Prestige’ is-

ক) status

খ) state

গ) prestigious

ঘ) static

সঠিক উত্তর: ক) status

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. What is the antonym of ‘antagonistic’?

ক) Unfriendly

খ) Friendly

গ) Hostile

ঘ) Trivial

সঠিক উত্তর: খ) Friendly

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. What is the adjective of ‘Laud’?

ক) Laudable

খ) Laudful

গ) Laudy

ঘ) Lauded

সঠিক উত্তর: ক) Laudable

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. What is the verb form of ‘Popularity’?

ক) Popular

খ) Popularly

গ) Population

ঘ) Popularize

সঠিক উত্তর: ঘ) Popularize

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. Noun form of ‘blind’ is

ক) blind

খ) blindly

গ) blindness

ঘ) blindy

সঠিক উত্তর: গ) blindness

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. I will not go out if it –

ক) rain

খ) rains

গ) is raining

ঘ) would be raining

সঠিক উত্তর: খ) rains

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. One of the boys _____ absent yesterday

ক) was

খ) is

গ) were

ঘ) are

সঠিক উত্তর: ক) was

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. She talked as though she _____ the CEO of the company.

ক) was

খ) were

গ) had

ঘ) had been

সঠিক উত্তর: ঘ) had been

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 51%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. You had better (to go) there.

ক) You had better gone there.

খ) You had better went there.

গ) You had better go there.

ঘ) You had better will go there.

সঠিক উত্তর: গ) You had better go there.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. I saw him (go) there.

ক) go

খ) gone

গ) was going

ঘ) going

সঠিক উত্তর: ঘ) going

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. Time flies very fast. (Exclamatory)

ক) How time does fly!

খ) How time do fly!

গ) How time flies!

ঘ) How time fly!

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. Everybody accepts this. (Interrogative)

ক) Nobody rejects this?

খ) Does everybody accept this?

গ) Who does not accept this?

ঘ) Who accepts this?

সঠিক উত্তর: গ) Who does not accept this?

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. We will explain why we want to do it. (Passive)

ক) The reason want to do that will be explained by us.

খ) All the reasons we explain be explained by us.

গ) Why we want to be do would be explained by us.

ঘ) Why we want to do it will be explained by us.

সঠিক উত্তর: ঘ) Why we want to do it will be explained by us.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. We work hard to earn money. (Compound)

ক) We work hard to earn a lot of money.

খ) We work hard so that we earn money.

গ) We work hard so that we can earn money.

ঘ) We work hard and we want to earn money.

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. What is the meaning of the phrase a man of letters?

ক) A dull-headed person

খ) A scholar

গ) A big gun

ঘ) A wealthy person

সঠিক উত্তর: খ) A scholar

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. ‘Do away with’ means-

ক) to remove something

খ) to flourish something

গ) to forward somthing

ঘ) to set up something new

সঠিক উত্তর: ক) to remove something

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. It is high time you ____ a business.

ক) starts

খ) start

গ) started

ঘ) can start

সঠিক উত্তর: গ) started

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. Navid told Sumon that he (go) to Khulna the next day.

ক) went

খ) had gone

গ) will go

ঘ) would go

সঠিক উত্তর: ঘ) would go

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. ‘Bolt from the blue’ means –

ক) a danger with waring

খ) a danger without warning

গ) hard danger

ঘ) powerful danger

সঠিক উত্তর: খ) a danger without warning

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. Adjective form of ‘ambition’ is-

ক) ambitive

খ) ambitionally

গ) ambigious

ঘ) ambitious

সঠিক উত্তর: ঘ) ambitious

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. He is a liar, ___?

ক) does he

খ) isn’t he

গ) is he

ঘ) aren’t he

সঠিক উত্তর: খ) isn’t he

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

Download Live MCQ App

১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২

প্রশ্ন সংখ্যঃ ১০০

১৭তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

ক) ২৪° ৩০’ থেকে ২৮°৩৪′ দক্ষিণ অক্ষাংশ
খ) ৮০°৩৪’ থেকে ৪০°৯০’ পশ্চিম দ্রাঘিমাংশ
গ) ৩৪°২৫’ থেকে ২৮°৩৮’ উত্তর অক্ষাংশ
ঘ) ৮৮°০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশ

সঠিক উত্তর: ঘ) ৮৮°০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
• বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
• এদেশ প্রায় ২০°৩৪’ উত্তর থেকে ২৬°৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১’ পূর্ব থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
• বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
• ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয়, পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত। আর দক্ষিণে রয়েছে বিস্তৃত বঙ্গোপসাগর।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ২. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
ক) পুণ্ড্র
খ) সমতট
গ) রাঢ়
ঘ) হরিকেল

সঠিক উত্তর: ক) পুণ্ড্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: পুন্ড্র জনপদ
• প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র। পুন্ড্র ‘জন’ বা জাতি এ জনপদ গঠন করেছিল। পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
• পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর। বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়।
• সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়। এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ,রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত ছিল।
• পুন্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল। রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে।
• ক্রমবর্ধমান সমৃদ্ধির সঙ্গে সঙ্গে পুন্ড্র ৫ম-৬ষ্ঠ শতকে পুন্ড্র বর্ধন নামে পরিচিত হয়। গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুন্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
• পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য।

অন্যদিকে,
• সমতট – কুমিল্লা , নোয়াখালী , ত্রিপুরা।
• হরিকেল – সিলেট , চট্রগ্রাম, পার্বত্য চট্রগ্রাম।
▪ রাঢ় – সম্ভবত বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বড় অংশ এর অন্তর্ভুক্ত ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

প্রশ্ন ৩. বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?
ক) সুইজারল্যান্ড
খ) নেদারল্যান্ড
গ) আয়ারল্যান্ড
ঘ) ফিনল্যান্ড

সঠিক উত্তর: খ) নেদারল্যান্ড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: • নেদারল্যান্ডস্ ও স্থানীয় বিশেষজ্ঞদের সহযোগিতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছে।

বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০
• জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির কারণে কাঙ্খিত উন্নয়নের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ নামে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে।
• পানি, জলবায়ু, পরিবেশ ও ভূমির টেকসই ব্যবস্থার দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং চরম দারিদ্র্য দূরীকরণসহ ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাংলাদেশের স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনাসমূহের সমন্বয় করবে।
• বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রাথমিকভাবে ২০৫০ পর্যন্ত মধ্যমেয়াদি ডেল্টা এজেন্ডা ঘিরে প্রণীত হলেও, তাতে ২০৫০ পরবর্তী দীর্ঘমেয়াদি এজেন্ডার বিষয়েও আলোকপাত করা হয়েছে।
• এ প্রেক্ষাপটে, নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত উত্তম চর্চা (Best Practice) অনুসরণে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়নে নেদারল্যান্ডস্ সরকারের সার্বিক সহায়তা গ্রহণ করা হয়েছে।
• নেদারল্যান্ডস্ ও স্থানীয় বিশেষজ্ঞদের সহযোগিতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছে।

তথ্যসূত্র: বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

প্রশ্ন ৪. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
ক) ফেনী
খ) নিলফামারী
গ) পঞ্চগড়
ঘ) জয়পুরহাট

সঠিক উত্তর: ক) ফেনী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: • বাংলাদেশের বাণিজ্যনগরী হিসাবে পরিচিত চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা ফেনী।
• এ জেলার অন্তর্গত পরশুরাম উপজেলার উত্তর সীমান্তে রয়েছে বাংলাদেশের ১১তম স্থলবন্দর বিলোনিয়া স্থলবন্দর।

তথ্যসূত্র: যুগান্তর।

প্রশ্ন ৫. বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি

সঠিক উত্তর: ঘ) ১১টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 38%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: • বাংলাদেশে বর্তমানে মোট ১১টি শিক্ষাবোর্ড রয়েছে –
১। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
২। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
৪। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
৫। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
৬। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
৭। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
৮। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
৯। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
১০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
১১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

প্রশ্ন ৬. ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে?
ক) ৩০শে অক্টোবর, ২০১৭ সাল
খ) ৩০ শে নভেম্বর, ২০১৭ সাল
গ) ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সাল
ঘ) ৩০ শে অক্টোবর, ২০১৮ সাল

সঠিক উত্তর: ক) ৩০শে অক্টোবর, ২০১৭ সাল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ‘বর্ধমান হাউজ’ কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) পশ্চিমবঙ্গ
ঘ) কুষ্টিয়া

সঠিক উত্তর: ক) ঢাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?
ক) সন্দ্বীপ
খ) হাতিয়া
গ) মনপুরা
ঘ) সোনাদিয়া

সঠিক উত্তর: ঘ) সোনাদিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক) ASEAN
খ) SAFTA
গ) EU
ঘ) WTO

সঠিক উত্তর: গ) EU

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
ক) হার্ডডিস্ক
খ) RAM
গ) ক্লিপবোর্ড
ঘ) ROM

সঠিক উত্তর: গ) ক্লিপবোর্ড

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. ‘আলোর কণা’ তত্ত্বের প্রবক্তা কে?
ক) আইজ্যাক নিউটন
খ) অ্যালো হ্যাজেন
গ) গ্যালিলিও
ঘ) রামফোর্ড

সঠিক উত্তর: ক) আইজ্যাক নিউটন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত?
ক) লন্ডন
খ) প্যারিস
গ) সিঙ্গাপুর
ঘ) নিউইয়র্ক

সঠিক উত্তর: ঘ) নিউইয়র্ক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক) লুব্ধক
খ) সূর্য
গ) প্রক্সিমাসেন্টারাই
ঘ) ধ্রুবতারা

সঠিক উত্তর: ক) লুব্ধক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন?
ক) ১৯৪৭ সন
খ) ১৯৫২ সন
গ) ১৯৬৯ সন
ঘ) ১৯৭১ সন

সঠিক উত্তর: গ) ১৯৬৯ সন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
ক) ইসলাম খান
খ) সরফরাজ খান
গ) মুর্শিদ কুলি মান
ঘ) ঈশা খান

সঠিক উত্তর: ক) ইসলাম খান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. ইউনেস্কো করে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
ক) ১৯৯৬ সাল
খ) ১৯৯৭ সাল
গ) ১৯৯৮ সাল
ঘ) ১৯৯৯ সাল

সঠিক উত্তর: খ) ১৯৯৭ সাল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. ‘ভেটো’ কথাটি কোন শব্দ থেকে আগত?
ক) ল্যাটিন
খ) গ্রিক
গ) ফ্রেঞ্চ
ঘ) ইংরেজি

সঠিক উত্তর: ক) ল্যাটিন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
ক) হরমুজ
খ) বসফরাস
গ) পক
ঘ) জিব্রাল্টার

সঠিক উত্তর: ঘ) জিব্রাল্টার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?
ক) কার্ল মার্কস
খ) জেন অস্টিন
গ) মন্টেস্কু
ঘ) লিও টলস্টয়

সঠিক উত্তর: ঘ) লিও টলস্টয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
ক) জটিল সার্জারি চিকিৎসায়
খ) ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
গ) নতুন জাতের বীজ উৎপাদনে
ঘ) টেনিস বলের আকৃতি তৈরিতে

সঠিক উত্তর: ক) জটিল সার্জারি চিকিৎসায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. ‘আল আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?
ক) ফিলিস্তিন
খ) ইসরাইল
গ) আলজেরিয়া
ঘ) সৌদি আরব

সঠিক উত্তর: খ) ইসরাইল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 63%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
ক) স্বর্ণ
খ) হীরা
গ) সিলভার
ঘ) প্লাটিনাম

সঠিক উত্তর: ঘ) প্লাটিনাম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
ক) থাইরক্সিন
খ) প্রোল্যাকটিন
গ) এড্রিনালিন
ঘ) সোমাটোট্রফিন

সঠিক উত্তর: ঘ) সোমাটোট্রফিন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 9%, ভুল উত্তরদাতা: 43%, উত্তর করেননি: 47%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক) বায়োমেট্রিক্স
খ) ভার্চুয়াল রিয়ালিটি
গ) ন্যানোটেকনোলজি
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

সঠিক উত্তর: ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
ক) লালখান
খ) লালপুর
গ) রাজশাহী
ঘ) বগুড়া

সঠিক উত্তর: খ) লালপুর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. ২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক) ২
খ) ৪
গ) ৭
ঘ) ৮

সঠিক উত্তর: গ) ৭

Question Analytics:সঠিক উত্তরদাতা: 16%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 72%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
ক) ৯১
খ) ১০১
গ) ১১৭
ঘ) ১২৩

সঠিক উত্তর: খ) ১০১

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান-
ক) ± 4
খ) ± 5
গ) ± 7
ঘ) ± 10

সঠিক উত্তর: ঘ) ± 10

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. হলে a এর মান কত?
ক) 3√5
খ) 5√5
গ) 5
ঘ) 51/3

সঠিক উত্তর: খ) 5√5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 63%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. log2√5400 এর মান কত?
ক) 1
খ) 2
গ) 2√5
ঘ) 4

সঠিক উত্তর: ঘ) 4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. m এর মান কত হলে x2 + x – m একটি পূর্ণবর্গ রাশি হবে?
ক) 1/2
খ) 1/4
গ) – 1/2
ঘ) – 1/4

সঠিক উত্তর: ঘ) – 1/4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 71%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু. ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
ক) ৪
খ) ৮
গ) ১৬
ঘ) ২৪

সঠিক উত্তর: ঘ) ২৪

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
ক) ab = bc
খ) a2 = bc
গ) b2 = ca
ঘ) c2 = ab

সঠিক উত্তর: গ) b2 = ca

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. একটি খুটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?
ক) 20 মি.
খ) 25 মি.
গ) 30 মি.
ঘ) 40 মি.

সঠিক উত্তর: ক) 20 মি.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 68%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?
ক) 8
খ) 4
গ) 2
ঘ) 1/2

সঠিক উত্তর: গ) 2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 7%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 85%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক) 400 টাকা
খ) 500 টাকা
গ) 450 টাকা
ঘ) 540 টাকা

সঠিক উত্তর: গ) 450 টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 15%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 80%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?
ক) 625 টাকা
খ) 650 টাকা
গ) 600 টাকা
ঘ) 725 টাকা

সঠিক উত্তর: ক) 625 টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 76%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?
ক) 16 মিটার
খ) 12 মিটার
গ) ৪ মিটার
ঘ) 6 মিটার

সঠিক উত্তর: ক) 16 মিটার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 72%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 cm বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ cm হলে, এর উচ্চতা কত?
ক) 30 cm
খ) 27 cm
গ) 33 cm
ঘ) 36 cm

সঠিক উত্তর: খ) 27 cm

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 85%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?
ক) 6
খ) 8
গ) 10
ঘ) 12

সঠিক উত্তর: ঘ) 12

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 73%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে x° কোণ উৎপন্ন করলে, চাপের দৈর্ঘ্য কত?
ক) πrx/180° একক
খ) rx/180° একক
গ) rx একক
ঘ) πx/180° একক

সঠিক উত্তর: ক) πrx/180° একক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 79%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. 2sin2θ + 3cosθ – 3 = 0 হলে, θ এর মান কত? যেখানে θ সূক্ষ্মকোণ
ক) 60°
খ) 0°
গ) 30°
ঘ) 45°

সঠিক উত্তর: ক) 60°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 82%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?
ক) π : 2
খ) 2 : π
গ) π : 2√π
ঘ) 2√π : π

সঠিক উত্তর: গ) π : 2√π

Question Analytics:সঠিক উত্তরদাতা: 8%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 77%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. 1 ঘন সে.মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?
ক) 100 ভাগ
খ) 70 ভাগ
গ) 10 ভাগ
ঘ) 7 ভাগ

সঠিক উত্তর: খ) 70 ভাগ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 82%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন।
ক) 60°
খ) 30°
গ) 45°
ঘ) 90°

সঠিক উত্তর: খ) 30°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 84%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
ক) সমবাহু ত্রিভুজ
খ) বিষমবাহু ত্রিভুজ
গ) সমকোণী ত্রিভুজ
ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: গ) সমকোণী ত্রিভুজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. a– n = 1/an কোন শর্তে সত্য?
ক) a = 0
খ) a ≠ 0
গ) a > 0
ঘ) a < 0

সঠিক উত্তর: খ) a ≠ 0

Question Analytics:সঠিক উত্তরদাতা: 25%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 64%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. 32/(64)x = 8 হলে x এর মান কত?
ক) 1/3
খ) 3
গ) 4
ঘ) 8

সঠিক উত্তর: ক) 1/3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 67%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে উহার আয়তন-
ক) πr2
খ) 2πrh
গ) 2πr(r + h)
ঘ) πr2h

সঠিক উত্তর: ঘ) πr2h

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 67%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. x – 1/x = 3/2 হলে x3 – 1/x3 এর মান কত?
ক) 36
খ) 63
গ) 36/8
ঘ) 63/8

সঠিক উত্তর: ঘ) 63/8

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 61%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. বাংলা ভাষার মূল উৎস কী?
ক) হিন্দি ভাষা
খ) বৈদিক ভাষা
গ) উড়িয়া
ঘ) অনার্য ভাষা

সঠিক উত্তর: খ) বৈদিক ভাষা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক) মধুমালতী
খ) সিকান্দারনামা
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ঘ) বৈষ্ণব পদাবলী

সঠিক উত্তর: গ) শ্রীকৃষ্ণকীর্তন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
ক) অব্যয়
খ) সম্বোধন পদ
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া

সঠিক উত্তর: ক) অব্যয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
ক) সাধুরীতি
খ) চলিতরীতি
গ) কথ্যরীতি
ঘ) লেখ্যরীতি

সঠিক উত্তর: ক) সাধুরীতি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
ক) তত্ত্ববোধিনী
খ) সবুজপত্র
গ) কল্লোল
ঘ) ধূমকেতু

সঠিক উত্তর: খ) সবুজপত্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
ক) সংস্কৃত
খ) আরবি
গ) ফারসি
ঘ) তুর্কি

সঠিক উত্তর: খ) আরবি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. পাউরুটি কোন ভাষার শব্দ?
ক) পাঞ্জাবি
খ) ফরাসি
গ) গুজরাটি
ঘ) পর্তুগিজ

সঠিক উত্তর: ঘ) পর্তুগিজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) অভাব
খ) স্বভাব
গ) অনুভব
ঘ) তিরোভাব

সঠিক উত্তর: ঘ) তিরোভাব

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ধাঙ্গিনী
খ) কন্যা
গ) নন্দিনী
ঘ) ভাগনী

সঠিক উত্তর: ক) অর্ধাঙ্গিনী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিষ্ক্রিয় দর্শক

সঠিক উত্তর: ঘ) নিষ্ক্রিয় দর্শক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
ক) কমা
খ) ড্যাস
গ) সেমিকোলন
ঘ) হাইফেন

সঠিক উত্তর: ক) কমা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. কোন বানানটি শুদ্ধ?
ক) স্বায়ত্ব
খ) স্বায়াত্ব
গ) স্বায়ত্ত
ঘ) স্বায়ত্ত্ব

সঠিক উত্তর: গ) স্বায়ত্ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক) চতুর + পদ
খ) চতুষ + পদ
গ) চতু + পদ
ঘ) চতু: + পদ

সঠিক উত্তর: ঘ) চতু: + পদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মুন + ষ্ণ
খ) মনু + অব
গ) মনু + ষ্ণ
ঘ) মা + নব

সঠিক উত্তর: গ) মনু + ষ্ণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
ক) বাদী
খ) সভানেত্রী
গ) জেলেনী
ঘ) পেত্নী

সঠিক উত্তর: গ) জেলেনী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. ‘পাপে বিরত থাকো ‘—কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে ৭মী
খ) করণ কারকে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) কর্ম কারকে ৭মী

সঠিক উত্তর: ক) অপাদানে ৭মী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. বিভক্তিহীন নামপদকে কী বলে?
ক) বিশেষ্য
খ) সমাস
গ) অব্যয়
ঘ) প্রাতিপদিক

সঠিক উত্তর: ঘ) প্রাতিপদিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?
ক) ছেলেধরা
খ) প্রতিবাদ
গ) বিলাতফেরত
ঘ) উপগ্রহ

সঠিক উত্তর: ক) ছেলেধরা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. সমাসবদ্ধ পদ কোনটি?
ক) আকাশ
খ) ছাড়পত্র
গ) মৃত্তিকা
ঘ) সাগর

সঠিক উত্তর: খ) ছাড়পত্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
ক) চিরসুখী
খ) দশানন
গ) গায়েহলুদ
ঘ) কানাকানি

সঠিক উত্তর: ঘ) কানাকানি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?
ক) প্রাপকের এলাকা
খ) ডাকবিভাগের নাম
গ) পোস্ট অফিসের নাম
ঘ) প্রেরকের এলাকা

সঠিক উত্তর: ক) প্রাপকের এলাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 11%, ভুল উত্তরদাতা: 55%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) রূপতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে
গ) অর্থতত্ত্বে
ঘ) ধ্বনিতত্ত্বে

সঠিক উত্তর: ঘ) ধ্বনিতত্ত্বে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. Edition শব্দের অর্থ-
ক) সংস্করণ
খ) সম্পাদক
গ) সম্পাদকীয়
ঘ) অনুসন্ধান

সঠিক উত্তর: ক) সংস্করণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
ক) আ + ঈ = এ
খ) অ + ঈ = এ
গ) আ + ই = এ
ঘ) অ + ই = এ

সঠিক উত্তর: ক) আ + ঈ = এ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
ক) ধাতু বোঝাতে
খ) অর্থমূলক
গ) ব্যাখ্যামূলক
ঘ) উৎপন্ন বোঝাতে

সঠিক উত্তর: গ) ব্যাখ্যামূলক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. ‘I know you.’ Choose the complex form-
ক) I know what you are.
খ) I know who you are.
গ) I know what are you.
ঘ) I know who are you.

সঠিক উত্তর: খ) I know who you are.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. ____ course of time, he became a famous writer.
ক) In
খ) Of
গ) For
ঘ) By

সঠিক উত্তর: ক) In

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. ___ ink in my pen is red.
ক) A
খ) The
গ) An
ঘ) No article

সঠিক উত্তর: খ) The

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. Complete the sentence with appropriate word: Poly ran fast lest she ___ miss the class.
ক) could
খ) would
গ) can
ঘ) should

সঠিক উত্তর: ঘ) should

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. Which one is correct?
ক) There is no place for doubt in it.
খ) There is no space for doubt in it.
গ) There is no room for doubt in it.
ঘ) There is no area to doubt in it.

সঠিক উত্তর: গ) There is no room for doubt in it.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. Which one is the correct English translation of ‘অসারের তর্জন গর্জন সার’
ক) Ignorance is vociferous.
খ) An idle man speaks much.
গ) A barking dog seldom bites.
ঘ) An empty vessel sound much.

সঠিক উত্তর: ঘ) An empty vessel sound much.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. The doctor will come back to the ward in no time. The underlined phrase means-
ক) instantly
খ) hardly
গ) always
ঘ) never

সঠিক উত্তর: ক) instantly

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. The memoranda ___ not important.
ক) is
খ) has
গ) have
ঘ) are

সঠিক উত্তর: ঘ) are

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. The word ‘decade’ refers to-
ক) thirty years
খ) fifty years
গ) ten years
ঘ) twenty five years

সঠিক উত্তর: গ) ten years

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. No spelling occurs in-
ক) extravagant
খ) pronounciation
গ) spureous
ঘ) temporery

সঠিক উত্তর: ক) extravagant

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. None but___brave deserve____fair.
ক) a, an
খ) the, the
গ) the, no article
ঘ) no article, the

সঠিক উত্তর: খ) the, the

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. If you help me, I ___ grateful.
ক) will be remain
খ) should remain
গ) will remain
ঘ) would remain

সঠিক উত্তর: গ) will remain

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. Which is the correct form of Assertive of ‘Who does not like a rose?’
ক) All of us likes a rose.
খ) Nobody likes a rose.
গ) Everyone dislikes a rose.
ঘ) Everyone likes a rose.

সঠিক উত্তর: ঘ) Everyone likes a rose.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. Had you walked fast, you ___ the train. The correct form of verb will be-
ক) will not miss
খ) will not have missed
গ) would not have missed
ঘ) would not miss

সঠিক উত্তর: গ) would not have missed

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. ‘গাছে এখনো ফল ধরে নাই’ – The best translation is-
ক) The tree can not bear fruit.
খ) The tree has not given fruit yet.
গ) The tree has not caught any fruit.
ঘ) The tree has not yet borne fruit.

সঠিক উত্তর: ঘ) The tree has not yet borne fruit.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 30%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. The word ‘heritage’ refers to-
ক) heir
খ) tradition
গ) legitimacy
ঘ) intrigue

সঠিক উত্তর: খ) tradition

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. The price of mango is high in our country. ______ we turn this land into a mango orchard?
ক) as if
খ) would rather
গ) what’s it like
ঘ) what if

সঠিক উত্তর: ঘ) what if

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 55%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. Ignorance is obstacle _____ progress.
ক) to
খ) for
গ) with
ঘ) from

সঠিক উত্তর: ক) to

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. Very few insects are as busy as a bee. The correct comparative form of the sentence is-
ক) A bee is busier than very few insects.
খ) A bee is busier than few insects.
গ) A bee is busier than most other insects.
ঘ) A bee is more busy than other insects.

সঠিক উত্তর: গ) A bee is busier than most other insects.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. Fifty miles __ not a long distance.
ক) are
খ) is
গ) have been
ঘ) were

সঠিক উত্তর: খ) is

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. He came home yesterday. Choose the correct interrogative form of the sentence –
ক) Did he come home yesterday?
খ) Did he not came home yesterday?
গ) When did he come home?
ঘ) When does he come home?

সঠিক উত্তর: ক) Did he come home yesterday?

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. The verb form of ‘danger’ is-
ক) dangered
খ) endangered
গ) indanger
ঘ) endanger

সঠিক উত্তর: ঘ) endanger

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 32%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. ‘যেমন কর্ম তেমন ফল’ – The translation is-
ক) All that glitters is not gold.
খ) As you sow, so you reap.
গ) A stitch in time, saves nine.
ঘ) The more you work, the more you get.

সঠিক উত্তর: খ) As you sow, so you reap.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. Choose the correct answer –
ক) I will avail myself of the opportunity.
খ) I shall avail of the opportunity.
গ) I will avail myself with the opportunity.
ঘ) I shall avail myself the opportunity.

সঠিক উত্তর: ক) I will avail myself of the opportunity.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 54%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. The antonym of ‘vice’ is-
ক) honesty
খ) values
গ) virtue
ঘ) truthful

সঠিক উত্তর: গ) virtue

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

Download Live MCQ App