১৬তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF

প্রিয় চাকরি প্রত্যাশীগণ ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে যেকোন চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য ঐ চাকরি নিয়োগ পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করা কতটা জরুরী।শিক্ষক নিবন্ধন পরীক্ষাও তার ব্যাতিক্রম নয়।

তাই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি শুরু করার সময়ই আমরা প্রার্থীদের বিগত সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান দেখার জন্য পরামর্শ দেই। বিগত সালে অনুষ্ঠিত হওয়া এমন একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হল ১৬তম শিক্ষক নিবন্ধন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য আমরা অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ সম্পূর্ণ ১৬তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করছি। যার মধ্যে রয়েছে ১৬ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান কলেজ পর্যায় প্রশ্ন সমাধান, ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান স্কুল পর্যায় এবং ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান স্কুল পর্যায় ২।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করায় প্রার্থীরা এটি তাদের ডিভাইসেই পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট দিয়েও পড়তে পারবেন। তাই দেরি না করে 16th NTRCA Question Solution PDF Download টি ডাউনলোড করুন। 

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

আরও পড়ুনঃ ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল ও কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধান PDF

আরও পড়ুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ২০২৪ | নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায়

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে কিছু কথা

১৬তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাটির পূর্ণমান ছিল ১০০ নম্বর। যেখানে অন্যন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোর মতোই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ের প্রতিটি বিষয়ভিত্তিক অংশ থেকে ২৫ টি করে প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বরাদ্দ ছিল ১ নম্বর। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ কাটা হয়।

২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। একই বছরের ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে মোট ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যেখান থেকে মোট ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন, স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন প্রার্থী ছিলেন।

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্কক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম প্রস্তুতি নিতে Live MCQ App তি ইন্সটল করুন

১৬তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন -16th NTRCA Question Solution PDF Download

নিম্নে ১৬ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়, স্কুল পর্যায় -২ এবং কলেজ পর্যায়ের পরীক্ষার অথেনটিক রেফারেন্স সহ নির্ভুল প্রশ্ন সমাধান দেওয়া হল।

১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

১৬তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

 ঘরে বসে সকল চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে Live Written App তি ইন্সটল করুন

১৬তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)

পরীক্ষার তারিখঃ ২০১৯

প্রশ্ন সংখ্যঃ ১০০

১৬তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মোতাহার হোসেন চৌধুরী
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তর: ক) প্রমথ চৌধুরী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 92%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 4%

ব্যাখ্যা: • বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
– প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
– ‘বীরবলের হালখাতা’ তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ।
– এটি ১৯০২ সালে প্রথম ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
– প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

প্রশ্ন ২. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক) ৫টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি

সঠিক উত্তর: খ) ৩টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 10%

ব্যাখ্যা: পরাশ্রয়ী ধ্বনি:
ং, ঃ, ঁ তিনটি স্বাধীন ভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। তাই এ বর্ণগুলােকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
– ং এর উচ্চারণ ঙ-এর উচ্চারণের মতাে। যেমন- রং (রঙ), বাংলা (বাংলা) ইত্যাদি।
– উচ্চারণে অভিন্ন হয়ে যাওয়ায় ং-এর বদলে ঙ এবং ঙ-এর বদলে ং-এর ব্যবহার খুবই সাধারণ। ং ঃ ‘-এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলােকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ৩. নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?
ক) মাস্টার
খ) পোশাক
গ) জিনিস
ঘ) পোস্ট মাস্টার

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: ‘ষত্ব’ বিধানের নিয়মে সবগুলো বানান শুদ্ধ।

ষত্ব বিধান : তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।
নিয়ম ও উদাহরণ :

১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক।
৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ।
৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ।
৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

প্রশ্ন ৪. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দু: + লোক
খ) দুই + লোক
গ) দ্বি + লোক
ঘ) দিব্ + লোক

সঠিক উত্তর: ঘ) দিব্ + লোক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 9%

ব্যাখ্যা: ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্‌ + লোক।

– এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।
কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ-
আশ্চর্য = আ + চর্য
ষোড়শ = ষট্‌ + দশ
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
একাদশ = এক + দশ
বৃহস্পতি = বৃহৎ + পতি
গোষ্পদ = গো + পদ
বনস্পতি = বন্‌ + পতি
পরস্পর = পর্‌ + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

প্রশ্ন ৫. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না-এর উদাহরণ কোনটি?
ক) অগ্রনায়ক
খ) রতন
গ) আপন
ঘ) অনুষ্ঠান

সঠিক উত্তর: ক) অগ্রনায়ক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযােজ্য নয়
• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন হয়।
যেমন-ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।

• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনাে ণ হয় না, ন হয়।
যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।।

• বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়ােজন হয় না।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ৬. ‘পুকুরে মাছ আছে – এখানে পুকুরে কোন অধিকরণ কারক?
ক) বৈষয়িক অধিকরণ
খ) ভাবাধিকরণ
গ) অভিব্যাপক অধিকরণ
ঘ) ঐকদেশিক অধিকরণ

সঠিক উত্তর: ঘ) ঐকদেশিক অধিকরণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ক) ধাতু প্রত্যয়
খ) শব্দ প্রত্যয়
গ) কৃৎ প্রত্যয়
ঘ) তদ্ধিত প্রত্যয়

সঠিক উত্তর: গ) কৃৎ প্রত্যয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
খ) একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
গ) চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

সঠিক উত্তর: গ) চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
ক) প্রত্যুদ্গমন
খ) অগ্রগামী
গ) শুভ পদার্পণ
ঘ) স্বাগতম

সঠিক উত্তর: ক) প্রত্যুদ্গমন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) বাংলা
খ) পর্তুগিজ
গ) ফারসি
ঘ) হিন্দি

সঠিক উত্তর: খ) পর্তুগিজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
ক) অর্থের কুপ্রভাব
খ) অপচয়
গ) ক্ষণস্থায়ী বস্তু
ঘ) কৃপণের কড়ি

সঠিক উত্তর: ক) অর্থের কুপ্রভাব

Question Analytics:সঠিক উত্তরদাতা: 86%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 11%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. ‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
ক) কানা ছেলের নাম পদ্মলোচন
খ) ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
গ) অসারের তর্জন-গর্জন সার
ঘ) আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া

সঠিক উত্তর: গ) অসারের তর্জন-গর্জন সার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
ক) পরাকাষ্ঠা
খ) পরাক্লান্ত
গ) পরায়ণ
ঘ) পরাভব

সঠিক উত্তর: ঘ) পরাভব

Question Analytics:সঠিক উত্তরদাতা: 27%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. ‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
ক) ব্যধিকরণে বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ) অলুক বহুব্রীহি

সঠিক উত্তর: ক) ব্যধিকরণে বহুব্রীহি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. বাংলা বর্ণমালার উৎস কী?
ক) তিব্বতি লিপি
খ) ব্রাহ্মী লিপি
গ) খরোষ্ঠী লিপি
ঘ) দেবনাগরি লিপি

সঠিক উত্তর: খ) ব্রাহ্মী লিপি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 12%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. ‘খ্রিষ্টান’ কোন জাতীয় মিশ্র শব্দ?
ক) ইংরেজি + বাংলা
খ) ইংরেজি + আরবি
গ) ইংরেজি + ফারসি
ঘ) ইংরেজি + তৎসম

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. ‘Call it a day’-এর যথার্থ অনুবাদ কোনটি?
ক) পুনরায় শুরু করা
খ) খুবই গুরুত্বপূর্ণ কাজ
গ) কাউকে ডেকে আনা
ঘ) একটি স্মরণীয় দিন

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. মরি! মরি। কী সুন্দর প্রভাতের রূপ’-এখানে অনন্বয়ী অব্যয় কীভাবে প্রকাশ পেয়েছে?
ক) যন্ত্রণা
খ) বিরক্তি
গ) সম্মতি
ঘ) উচ্ছ্বাস

সঠিক উত্তর: ঘ) উচ্ছ্বাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 79%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
ক) কমা
খ) দাঁড়ি
গ) কোলন
ঘ) সেমিকোলন

সঠিক উত্তর: ক) কমা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. ‘Book Post’-এর পারিভাষিক রূপ কোনটি?
ক) ডাকঘর
খ) খোলা ডাক
গ) উপবিধি
ঘ) লেখস্বত্ব

সঠিক উত্তর: খ) খোলা ডাক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক) লুঙ্গি
খ) খোকা
গ) সম্রাট
ঘ) গঞ্জ

সঠিক উত্তর: ঘ) গঞ্জ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. কোনটি রূপক কর্মধারয় সমাস?
ক) করকমল
খ) কালস্রোত
গ) করপল্লব
ঘ) কচুকাটা

সঠিক উত্তর: খ) কালস্রোত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. ‘উষ্ণীষ’-এর শব্দার্থ-
ক) অত্যন্ত উষ্ণ
খ) কুসুম কুসুম উষ্ণ
গ) পাগড়ি
ঘ) শীতের আমেজ

সঠিক উত্তর: গ) পাগড়ি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 62%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) সমার্থে
খ) ক্ষুদ্রার্থে
গ) বৃহদার্ধে
ঘ) বিপরীতার্থে

সঠিক উত্তর: খ) ক্ষুদ্রার্থে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. ‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?
ক) আসন্ন বিপদ
খ) মাথা ব্যাথা
গ) মহাবিপদ
ঘ) মাথার বোঝা

সঠিক উত্তর: ক) আসন্ন বিপদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. He tried his best. (Negative)
ক) He did not try a little
খ) He did not stay unmoved
গ) He left no stone unturned
ঘ) He did not turn all stones.

সঠিক উত্তর: গ) He left no stone unturned

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. She was used to ___ the poor.
ক) help
খ) helped
গ) helping
ঘ) to help

সঠিক উত্তর: গ) helping

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. Which is the noun of the word ‘brief’?
ক) briefly
খ) brevity
গ) brieve
ঘ) but

সঠিক উত্তর: খ) brevity

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. It was high time we ____ our habits.
ক) changed
খ) change
গ) had changed
ঘ) should change

সঠিক উত্তর: ক) changed

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. Curd is made ____ milk.
ক) of
খ) by
গ) in
ঘ) from

সঠিক উত্তর: ঘ) from

Question Analytics:সঠিক উত্তরদাতা: 31%, ভুল উত্তরদাতা: 48%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. The Headmaster and the President of the school ____ present in the last meeting.
ক) was
খ) were
গ) had been
ঘ) have been

সঠিক উত্তর: খ) were

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. If he ____ a human being, he would not have done this.
ক) is
খ) was
গ) had been
ঘ) were

সঠিক উত্তর: গ) had been

Question Analytics:সঠিক উত্তরদাতা: 34%, ভুল উত্তরদাতা: 45%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. The antonym of the word ‘benign’ is-
ক) tenfold
খ) peaceful
গ) blessed
ঘ) malignant

সঠিক উত্তর: ঘ) malignant

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. Do not _____ what you can do today.
ক) put on
খ) put to
গ) put off
ঘ) put left

সঠিক উত্তর: গ) put off

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. They tell us a tale about a tail. The word ‘tale’ is-
ক) noun
খ) verb
গ) adjective
ঘ) adverb

সঠিক উত্তর: ক) noun

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. Move or die. (Simple)
ক) In case of your failure to move, you will die
খ) You move, you will die.
গ) If you move, you will die.
ঘ) Move and die.

সঠিক উত্তর: ক) In case of your failure to move, you will die

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. Which one is correct?
ক) Omnious
খ) Extencion
গ) Hesitasion
ঘ) Mischievous

সঠিক উত্তর: ঘ) Mischievous

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. The opposite word of ‘sluggish’ is-
ক) animated
খ) dull
গ) heavy
ঘ) slow

সঠিক উত্তর: ক) animated

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. I saw him play. (Passive)
ক) He was seen by me play.
খ) Play was seen him by me.
গ) He was seen playing by me.
ঘ) He was seen to play by me.

সঠিক উত্তর: ঘ) He was seen to play by me.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 30%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. ‘Boot leg’ means to-
ক) distribute
খ) export
গ) import
ঘ) smuggle

সঠিক উত্তর: ঘ) smuggle

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. While I (play) in the field, I saw a dead cow.
ক) playing
খ) was playing
গ) played
ঘ) were playing

সঠিক উত্তর: খ) was playing

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. But for your help I ___
ক) would have failed.
খ) would fail.
গ) will fail.
ঘ) will have failed.

সঠিক উত্তর: ক) would have failed.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 32%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. Choose the correct sentence :
ক) He had been hanged for murder.
খ) He has been hunged for murder.
গ) He was hanged for murder.
ঘ) He was hunged for murder.

সঠিক উত্তর: গ) He was hanged for murder.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. I went there to seek a job. (Compound)
ক) I went there and seeked a job.
খ) I went there so that I could seek a job.
গ) I went there for seeking a job.
ঘ) I went there and sought a job.

সঠিক উত্তর: ঘ) I went there and sought a job.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 42%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. Instead of ‘confirm’ we can say –
ক) bear out
খ) bear on
গ) bear to
ঘ) bear of

সঠিক উত্তর: ক) bear out

Question Analytics:সঠিক উত্তরদাতা: 14%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 64%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. What is the antonym of ‘Abduct’?
ক) Take away unlawfully
খ) Kidnap
গ) Restore
ঘ) None of them

সঠিক উত্তর: গ) Restore

Question Analytics:সঠিক উত্তরদাতা: 25%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 59%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. The father with his seven daughters ___ left the house.
ক) have
খ) are
গ) has
ঘ) was

সঠিক উত্তর: গ) has

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. She has no taste ___ music.
ক) of
খ) for
গ) to
ঘ) in

সঠিক উত্তর: খ) for

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 50%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
ক) The authority criticised him.
খ) The authority took him to task.
গ) The authority took him to book.
ঘ) He authority gave reins to him.

সঠিক উত্তর: খ) The authority took him to task.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. সে নদীর কাছে এক কুটিরে বাস করতো।
ক) He lived a hut close with river.
খ) He lived in a hut close at the river.
গ) He lived in a hut close to the river.
ঘ) He lived in a hut close by the river.

সঠিক উত্তর: ঘ) He lived in a hut close by the river.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 59%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ক) পুণ্ড্র
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়
ঘ) হরিকেল

সঠিক উত্তর: ক) পুণ্ড্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) দ্রাবিড়
খ) নেগ্রিটো
গ) ভোট চীন
ঘ) অস্ট্রিক

সঠিক উত্তর: ঘ) অস্ট্রিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ____
ক) জানুয়ারি মাসে
খ) ফেব্রুয়ারি মাসে
গ) জুলাই মাসে
ঘ) আগস্ট মাসে

সঠিক উত্তর: খ) ফেব্রুয়ারি মাসে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কী?
ক) ধানের প্রজাতি
খ) পাখির প্রজাতি
গ) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
ঘ) বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান

সঠিক উত্তর: গ) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?
ক) SARS
খ) র‍্যাবিস
গ) HIV
ঘ) ইবোলা

সঠিক উত্তর: গ) HIV

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক) ডেনমার্ক
খ) কেনিয়া
গ) বেইজিং
ঘ) মেক্সিকো

সঠিক উত্তর: ঘ) মেক্সিকো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 12%, ভুল উত্তরদাতা: 34%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) তাজউদ্দিন আহমদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) খন্দকার মোশতাক আহমেদ

সঠিক উত্তর: ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
ক) ৩১তম
খ) ৩২তম
গ) ৩৩তম
ঘ) ৩৪তম

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
ক) EU
খ) IDB
গ) ADB
ঘ) IFRC

সঠিক উত্তর: ঘ) IFRC

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?
ক) ৩৭ তম
খ) ৪৭ তম
গ) ৫৭ তম
ঘ) ৬৭ তম

সঠিক উত্তর: গ) ৫৭ তম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
ক) সেলিনা হোসেন
খ) শামসুর রাহমান
গ) অধ্যাপক আনিসুজ্জামান
ঘ) ফকরুল আলম

সঠিক উত্তর: গ) অধ্যাপক আনিসুজ্জামান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 64%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
ক) ৮ মার্চ
খ) ৫ অক্টোবর
গ) ১০ ডিসেম্বর
ঘ) ২৪ সেপ্টেম্বর

সঠিক উত্তর: গ) ১০ ডিসেম্বর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. SMS-এর পূর্ণরূপ কী?
ক) Short Message Service
খ) Short Mail Service
গ) Simple Message Service
ঘ) Simple Mail Service

সঠিক উত্তর: ক) Short Message Service

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. বিগ এ্যাপেল কোন শহরের নাম?
ক) নতুন দিল্লি
খ) ইলামাবাদ
গ) নিউইয়র্ক
ঘ) শিকাগো

সঠিক উত্তর: গ) নিউইয়র্ক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. IMF এর সদর দপ্তর কোথায়?
ক) ওয়াশিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) রোম

সঠিক উত্তর: ক) ওয়াশিংটন ডিসি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. শ্রীলংকার মুদ্রার নাম কী?
ক) ডলার
খ) পাউন্ড
গ) টাকা
ঘ) রুপী

সঠিক উত্তর: ঘ) রুপী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) হামিদুর রহমান
ঘ) হাশেম খান

সঠিক উত্তর: খ) কামরুল হাসান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক)হিসেবে আখ্যায়িত করেছেন?
ক) কবি গান
খ) বাউল গান
গ) লালন গান
ঘ) ভাওয়াইয়া

সঠিক উত্তর: খ) বাউল গান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. বাংলাদেশে সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
ক) হালদা নদী
খ) চলন বিল
গ) পশুর নদী
ঘ) মেঘনা নদী

সঠিক উত্তর: ক) হালদা নদী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. নাগরিকের প্রধান কর্তব্য হলো-
ক) রাষ্ট্রের সেবা করা
খ) রাষ্ট্রের আইন মেনে চলা
গ) নিয়মিত কর প্রদান করা
ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা

সঠিক উত্তর: ঘ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 32%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
ক) লোহা
খ) দস্তা
গ) পটাশিয়াম
ঘ) অ্যালুমিনিয়াম

সঠিক উত্তর: ঘ) অ্যালুমিনিয়াম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 39%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড কোনটি?
ক) HNO3
খ) HCL
গ) H2SO4
ঘ) H3PO4

সঠিক উত্তর: গ) H2SO4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. ফোকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
ক) বেলজিয়াম
খ) নরওয়ে
গ) ফিনল্যান্ড
ঘ) ডেনমার্ক

সঠিক উত্তর: ঘ) ডেনমার্ক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
ক) পিসিকালচার
খ) এপিকালচার
গ) মেরিকালচার
ঘ) সেরিকালচার

সঠিক উত্তর: খ) এপিকালচার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. কোনটি স্থানীয় সরকার নয়?
ক) পৌরসভা
খ) পল্লী বিদ্যুৎ
গ) সিটি কর্পোরেশন
ঘ) উপজেলা পরিষদ

সঠিক উত্তর: খ) পল্লী বিদ্যুৎ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. নিচের কোনটি অমুলদ সংখ্যা?
ক) 1.111………..
খ) 1.1010101…………
গ) 1.1001001001………..
ঘ) 1.1010010001………….

সঠিক উত্তর: ঘ) 1.1010010001………….

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি-
ক) বর্গ
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) আয়তক্ষেত্র

সঠিক উত্তর: ঘ) আয়তক্ষেত্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. p = a × b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে p-এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?
ক) ১৫%
খ) ২০%
গ) ২১%
ঘ) ২৫%

সঠিক উত্তর: গ) ২১%

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. Inx/(x – 1) এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য?
ক) x > 0 এবং x ≠ 1
খ) x ≥ 0 এবং x ≠ 1
গ) x > 0 অথবা x ≠ 1
ঘ) x ≥ 0 অথবা x ≠ 1

সঠিক উত্তর: ক) x > 0 এবং x ≠ 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 14%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 76%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. ৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
ক) ৩৫.১
খ) ৩৫.২
গ) ৩৫.৩
ঘ) ৩৫.৪

সঠিক উত্তর: খ) ৩৫.২

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

সঠিক উত্তর: খ) ৩

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. নিচের কোনটি x3 – 6x2 + 11x – 6 এর উৎপাদক নয়?
ক) x – 1
খ) x – 2
গ) x – 3
ঘ) x – 4

সঠিক উত্তর: ঘ) x – 4

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?
ক) a < b খ) a > b
গ) a = b
ঘ) a ≠ b

সঠিক উত্তর: গ) a = b

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. 2 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?
ক) 4.58
খ) 5.38
গ) 3
ঘ) 5

সঠিক উত্তর: ক) 4.58

Question Analytics:সঠিক উত্তরদাতা: 7%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 70%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.। কয়টি ক্ষেত্রে চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5

সঠিক উত্তর: খ) 3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 6%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 87%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
ক) বর্গ
খ) আয়ত
গ) ট্রাপিজিয়াম
ঘ) রম্বস

সঠিক উত্তর: ঘ) রম্বস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 42%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. Sin{(9π/2) + θ} =?
ক) sinθ
খ) – sinθ
গ) cosθ
ঘ) – cosθ

সঠিক উত্তর: গ) cosθ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 75%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে –
ক) অন্তঃকেন্দ্র
খ) পরিকেন্দ্র
গ) লম্ব কেন্দ্র
ঘ) ভরকেন্দ্র

সঠিক উত্তর: খ) পরিকেন্দ্র

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?
ক) sinθ = b/(a2 + b2)
খ) cosθ = a/√(a2 + b2)
গ) secθ = √(a2 + b2)/a
ঘ) cosecθ = √(a2 + b2)/a

সঠিক উত্তর: ঘ) cosecθ = √(a2 + b2)/a

Question Analytics:সঠিক উত্তরদাতা: 14%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 78%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. ax2 + b এর মান x = 1 হলে 1 এবং x = 3 হলে 25 হয়। x = 2 হলে এর মান কত?
ক) 5
খ) 10
গ) 15
ঘ) 20

সঠিক উত্তর: খ) 10

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 71%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. log10(0.001) = কত ?
ক) 3
খ) – 3
গ) 1/3
ঘ) -1/3

সঠিক উত্তর: খ) – 3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. a2 – 3a, a3 – 9a এবং a3 – 4a2 + 3a এর গ. সা.গু = ?
ক) a(a – 3)
খ) (a – 3)
গ) a
ঘ) a(a + 3)

সঠিক উত্তর: ক) a(a – 3)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
ক) √2/2
খ) √2
গ) 2√2
ঘ) 2

সঠিক উত্তর: গ) 2√2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
ক) 90°
খ) 135°
গ) 175°
ঘ) 210°

সঠিক উত্তর: খ) 135°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. যদি 12 সদস্যবিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?
ক) 25%
খ) 40%
গ) 15%
ঘ) 20%

সঠিক উত্তর: ক) 25%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে?
ক) 411
খ) 111
গ) 211
ঘ) 311

সঠিক উত্তর: ঘ) 311

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. যদি x + 1/x = – 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?
ক) 1/4
খ) 4
গ) – 4
ঘ) – 1/4

সঠিক উত্তর: ঘ) – 1/4

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. 80 এর 75% এর 25% = কত?
ক) 10
খ) 15
গ) 20
ঘ) 25

সঠিক উত্তর: খ) 15

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1/3 হয়, ভগ্নাংশটি = কত?
ক) 2/7
খ) 1/8
গ) 3/8
ঘ) 3/5

সঠিক উত্তর: গ) 3/8

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক) 4
খ) 9
গ) 12
ঘ) 16

সঠিক উত্তর: খ) 9

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

Download Live MCQ App

১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায় -২)

পরীক্ষার তারিখঃ ২০১৯

প্রশ্ন সংখ্যঃ ১০০

১৬তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. বাংলা সাধু ভাষার জনক কে?
ক) হরলাল রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: • সাধু ভাষা বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
– বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন বিদ্যাসাগর।
– এর আগে তা ছিলো প্রস্তরবৎ।
– বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিন্যাস ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
– বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে সেখানে যতিচিহ্ন স্থাপন করেন।
– বিদ্যাসাগরের পরিকল্পিত সাধুভাষা তাই পরবর্তীকালে আদর্শ সাধুভাষা রূপে গৃহীত হয়।
– তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

প্রশ্ন ২. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক) কথ্য ভাষা
খ) লেখ্য ভাষা
গ) সাধু ভাষা
ঘ) চলিত ভাষা

সঠিক উত্তর: গ) সাধু ভাষা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 12%

ব্যাখ্যা: • সাধু ভাষা বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
– সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা সর্বসাধারণের জীবন-ঘনিষ্ঠ। ভাষার এই দ্বিধারিক প্রপঞ্চকে বলা হয় দ্বি-ভাষারীতি।
– সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত। এ ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। এতে সর্বনাম, ক্রিয়াপদ প্রভৃতির রূপ মৌখিক ভাষার রূপ অপেক্ষা পূর্ণতর।
– সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
– এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

অপরদিকে,
বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/চলনরীতি।
– চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
– চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ৩. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অম্বুদ
খ) ভূ-ধর
গ) শূন্য
ঘ) নীর

সঠিক উত্তর: ক) অম্বুদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ ‘অম্বুদ’।
‘ভূধর’, ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ।
‘শূন্য’, ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ।
‘নীর’, ‘জল/পানি’ শব্দের সমার্থক শব্দ।

‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ – জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

প্রশ্ন ৪. বিরাম চিহ্নের প্রর্বতক কে?
ক) প্রমথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আব্দুল হাকিম

সঠিক উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 11%

ব্যাখ্যা: হাজার বছরের ঐতিহ্যে ভরপুর বাংলা ভাষা ও সাহিত্য কিন্তু বাংলা ভাষায় সুষ্ঠভাবে বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয়েছে দেড়শ দুইশ বছর আগে।
– মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রথম নৈপুর্ণ দেখান।
– এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।
– যতি চিহ্নের প্রয়ােগ যথাযথ না হলে বাক্য অস্পষ্ট বা দুর্বোধ্য হতে পারে।
– এমনকি কখনাে কখনাে প্রত্যাশিত অর্থ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ৫. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) কোলন
খ) সেমিকোলন
গ) কমা
ঘ) হাইফেন

সঠিক উত্তর: ঘ) হাইফেন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন- দেশের সেবা = দেশসেবা,
বই ও পুস্তক = বইপুস্তক।

দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
– দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন: ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা,।
ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে,
স্বর্গ ও নরক = স্বর্গ-নরক ইত্যাদি
এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বােঝানাের জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযােজক হিসেবে ব্যবহৃত হয়।
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন চিহ্ন ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ৬. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?
ক) মন্দভাগ্য
খ) তুচ্ছ পদার্থ
গ) চাটুকার
ঘ) নির্বোধ

সঠিক উত্তর: গ) চাটুকার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 77%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) গোমতি
খ) কৃষ্ণবেণী
গ) কাবেরী
ঘ) সবগুলো

সঠিক উত্তর: ঘ) সবগুলো

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) সোম
খ) ভূষণ
গ) নকশা
ঘ) ভবঃ

সঠিক উত্তর: ক) সোম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. ‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) নকল
খ) ঐহিক
গ) কৃত্রিম
ঘ) তামাসিক

সঠিক উত্তর: গ) কৃত্রিম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) পিপীলিকা
খ) পিপিলিকা
গ) পীপিলীকা
ঘ) পিপীলীকা

সঠিক উত্তর: ক) পিপীলিকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 81%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 14%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. কোন বানানটি শুদ্ধ?
ক) শমীচিন
খ) সমীচীন
গ) সমিচীন
ঘ) শমীচীন

সঠিক উত্তর: খ) সমীচীন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 82%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 13%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. কোন বাক্যটি শুদ্ধ?
ক) দারিদ্রতাই প্রধান সমস্যা
খ) দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
গ) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
ঘ) দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা

সঠিক উত্তর: গ) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. ‘তপোবন’ কোন সমাস?
ক) দ্বন্দ্ব সমাস
খ) চতুর্থী তৎপুরুষ সমাস
গ) প্রাদি সমাস
ঘ) বহুব্রীহি সমাস

সঠিক উত্তর: খ) চতুর্থী তৎপুরুষ সমাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. সন্ধির প্রধান কাজ কী?
ক) ধ্বনি পরিবর্তন
খ) অর্থের পরিবর্তন
গ) পদের পরিবর্তন
ঘ) বাক্য সংকোচন

সঠিক উত্তর: ক) ধ্বনি পরিবর্তন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক) সমস্যমান পদ
খ) সমস্তপদ
গ) ব্যাসবাক্য
ঘ) উত্তর পদ

সঠিক উত্তর: খ) সমস্তপদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিলে’ কোন কারক?
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

সঠিক উত্তর: গ) অপাদান কারক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 18%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. ‘সিংহাসন’ কোন সমাস?
ক) দ্বন্দ্ব সমাস
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব সমাস

সঠিক উত্তর: খ) মধ্যপদলোপী কর্মধারয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে শূন্য
খ) করণে শূন্য
গ) কর্তায় শূন্য
ঘ) অধিকরণে শূন্য

সঠিক উত্তর: ক) অপাদানে শূন্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. ‘মেঘের ধ্বনি’-এর বাক্য সংকোচন কোনটি?
ক) মৃন্ময়
খ) জীমূতমন্দ্ৰ
গ) জীমূতেন্দ্ৰ
ঘ) শানকি

সঠিক উত্তর: খ) জীমূতমন্দ্ৰ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
ক) বৃহৎ বিষয়
খ) গ্রন্থ
গ) ছোটোগল্প
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: ক) বৃহৎ বিষয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. ‘সিঁদুরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?
ক) বড়ো বিপদ
খ) অল্পে ভয়
গ) বিপদের আশঙ্কা
ঘ) আকাশ লাল

সঠিক উত্তর: গ) বিপদের আশঙ্কা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. ‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) লে + অন
খ) লব + অন
গ) লো + অন
ঘ) ল + বন

সঠিক উত্তর: গ) লো + অন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 16%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক) কুলটা
খ) যোগিনী
গ) রজকী
ঘ) চাতকী

সঠিক উত্তর: ক) কুলটা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. ‘কালসাপ’ কোন সমাস?
ক) নিত্য সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস

সঠিক উত্তর: ক) নিত্য সমাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 33%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. ‘Watery grave’-এর অর্থ কী?
ক) পানির নালা
খ) সলিল সমাধি
গ) পানিযুক্ত কবর
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: খ) সলিল সমাধি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. মানবজাতি এখন সংকটাপন্ন।
ক) Mankind are at a stake now.
খ) Mankind are at stake now.
গ) Mankind is at stake now.
ঘ) Men are at stake now.

সঠিক উত্তর: গ) Mankind is at stake now.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. তার কোনো বন্ধু নাই বললেই চলে।
ক) He has no friends
খ) He has a few friends.
গ) He has few friends.
ঘ) He does not have any friends.

সঠিক উত্তর: গ) He has few friends.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 38%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. বিনয় মহত্ত্বের ভূষণ।
ক) Modesty is the embellishment of greatness.
খ) Modesty is greatness.
গ) Modesty is great embellishment.
ঘ) Modesty is embellishment to greatness.

সঠিক উত্তর: ক) Modesty is the embellishment of greatness.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 26%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. What is the antonym of ‘agile’?
ক) active
খ) nimble
গ) lively
ঘ) lazy

সঠিক উত্তর: ঘ) lazy

Question Analytics:সঠিক উত্তরদাতা: 32%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 51%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. The antonym of ‘optimism’ is-
ক) Pessimism
খ) Opportunities
গ) Pestilence
ঘ) Opulence

সঠিক উত্তর: ক) Pessimism

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. What is the synonym of ‘alliance’?
ক) Enmity
খ) Alien
গ) Association
ঘ) Separation

সঠিক উত্তর: গ) Association

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. The synonym of ‘annihilate’ is –
ক) restore
খ) preserve
গ) safe
ঘ) destroy

সঠিক উত্তর: ঘ) destroy

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. Verb form of ‘false’ is-
ক) falsify
খ) falsely
গ) falsification
ঘ) falcify

সঠিক উত্তর: ক) falsify

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. Adverb form of ‘heart’ is
ক) heartened
খ) heartily
গ) hearty
ঘ) heartening

সঠিক উত্তর: খ) heartily

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. Adjective form of ‘courage’ is-
ক) encourage
খ) courageous
গ) curiosity
ঘ) courageable

সঠিক উত্তর: খ) courageous

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. What is the verb form of ‘ability’?
ক) ableness
খ) enable
গ) ably
ঘ) able

সঠিক উত্তর: খ) enable

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. It’s time you _____ your mistakes.
ক) realised
খ) realise
গ) had realised
ঘ) have realised

সঠিক উত্তর: ক) realised

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. Jamal walks as if he ____ lame.
ক) is
খ) has been
গ) were
ঘ) was

সঠিক উত্তর: গ) were

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. Uneasy lies the head that ____ a crown.
ক) wear
খ) wears
গ) puts
ঘ) keep

সঠিক উত্তর: খ) wears

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. Read diligently lest you ____ fail in the examination.
ক) should
খ) will
গ) shall
ঘ) must

সঠিক উত্তর: ক) should

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. He ___ me while I was reading.
ক) interrupts
খ) interrupted
গ) is interrupting
ঘ) interrupting

সঠিক উত্তর: খ) interrupted

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. Corruption is one of the worst evils. (Positive)
ক) Very few evils is as bad as corruption.
খ) No other evil are as bad as corruption.
গ) No other evil is as bad as corruption.
ঘ) Very few evils are as bad as corruption.

সঠিক উত্তর: ঘ) Very few evils are as bad as corruption.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. We should read books to gain knowledge. (Make it complex)
ক) We should read books for gaining knowledge.
খ) We should read books and gain knowledge.
গ) We should read books so that we can gain knowledge.
ঘ) We want to gain knowledge and so we should read books.

সঠিক উত্তর: গ) We should read books so that we can gain knowledge.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 64%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. ‘Please, keep quiet’ (Make it passive)
ক) You are told for keeping quiet.
খ) You are requested to keep quiet.
গ) You are requested for keep quiet.
ঘ) You are told to keep quiet.

সঠিক উত্তর: খ) You are requested to keep quiet.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. Trees are considered one of our best friends. (Make it active)
ক) It is tree which is our best friend.
খ) Trees are our best friends.
গ) We considered trees one of our best friends.
ঘ) We consider trees one of our best friend.

সঠিক উত্তর: খ) Trees are our best friends.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 42%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. Cricket is a very exciting game. (Make it Exclamatory)
ক) Hurrah! cricket is an exciting game.
খ) How exciting game is cricket!
গ) How exciting is cricket when it plays!
ঘ) What an exciting game cricket is!

সঠিক উত্তর: ঘ) What an exciting game cricket is!

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. The word ‘Banish’ means-
ক) exile
খ) emerge
গ) drive away
ঘ) expel

সঠিক উত্তর: ক) exile

Question Analytics:সঠিক উত্তরদাতা: 24%, ভুল উত্তরদাতা: 28%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. ‘a cock and bull story’ means
ক) an animal story
খ) a story about a cock and a bull
গ) a tragedy
ঘ) a false story

সঠিক উত্তর: ঘ) a false story

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. ‘Big bug’ means-
ক) terrorist
খ) a large bug
গ) important person
ঘ) a large insect

সঠিক উত্তর: গ) important person

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. ‘At a stretch’ means-
ক) without break
খ) stretch mark
গ) long way
ঘ) decay

সঠিক উত্তর: ক) without break

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
ক) (x2 – y2)/xy
খ) (2x2 – y2)/xy
গ) (y2 – x2)/xy
ঘ) (x2 – 2y2)/xy

সঠিক উত্তর: গ) (y2 – x2)/xy

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮

সঠিক উত্তর: গ) ৭

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. x2 – 11x + 30 এবং x3 – 4x2 – 2x – 15 এর গ.সা.গু কত?
ক) x – 5
খ) x – 6
গ) x2 + x – 3
ঘ) x2 – x – 3

সঠিক উত্তর: ক) x – 5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?
ক) 3√3/2
খ) 2√3
গ) 4√3
ঘ) 3√3/4

সঠিক উত্তর: ক) 3√3/2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 22%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 70%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : c = কত?
ক) 2 : 6
খ) 3 : 7
গ) 2 : 7
ঘ) 4 : 7

সঠিক উত্তর: ঘ) 4 : 7

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. log√216 = কত ?
ক) 9
খ) 8
গ) 6
ঘ) 4

সঠিক উত্তর: খ) 8

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
ক) ১৫%
খ) ২০%
গ) ২৫%
ঘ) ৩০%

সঠিক উত্তর: খ) ২০%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 38%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. x2 – y(y – 2) – 1 এর উৎপাদক নিচের কোনটি?
ক) (x – y – 1)(x – y + 1)
খ) (x – y + 1)(x + y – 1)
গ) (x + y + 1)(x – y – 1)
ঘ) (x – y)(x – y + 1)

সঠিক উত্তর: খ) (x – y + 1)(x + y – 1)

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?
ক) ৩২°
খ) ৩৮°
গ) ৪২°
ঘ) ৪৮°

সঠিক উত্তর: গ) ৪২°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. x4 – x2 – 1 = 0 হলে x2 – 1/x2 = কত?
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 4

সঠিক উত্তর: খ) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 48%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. 4(x + y), 10(x – y) এবং 12(x2 – y2) এর গ.সা.গু কত?
ক) x – y
খ) x + y
গ) 12(x2 – y2)
ঘ) 2

সঠিক উত্তর: ঘ) 2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 সে.মি. হলে AB = কত সে.মি.?
ক) 3 সে.মি.
খ) 4 সে.মি.
গ) 5 সে.মি.
ঘ) 6 সে.মি.

সঠিক উত্তর: ঘ) 6 সে.মি.

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. ২৮° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
ক) ৬০°
খ) ৪০°
গ) ৭৬°
ঘ) ৩১°

সঠিক উত্তর: গ) ৭৬°

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর কত?
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7

সঠিক উত্তর: খ) 5

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫.
ক) x1/2
খ) x1/3
গ) x2/3
ঘ) x3/2

সঠিক উত্তর: খ) x1/3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. একটি ঘনকের প্রতিটি ধার 5 সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
ক) 5√3 সে.মি
খ) 3√5 সে.মি
গ) 5√5 সে.মি
ঘ) 5√2 সে.মি

সঠিক উত্তর: ক) 5√3 সে.মি

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?
ক) 5 বছর
খ) 6 বছর
গ) 3 বছর
ঘ) 2 বছর

সঠিক উত্তর: খ) 6 বছর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. 3 + 6 + 9 + …………. ধারাটির কততম পদ 33?
ক) 10
খ) 12
গ) 11
ঘ) 13

সঠিক উত্তর: গ) 11

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
ক) 11 : 10
খ) 9 : 10
গ) 10 : 11
ঘ) 10 : 9

সঠিক উত্তর: ক) 11 : 10

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
ক) ১৭৫
খ) ১৬০
গ) ১৫০
ঘ) ১০০

সঠিক উত্তর: গ) ১৫০

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. f(x) = 2x2 + 3x – 1 হলে f(0) = কত?
ক) 6
খ) 4
গ) 1
ঘ) – 1

সঠিক উত্তর: ঘ) – 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. 2x + 1 = 32 হলে x এর মান কত?
ক) 4
খ) 3
গ) 2
ঘ) 1

সঠিক উত্তর: ক) 4

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?
ক) ১০০°
খ) ৯০°
গ) ৮০°
ঘ) ৬৫°

সঠিক উত্তর: গ) ৮০°

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
ক) ২০ সেকেন্ড
খ) ২৪ সেকেন্ড
গ) ২০ মিনিট
ঘ) ২৪ মিনিট

সঠিক উত্তর: খ) ২৪ সেকেন্ড

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
ক) 60°
খ) 45°
গ) 30°
ঘ) 25°

সঠিক উত্তর: গ) 30°

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে-
ক) আইন-ই-আকবরী
খ) বাঙালির ইতিহাস
গ) ঐতরেয় আরণ্যক
ঘ) রঘুবংশ

সঠিক উত্তর: ক) আইন-ই-আকবরী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 29%, ভুল উত্তরদাতা: 48%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়-
ক) সাংগ্রেন
খ) বিজু
গ) তনচংগা
ঘ) নও উৎসব

সঠিক উত্তর: খ) বিজু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
ক) ১ নং
খ) ৩ নং
গ) ২ নং
ঘ) ১০ নং

সঠিক উত্তর: গ) ২ নং

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
ক) জাইকা
খ) ডিএফআইডি
গ) ডানিডা
ঘ) ওসিডি

সঠিক উত্তর: ক) জাইকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) মানিকগঞ্জ
খ) রংপুর
গ) ঢাকা
ঘ) পাবনা

সঠিক উত্তর: গ) ঢাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) শিল্প মন্ত্রণালয়
খ) শিক্ষা মন্ত্রণালয়
গ) পরিবেশ মন্ত্রণালয়
ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়

সঠিক উত্তর: ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. NATO কোন ধরনের জোট?
ক) অর্থনৈতিক
খ) পরিবেশগত
গ) রাজনৈতিক
ঘ) সামরিক

সঠিক উত্তর: ঘ) সামরিক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন –
ক) ডুরান্ড লাইন
খ) র‍্যাডক্লিফ লাইন
গ) এলওসি
ঘ) ম্যাজিনো লাইন

সঠিক উত্তর: ক) ডুরান্ড লাইন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক) লাইবেরিয়া
খ) কঙ্গো
গ) সোমালিয়া
ঘ) সুদান

সঠিক উত্তর: ক) লাইবেরিয়া

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 33%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
ক) ১০ জুলাই
খ) ৫ জুন
গ) ২৪ সেপ্টেম্বর
ঘ) ১২ এপ্রিল

সঠিক উত্তর: খ) ৫ জুন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
ক) জনস্বাস্থ্য ও নৈতিকতা
খ) সুযোগের সমতা
গ) জাতীয় সংস্কৃতি
ঘ) মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

সঠিক উত্তর: ঘ) মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?
ক) ১৯৯৮ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০০ সালে
ঘ) ২০০১ সালে

সঠিক উত্তর: ক) ১৯৯৮ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?
ক) ২০১০ সালে
খ) ২০১১ সালে
গ) ২০১২ সালে
ঘ) ২০১৩ সালে

সঠিক উত্তর: খ) ২০১১ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 72%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. ‘Seven Sisters’ কোন দেশে অবস্থিত?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) মিয়ানমার
ঘ) ভুটান

সঠিক উত্তর: ক) ভারত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 76%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-
ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
খ) ২০ মার্চ, ১৯৬৯
গ) ১৮ ফেব্রুয়ারি, ১৯৭০
ঘ) ৫ ডিসেম্বর, ১৯৬৮

সঠিক উত্তর: ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. বাংলাদেশে সরকারি EPZ মোট কতটি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১০টি

সঠিক উত্তর: খ) ৮টি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক) ক্যাপ্টেন এম. মনসুর আলী
খ) তাজউদ্দিন আহম্মদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) খন্দকার মোস্তাক আহমেদ

সঠিক উত্তর: ক) ক্যাপ্টেন এম. মনসুর আলী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়-
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৪ সালে

সঠিক উত্তর: ঘ) ১৯৭৪ সালে

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
ক) ১৩০
খ) ১৩১
গ) ১৩৭
ঘ) ১৪০

সঠিক উত্তর: গ) ১৩৭

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. নবায়নযোগ্য শক্তি কোনটি?
ক) তেল
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) সমুদ্রের ঢেউ

সঠিক উত্তর: ঘ) সমুদ্রের ঢেউ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. ইতিহাসের জনক কে?
ক) হেরোডোটাস
খ) এরিস্টটল
গ) ওয়াশিংটন
ঘ) নিউইয়র্ক

সঠিক উত্তর: ক) হেরোডোটাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
ক) ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
খ) ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
গ) ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
ঘ) ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর

সঠিক উত্তর: গ) ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
ক) বেলজিয়াম
খ) জাপান
গ) জার্মানি
ঘ) ইংল্যান্ড

সঠিক উত্তর: ক) বেলজিয়াম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়
খ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ঘ) শিক্ষা মন্ত্রণালয়

সঠিক উত্তর: ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 18%, ভুল উত্তরদাতা: 40%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করেন কত জন?
ক) ৭ জন
খ) ৬৮ জন
গ) ১৭৫ জন
ঘ) ৪২৬ জন

সঠিক উত্তর: ঘ) ৪২৬ জন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

Download Live MCQ App

১৬তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

পরীক্ষার তারিখঃ ২০১৯

প্রশ্ন সংখ্যঃ ১০০

১৬তম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরির মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন। Live MCQ App এর Premium Section এ থাকা Central Job Solution বাটন থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যা দেখে নিন।

এছাড়া Exam Section এ থাকা ফ্রী সাপ্তাহিক মডেল টেস্ট বাটননের Archive অংশ থেকে মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স সহ ব্যাখ্যার PDF ডাউনলোড করতে পারবেন।

Question Analytics: Live MCQ অ্যাাপে কোন চাকরির মূল পরীক্ষার প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেওয়া হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সঠিক উত্তরদাতা ও ভুল উত্তরদাতার হার এবং উত্তর না করা পরীক্ষার্থীর হার থেকে Question Analytics গণনা করা হয়। যা কোন প্রশ্ন কতটা সহজ, বা কোন প্রশ্ন কতটা কঠিন এবং কনফিউজিং এই সম্পর্কে Live MCQ App ব্যাবহারকারীদের মধ্যে একটা ধারনা তৈরি হয়।

প্রশ্ন ১. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
ক) মুহম্মদ শহীদুল্লাহ
খ) দীনেশচন্দ্র সেন
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) সুকুমার সেন

সঠিক উত্তর: ক) মুহম্মদ শহীদুল্লাহ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: • ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
– ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
– ১৯৫৯ সালে প্রকাশিত ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

• তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ,
– ভাষা ও সাহিত্য
– বাঙ্গালা ব্যাকরণ
– বাংলা সাহিত্যের কথা
– বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।

প্রশ্ন ২. বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
ক) কোলন
খ) সেমিকোলন
গ) হাইফেন
ঘ) ড্যাস

সঠিক উত্তর: গ) হাইফেন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়।
এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে।

বাক্যটি লেখার সময় এই বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে।

হাইফেন এর বিরতিকাল – হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই।
– ইলেক বা লোপ চিহ্নের জন্য ও থামার প্রয়োজন নেই।
– কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
– সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়।
– দাঁড়ি – এক সেকেন্ড
– প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড। ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ৩. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) প্রমথ চৌধুরী

সঠিক উত্তর: খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
– এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
– তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
– ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।

এছাড়াও তিনি আরও কিছু পত্রিকা সম্পাদনা করেন
– সংবাদ রত্নাবলী,
– পাষণ্ডপীড়ণ,
– সংবাদ সাধুরঞ্জন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ৪. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) বারিধি
খ) নলিনী
গ) অপ
ঘ) পয়ঃ

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: • পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি।

– ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’।
– ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

একাধিক উত্তর থাকায়, বাতিল করা হলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

প্রশ্ন ৫. কোন বানানটি শুদ্ধ?
ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষু

সঠিক উত্তর: খ) মুমূর্ষু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 87%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 11%

ব্যাখ্যা: সঠিক বানান – গ) মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ):
– এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ –
– মৃত্যুকাল আসন্ন এমন।
– মরণাপন্ন
– মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ৬. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?
ক) যথেচ্ছাচারী
খ) বক ধার্মিক
গ) তোষামোদকারী
ঘ) কদরহীন লোক

সঠিক উত্তর: গ) তোষামোদকারী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭. ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
ক) √দর্শন + ইয়
খ) √দৃশ্ + অনীয়
গ) √ দৃশ্য + নীয়
ঘ) √দর্শন + ঈয়

সঠিক উত্তর: খ) √দৃশ্ + অনীয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীব লিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ

সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-
ক) কৃত্তি
খ) নির্মোক
গ) অজিন
ঘ) করভ

সঠিক উত্তর: খ) নির্মোক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০. “রাজায় রাজায় লড়াই করছে” – এ বাক্যতে ‘রাজায় রাজায়’ কী?
ক) প্রযোজক কর্তা
খ) মুখ্য কর্তা
গ) ব্যতিহার কর্তা
ঘ) ণিজন্ত কর্তা

সঠিক উত্তর: গ) ব্যতিহার কর্তা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 57%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১১. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক) ষ্‌+ণ
খ) ষ+ন
গ) ষ+ঞ
ঘ) ষ+ঙ

সঠিক উত্তর: ক) ষ্‌+ণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 15%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১২. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
ক) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
খ) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
গ) ভিক্ষুককে ভিক্ষা দাও
ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: গ) ভিক্ষুককে ভিক্ষা দাও

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৩. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ-
ক) সম্প্রসারণ
খ) বিবর্ধন
গ) আকুঞ্চন
ঘ) আকর্ণন

সঠিক উত্তর: গ) আকুঞ্চন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৪. কোনটি ফারসি শব্দ?
ক) চাবি
খ) চাকর
গ) চাহিদা
ঘ) চশমা

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক) বড় দাদা > বড়দা
খ) কিছু > কিচ্ছু
গ) পিশাচ > পিচাশ
ঘ) মুক্তা > মুকুতা

সঠিক উত্তর: গ) পিশাচ > পিচাশ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 5%, উত্তর করেননি: 19%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৬. ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক) কৃত যে বিদ্য
খ) কৃত যে বিদ্যা
গ) কৃত বিদ্যা যার
ঘ) কৃত হয়েছে যার বিদ্যা

সঠিক উত্তর: গ) কৃত বিদ্যা যার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 31%, উত্তর করেননি: 28%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৭. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
ক) অব্যয়ীভাব
খ) বহুব্রীহি
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়

সঠিক উত্তর: ঘ) কর্মধারয়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 56%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৮. ‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
ক) ব্যাঙের আধুলি
খ) লেফাফা দুরস্ত
গ) রাশভারি
ঘ) ভিজে বেড়াল

সঠিক উত্তর: খ) লেফাফা দুরস্ত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১৯. যোগরূঢ় শব্দ কোনটি?
ক) বাঁশি
খ) তৈল
গ) পঙ্কজ
ঘ) চিকামারা

সঠিক উত্তর: গ) পঙ্কজ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২০. কোনটি সমার্থক শব্দ নয়?
ক) পাবক
খ) পবন
গ) বহ্নি
ঘ) অনল

সঠিক উত্তর: খ) পবন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 66%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২১. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) কারো ফাগুন মাস, কারো সর্বনাশ
খ) সে প্রাণিবিদ্যায় দুর্বল
গ) আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
ঘ) বিধি লঙ্ঘিত হয়েছে

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২২. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক) কে, রে
খ) প্রথমা, শুন্য
গ) র, এর
ঘ) এ, তে

সঠিক উত্তর: গ) র, এর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 41%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৩. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
ক) শুভেচ্ছা
খ) সংবাদ
গ) প্রত্যেক
ঘ) অতীত

সঠিক উত্তর: খ) সংবাদ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 63%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৪. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?
ক) নাটক
খ) উপন্যাস
গ) রোমান্টিক প্রণয় কাব্য
ঘ) রম্যরচনা

সঠিক উত্তর: গ) রোমান্টিক প্রণয় কাব্য

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৫. কায়কোবাদের প্রকৃত নাম কী?
ক) কাজেম আল কোরেশী
খ) আবু নাসের কায়কোবাদ
গ) কায়কোবাদ ইসলাম
ঘ) আবুল হোসেন কায়কোবাদ

সঠিক উত্তর: ক) কাজেম আল কোরেশী

Question Analytics:সঠিক উত্তরদাতা: 80%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 17%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৬. Choose the correct sentence:
ক) I know what does he want?
খ) I know what does he wants?
গ) I know what does he want.
ঘ) I know what he wants.

সঠিক উত্তর: ঘ) I know what he wants.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 36%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৭. Which is the correct use of gerund?
ক) I saw the girl dancing
খ) I am dancing on the floor
গ) Dancing is a good exercise
ঘ) The girl came here dancing

সঠিক উত্তর: গ) Dancing is a good exercise

Question Analytics:সঠিক উত্তরদাতা: 69%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৮. The correctly spelt word is –
ক) Millennium
খ) Milennium
গ) Milenium
ঘ) Millinium

সঠিক উত্তর: ক) Millennium

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ২৯. Which one is a correct sentence?
ক) He is comparativelty better today?
খ) He is a good day than before.
গ) He is better today.
ঘ) He is best today than yesterday.

সঠিক উত্তর: গ) He is better today.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩০. The word ‘Homely’ is-
ক) Noun
খ) Adverb
গ) Verb
ঘ) Adjective

সঠিক উত্তর: ঘ) Adjective

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩১. What you (do) at this moment? The correct form of verb is-
ক) do you do
খ) doing
গ) are you doing
ঘ) have done

সঠিক উত্তর: গ) are you doing

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩২. Choose the correct answer:
ক) He gave me good-bye.
খ) He bade me good-bye.
গ) He told me good-bye.
ঘ) He wished me good-bye.

সঠিক উত্তর: খ) He bade me good-bye.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 23%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৩. The word ‘adulteration’ can be best explained as-
ক) to mix something intensely
খ) to use unusual methods
গ) to make impure by adding inferior ingredients
ঘ) to mix poison

সঠিক উত্তর: গ) to make impure by adding inferior ingredients

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৪. It is high time we (change) our food habit. Here the correct form verb is-
ক) changed
খ) have changed
গ) should have changed
ঘ) should change

সঠিক উত্তর: ক) changed

Question Analytics:সঠিক উত্তরদাতা: 65%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৫. Five litres of milk is contained _____ the pot.
ক) by
খ) to
গ) in
ঘ) at

সঠিক উত্তর: গ) in

Question Analytics:সঠিক উত্তরদাতা: 45%, ভুল উত্তরদাতা: 20%, উত্তর করেননি: 34%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৬. I could not go _____ for the examination due to rain.
ক) in
খ) by
গ) to
ঘ) on

সঠিক উত্তর: ক) in

Question Analytics:সঠিক উত্তরদাতা: 9%, ভুল উত্তরদাতা: 44%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৭. The phrase ‘at loggerheads’ means-
ক) very close
খ) belligerent
গ) quarreling
ঘ) distant relation

সঠিক উত্তর: গ) quarreling

Question Analytics:সঠিক উত্তরদাতা: 19%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 63%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৮. Hurry spoils ______________.
ক) the work
খ) the curry
গ) to tarry
ঘ) and scary

সঠিক উত্তর: খ) the curry

Question Analytics:সঠিক উত্তরদাতা: 38%, ভুল উত্তরদাতা: 11%, উত্তর করেননি: 49%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৩৯. __________ water of this lake is pure.
ক) a
খ) an or the
গ) the
ঘ) no article

সঠিক উত্তর: গ) the

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 15%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪০. I wanted the poster ________
ক) hand
খ) to be hanged
গ) to be hunged
ঘ) to be hung

সঠিক উত্তর: ঘ) to be hung

Question Analytics:সঠিক উত্তরদাতা: 23%, ভুল উত্তরদাতা: 45%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪১. “Leave no stone unturned” means-
ক) heavy stone
খ) impossible
গ) rare stone
ঘ) try every possible means

সঠিক উত্তর: ঘ) try every possible means

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪২. Would you mind ____ me a cup of tea?
ক) giving
খ) make
গ) bringing
ঘ) bring

সঠিক উত্তর: ক) giving

Question Analytics:সঠিক উত্তরদাতা: 43%, ভুল উত্তরদাতা: 31%, উত্তর করেননি: 24%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৩. What is the antonym of ‘rear’?
ক) Not available
খ) Behind
গ) Front
ঘ) Available

সঠিক উত্তর: গ) Front

Question Analytics:সঠিক উত্তরদাতা: 13%, ভুল উত্তরদাতা: 51%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৪. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
ক) The boy came to me crying.
খ) The boy came near me crying.
গ) The boy came to me in crying.
ঘ) The boy came to me by crying.

সঠিক উত্তর: ক) The boy came to me crying.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 52%, ভুল উত্তরদাতা: 18%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৫. Had I riches, I _____ (help) you.
ক) would helped
খ) would have helped
গ) had helped
ঘ) will help

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

Question Analytics:সঠিক উত্তরদাতা: 0%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 0%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৬. What is the appropriate meaning of “Achilles heel”?
ক) Important issue
খ) Turning Point
গ) Vulnerable Point
ঘ) Main point

সঠিক উত্তর: গ) Vulnerable Point

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 30%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৭. ‘লেবু কচলালে তেতো হয়’ – The best translation is-
ক) The lemon becomes bitter if it is rubbed.
খ) A jest driven hard, loses its points.
গ) A hungry fox is an angry fox.
ঘ) Don’t try to do anything again and again.

সঠিক উত্তর: খ) A jest driven hard, loses its points.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 37%, ভুল উত্তরদাতা: 22%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৮. Which one below is a correct sentence?
ক) The have seen me yesterday.
খ) I like his childlike simplicity.
গ) It is I who is to blame.
ঘ) The girl resembles to her mother.

সঠিক উত্তর: খ) I like his childlike simplicity.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 17%, ভুল উত্তরদাতা: 44%, উত্তর করেননি: 37%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৪৯. At the scene, ___________ mother arose in her.
ক) a
খ) the
গ) a or the
ঘ) no article

সঠিক উত্তর: খ) the

Question Analytics:সঠিক উত্তরদাতা: 44%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫০. What is the verb form of the word ‘friend’?
ক) friend
খ) friended
গ) friending
ঘ) befriend

সঠিক উত্তর: ঘ) befriend

Question Analytics:সঠিক উত্তরদাতা: 70%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫১. ৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে?
ক) ৮৮
খ) ৯১
গ) ৯৫
ঘ) ৯৯

সঠিক উত্তর: ক) ৮৮

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫২. পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
ক) ৫ কেজি
খ) ৭ কেজি
গ) ২ কেজি
ঘ) ১ কেজি

সঠিক উত্তর: গ) ২ কেজি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 39%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৩. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ?
ক) ৩
খ) ৯
গ) ১৮
ঘ) ২৭

সঠিক উত্তর: খ) ৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 49%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৪. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত?
ক) ১৬
খ) ২৫
গ) ৪১
ঘ) ৮২

সঠিক উত্তর: ঘ) ৮২

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 41%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৫. একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক) ২৪%
খ) ১২%
গ) ১৮%
ঘ) ১৪%

সঠিক উত্তর: খ) ১২%

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৬. ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
ক) ২০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ৪০০ টাকা
ঘ) ১০০ টাকা

সঠিক উত্তর: ক) ২০০ টাকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৭. 3 cotA = 4 হলে sinA এর মান কত?
ক) 4/5
খ) 3/5
গ) 3/4
ঘ) 4/3

সঠিক উত্তর: খ) 3/5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 68%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৮. 9p2 + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক) 49/9
খ) 14/9
গ) 7/3
ঘ) 7

সঠিক উত্তর: ক) 49/9

Question Analytics:সঠিক উত্তরদাতা: 28%, ভুল উত্তরদাতা: 12%, উত্তর করেননি: 58%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৫৯. m – n = x এবং mn = 6x2 হলে m3 – n3 কত?
ক) 19x2
খ) 19x3
গ) 18x2
ঘ) 18x3

সঠিক উত্তর: খ) 19x3

Question Analytics:

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে?
ক) 24 বর্গ সে.মি.
খ) 42 বর্গ সে.মি.
গ) 44 বর্গ সে.মি.
ঘ) 45 বর্গ সে.মি.

সঠিক উত্তর: ক) 24 বর্গ সে.মি.

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬১. ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
ক) ৩২০°
খ) ২৮০°
গ) ২৪০°
ঘ) ২৯০°

সঠিক উত্তর: গ) ২৪০°

Question Analytics:সঠিক উত্তরদাতা: 46%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 50%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬২. x2 – 3x, x2– 9 এবং x2 – 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?
ক) x – 4
খ) x + 3
গ) x – 3
ঘ) x – 1

সঠিক উত্তর: গ) x – 3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 58%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 40%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৩. যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?
ক) 2
খ) 1
গ) -2
ঘ) -1

সঠিক উত্তর: খ) 1

Question Analytics:সঠিক উত্তরদাতা: 53%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৪. log10x = – 2 হলে, x এর মান কত হবে?
ক) 0.01
খ) 0.001
গ) 0.02
ঘ) 0.002

সঠিক উত্তর: ক) 0.01

Question Analytics:সঠিক উত্তরদাতা: 47%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 44%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৫. একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
ক) ১২ মিটার
খ) ১৫ মিটার
গ) ২৪ মিটার
ঘ) ২৮ মিটার

সঠিক উত্তর: গ) ২৪ মিটার

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 8%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৬. x – 1/x = 5 হলে (x + 1/x)2 এর মান কত?
ক) 25
খ) 27
গ) 28
ঘ) 29

সঠিক উত্তর: ঘ) 29

Question Analytics:সঠিক উত্তরদাতা: 39%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 46%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৭. x2 – 4, x2 + 4x + 4 , x3 – 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?
ক) (x + 2)2(x3 – 8)
খ) (x – 2)2(x3 – 8)
গ) (x2 – 2)(x3 – 8)
ঘ) (x2 + 2)(x3 – 8)

সঠিক উত্তর: ক) (x + 2)2(x3 – 8)

Question Analytics:সঠিক উত্তরদাতা: 36%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৮. x2 + 1/x2 = 3 হলে (x6 + 1)/x3 এর মান কত?
ক) 3√5
খ) 4√5
গ) 2√5
ঘ) √5

সঠিক উত্তর: গ) 2√5

Question Analytics:সঠিক উত্তরদাতা: 35%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 62%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৬৯. ক : খ= ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ কত হবে?
ক) ৪৯ : ৭০ : ৪০
খ) ৪০ : ৭০ : ৪৯
গ) ৭০ : ৪৯ : ৪০
ঘ) ৪৯ : ৪০ : ৭০

সঠিক উত্তর: খ) ৪০ : ৭০ : ৪৯

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 36%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭০. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
ক) ২০০
খ) ২৫০
গ) ৩০০
ঘ) ৩৫০

সঠিক উত্তর: গ) ৩০০

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 53%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭১. একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
ক) 1 বর্গ একক
খ) 2 বর্গ একক
গ) π বর্গ একক
ঘ) π2 বর্গ একক

সঠিক উত্তর: গ) π বর্গ একক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭২. কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
ক) সূক্ষ্ম কোণ
খ) স্থূল কোণ
গ) সমকোণ
ঘ) পূরক কোণ

সঠিক উত্তর: ক) সূক্ষ্ম কোণ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 21%, ভুল উত্তরদাতা: 21%, উত্তর করেননি: 57%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৩. (Sinθ + Cosθ)/(Sinθ – Cosθ) = 7 হলে Secθ এর মান কত?
ক) 5/3
খ) ±5/3
গ) -5/3
ঘ) 3/5

সঠিক উত্তর: খ) ±5/3

Question Analytics:সঠিক উত্তরদাতা: 10%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 83%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৪. x2 – x – 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?
ক) 3,2
খ) 3,-2
গ) -3,2
ঘ) -3,-2

সঠিক উত্তর: খ) 3,-2

Question Analytics:সঠিক উত্তরদাতা: 50%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 42%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৫. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?
ক) ৪০ বছর
খ) ৪১ বছর
গ) ৪২ বছর
ঘ) ৪৩ বছর

সঠিক উত্তর: খ) ৪১ বছর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 54%, ভুল উত্তরদাতা: 1%, উত্তর করেননি: 43%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৬. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কত জন?
ক) ৭ জন
খ) ৬৮ জন
গ) ১৭৫ জন
ঘ) ৪২৬ জন

সঠিক উত্তর: ঘ) ৪২৬ জন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 62%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৭. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
ক) ক্যাপ্টেন সেতারা বেগম
খ) বেগম রাজিয়া বানু
গ) বেগম মতিয়া চৌধুরী
ঘ) বেগম সুফিয়া কামাল

সঠিক উত্তর: খ) বেগম রাজিয়া বানু

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৮. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
ক) শ্যামনগর
খ) ঘাটাইল
গ) সাভার
ঘ) বরকল

সঠিক উত্তর: ক) শ্যামনগর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 13%, উত্তর করেননি: 35%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৭৯. ‘মনপুরা-৭০’ কী?
ক) একটি উপজেলা
খ) একটি নদী বন্দর
গ) একটি উপন্যাস
ঘ) একটি চিত্রশিল্প

সঠিক উত্তর: ঘ) একটি চিত্রশিল্প

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 3%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮০. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি

সঠিক উত্তর: খ) দুইটি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 6%, উত্তর করেননি: 25%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮১. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত?
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) রাঙামাটি
ঘ) কুমিল্লা

সঠিক উত্তর: গ) রাঙামাটি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮২. বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় এর অবস্থান কোথায় ছিল?
ক) মুন্সিগঞ্জে
খ) কুমিল্লায়
গ) বগুড়ায়
ঘ) ফরিদপুরে

সঠিক উত্তর: গ) বগুড়ায়

Question Analytics:সঠিক উত্তরদাতা: 74%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৩. বাংলাদেশে কবে থেকে বয়স্কভাতা চালু হয়?
ক) ১৯৯৬ সাল
খ) ১৯৯৭ সাল
গ) ১৯৯৮ সাল
ঘ) ১৯৯৯ সাল

সঠিক উত্তর: গ) ১৯৯৮ সাল

Question Analytics:সঠিক উত্তরদাতা: 51%, ভুল উত্তরদাতা: 19%, উত্তর করেননি: 29%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৪. নদী ছাড়া ‘মহানন্দা’ কী?
ক) তরমুজ
খ) সরিষা
গ) আম
ঘ) কলা

সঠিক উত্তর: গ) আম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 48%, ভুল উত্তরদাতা: 24%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৫. বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
ক) সাভার
খ) চট্টগ্রাম
গ) মংলা
ঘ) গাজীপুর

সঠিক উত্তর: খ) চট্টগ্রাম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 72%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৬. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) জিম্বাবুয়ে
ঘ) নিউজিল্যান্ড

সঠিক উত্তর: খ) ভারত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 26%, ভুল উত্তরদাতা: 27%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৭. মূল্য সংযোজন কর একটি-
ক) প্রত্যক্ষ কর
খ) পরোক্ষ কর
গ) পরিপূরক কর
ঘ) সমপূরক কর

সঠিক উত্তর: খ) পরোক্ষ কর

Question Analytics:সঠিক উত্তরদাতা: 60%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৮. ‘কারাগারের রোজনমচা’ গ্রন্থটির লেখক কে?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
খ) মাওলানা ভাসানী
গ) জাহানারা ইমাম
ঘ) ড. কামাল হোসেন

সঠিক উত্তর: ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

Question Analytics:সঠিক উত্তরদাতা: 78%, ভুল উত্তরদাতা: 0%, উত্তর করেননি: 20%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৮৯. বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
ক) কিউবা
খ) ফিলিস্তিন
গ) ইরান
ঘ) চীন

সঠিক উত্তর: ক) কিউবা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 20%, ভুল উত্তরদাতা: 16%, উত্তর করেননি: 62%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯০. তুরস্কের মুদ্রার নাম কী?
ক) দিনার
খ) দিরহাম
গ) ডলার
ঘ) লিরা

সঠিক উত্তর: ঘ) লিরা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 59%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯১. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে-
ক) সৌদি আরব
খ) কুয়েত
গ) ইরাক
ঘ) বাহরাইন

সঠিক উত্তর: গ) ইরাক

Question Analytics:সঠিক উত্তরদাতা: 73%, ভুল উত্তরদাতা: 4%, উত্তর করেননি: 22%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯২. বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
ক) পিপীলিকা
খ) দোয়েল
গ) পদ্মা
ঘ) অনুসন্ধান

সঠিক উত্তর: ক) পিপীলিকা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৩. নিউজিল্যান্ডের আদিবাসী কারা?
ক) টোডা
খ) আফ্রিদি
গ) জুলু
ঘ) মাউরি

সঠিক উত্তর: ঘ) মাউরি

Question Analytics:সঠিক উত্তরদাতা: 61%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 27%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৪. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
ক) ৫ জানুয়ারি
খ) ৮ মার্চ
গ) ৫ জুন
ঘ) ১০ ডিসেম্বর

সঠিক উত্তর: গ) ৫ জুন

Question Analytics:সঠিক উত্তরদাতা: 75%, ভুল উত্তরদাতা: 2%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৫. জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
ক) ১৯ তম
খ) ২৯ তম
গ) ৩৬ তম
ঘ) ৩৯ তম

সঠিক উত্তর: খ) ২৯ তম

Question Analytics:সঠিক উত্তরদাতা: 67%, ভুল উত্তরদাতা: 9%, উত্তর করেননি: 23%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৬. উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে জড়িত?
ক) IMF
খ) WTO
গ) NATO
ঘ) OIC

সঠিক উত্তর: খ) WTO

Question Analytics:সঠিক উত্তরদাতা: 40%, ভুল উত্তরদাতা: 14%, উত্তর করেননি: 45%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৭. যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরূপ?
ক) রাষ্ট্রপতি শাসিত
খ) সাংবিধানিক রাজতন্ত্র
গ) সংসদীয় সরকার
ঘ) রাজতন্ত্র

সঠিক উত্তর: ক) রাষ্ট্রপতি শাসিত

Question Analytics:সঠিক উত্তরদাতা: 55%, ভুল উত্তরদাতা: 17%, উত্তর করেননি: 26%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৮. SMOG হচ্ছে-
ক) সিগারেটের ধোঁয়া
খ) কুয়াশা
গ) কালধোঁয়া
ঘ) দূষিত বাতাস

সঠিক উত্তর: ঘ) দূষিত বাতাস

Question Analytics:সঠিক উত্তরদাতা: 42%, ভুল উত্তরদাতা: 25%, উত্তর করেননি: 31%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ৯৯. ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
ক) ব্যারোমিটার
খ) ফ্যাদোমিটার
গ) সিসমোগ্রাফ
ঘ) কম্পাস

সঠিক উত্তর: গ) সিসমোগ্রাফ

Question Analytics:সঠিক উত্তরদাতা: 71%, ভুল উত্তরদাতা: 7%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

প্রশ্ন ১০০. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
ক) খাদ্য পরিবহন করা
খ) হরমোন বহন করা
গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ) অক্সিজেন পরিবহন করা

সঠিক উত্তর: ঘ) অক্সিজেন পরিবহন করা

Question Analytics:সঠিক উত্তরদাতা: 68%, ভুল উত্তরদাতা: 10%, উত্তর করেননি: 21%

ব্যাখ্যা: এই প্রশ্ন সহ কয়েক লাখ প্রশ্নের অথেনটিক ব্যাখ্যা দেখতে Live MCQ অ্যাপ ইন্সটল করুন।

Download Live MCQ App