বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। আবেদনের সময়সীমা ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ ১০.০০ ঘটিকা থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা উল্লেখ না করা থাকলেও বিগত বছরগুলোর নিয়োগ কার্যক্রম থেকে ধারনা করা যায় সর্বমোট ৭০০ থেকে ১৫০০ টি শূন্য পদে প্রার্থীরা নিয়োগ প্রাপ্ত হবেন। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখতে এখানে ক্লিক করুন।
সাব ইন্সপেক্টর (এস আই) পদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনঃ
বাংলাদেশ পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের সর্বনিম্ন বেতন ১৬,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৩৮,৬৪০ টাকা যা ১০ম গ্রেডের বেতন স্কেলের অন্তর্ভুক্ত।
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সঃ
- বাংলাদেশ পুলিশের (সাব ইন্সপেক্টর) এস আই পদে নিয়োগের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থেকে নূন্যতম স্নাতক বা সমমানের পরীক্ষায় ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
- প্রার্থীর বয়স ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে ১৯ থেকে ২৭ বছর বয়স এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযুদ্ধার সন্তানদের ক্ষেত্র সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত।
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাক প্রাপ্ত/ তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।
- প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর শারীরিক যোগ্যতাঃ
- পুরুষ প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার।
- নারী প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
- পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার।
- নারী প্রার্থীর জন্য বুকের মাপ প্রযোজ্য নয়।
- পুরুষ ও নারী উভয় প্রার্থীর জন্যই বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে অর্থাৎ BMI (Body Mass Index) ঠিক থাকতে হবে।
- উভয় প্রার্থীর ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগের প্রক্রিয়া সাধারনত ৬ টি ধাপে হয়ে থাকে এবং প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম হওয়ার পরেই একজন প্রার্থী চূড়ান্তভাবে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত হন। ধাপগুলো হল –
১। প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রী বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীক দৈহিক উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা (Physical Endurance Test – PET) এর জন্য বাছাই করা হয়।
২। দ্বিতীয় ধাপে প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (Physical Endurance Test – PET) তে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী ধাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।
৩। তৃতীয় ধাপে প্রার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরিবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।
৪। চতুর্থ ধাপে প্রার্থীকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রগন করতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন।
৫। পঞ্চম ধাপকেই বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ বলে বিবেচনা করা হয় অর্থ্যৎ এই ধাপে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়।
৬। সফলতার সাথে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট / সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্র পদে নিয়োগ প্রাপ্ত হয়।
উপযুক্ত পুরুষ ও নারী প্রার্থীরা http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ বা এস আই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ঘরে বসে Live Written App এ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পরীক্ষার প্রস্তুতি নিতে আজই মোবাইল অ্যাপ টি ডাউনলোড করে ফেলুন। শীঘ্রই সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ প্রস্তুতির রুটিন প্রকাশিত হবে।
শুভকামনায়
Live MCQ
[…] […]
[…] […]