প্রিয় চাকরী প্রত্যাশীগণ, সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিষয়ক ব্লগে আপনাদের স্বাগতম। গত ২৭ মার্চ ২০২৪ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি বেতন স্কেল ১৩তম থেকে ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত মোট ৩২ টি ক্যাটাগরিতে মোট শূন্য পদের সংখ্যা ৩৪৯ জন। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরুর তারিখঃ | ১ এপ্রিল ২০২৪ |
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ | ২১ এপ্রিল |
অনলাইনে আবেদনের ওয়েবসাইটঃ | http://dss.teletalk.com.bd |
বয়সসীমাঃ | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | ৮ম/ এএসসি / এইএসসি/ স্নাতক পাশ |
এক নজরে দেখে নিন সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
- সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি
- যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫
- ২২০ পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন
- নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Non Cadre Job Circular 2025
Vaiya job hole duty kothay porbo. Jodi apply kori patuakhali diya
প্লীজ হেল্প করেন প্লিজ আমার চাকরির খুব দরকার ছিল
চাকরির পরীক্ষা সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন +880 1701-377322 এই নম্বরে।
প্রধান সহকারী পদে লিখিত পরীক্ষা হবে নাকি mcq?
প্রধান সহকারী পদে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়?
প্রিলি বা লিখিত যেকোনো প্যাটার্নেই হতে পারে। সাধারণত ৭০ বা ৮০ মার্কসের পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। বাজারে প্রচলিত ১১তম থেকে ২০তম গ্রেডের যেকোনো একটি গাইড বই কিনে প্রশ্ন প্যাটার্ন দেখুন।
লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া ১১-২০ তম গ্রেডের লিখিত পরীক্ষার কোর্স ও সাজেশন শীঘ্রই আমাদের অ্যাপে চালু হচ্ছে। অনুগ্রহ করে আমাদের অফিসিয়াল পেইজ ও গ্রুপের নোটিশ খেয়াল রাখুন।
ধন্যবাদ।
সার্কুলার অনুয়ায়ী আবেদনের যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদনের লিংকঃ http://dss.teletalk.com.bd
বর্তমানে আমাদের অ্যাপে ১৪-২০তম গ্রেডের প্রস্তুতির জন্য রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান আছে। অনুগ্রহ করে Live MCQ অ্যাপের Exam Section > ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি অপশনের বাটনের রুটিন ও আর্কাইভ বিস্তারিত দেখে নিতে পারেন।
কোন সমস্যা হলে Live MCQ পেইজে মেসেজ দিয়ে জানাবেন।
পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq
অথবা, কল করুন:
📱 01701-377322
পরিখা কবে হবে স্যার
এটা এখন বলা যাচ্ছে না। সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে, এই বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
2024 circular exam date kobe??
পরীক্ষার তারিখের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়া হয় নি।এ বিষয়ে আপডেট আসলে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হবে। আপডেট পেতে পোস্টে নজর রাখুন।
সমাজসেবা অধিদপ্তর graduate teacher পদের পরীক্ষা কি mcq আকারে হবে?
প্রিলি বা লিখিত যেকোনো প্যাটার্নেই হতে পারে। সাধারণত ৭০ বা ৮০ মার্কসের পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। বাজারে প্রচলিত ১১তম থেকে ২০তম গ্রেডের যেকোনো একটি গাইড বই কিনে প্রশ্ন প্যাটার্ন দেখুন।
পরিক্ষা কবে হবে এবং কোথায় হবে, কি কি বই পড়তে হবে, দয়া করে যানাবেন।
নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
প্রস্তুতির ক্ষেত্রে আপনি বোর্ড বইয়ের পাশাপাশি বাজারে প্রচলিত ভালো মানের গাইডবইগুলো ফলো করতে পারেন। এছাড়া বর্তমানে আমাদের অ্যাপে ১৪-২০তম গ্রেডের প্রস্তুতির জন্য রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান আছে। অনুগ্রহ করে Live MCQ অ্যাপের Exam Section > ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি অপশনের বাটনের রুটিন ও আর্কাইভ বিস্তারিত দেখে নিতে পারেন।
কোন সমস্যা হলে Live MCQ পেইজে মেসেজ দিয়ে জানাবেন।
পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq
অথবা, কল করুন:
📱 01701-377322
Union Somaj kormi poder book ase ki
উক্ত পদের পরীক্ষার জন্য আপনি বোর্ড বই (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী) ফলো করতে পারেন। এছাড়া আমাদের Live MCQ অ্যাপে ১৬-২০তম গ্রেডের রুটিন দেয়া আছে আপনি তা ফলো করে ও প্রস্তুতি নিতে পারবেন। আরও জানতে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন আর্টিক্যাল টি পড়ুন।
অ্যাপ বুঝতে কি সমস্যা হচ্ছে অনুগ্রহ করে জানাবেন।
অথবা আপনি আমাদের সরাসরি কল কিংবা ফেসবুকে ও মেসেজ দিতে পারেন, আমাদের প্রতিনিধিগন আপনাকে দ্রুত অ্যাপ ও প্রস্তুতি সংক্রান্ত যেকোন বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করবেন।
মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq
অথবা, কল করুন: 01701-377322
Ami apnader apps kisu bujtece na
এডমিড কার্ড কবে ছাড়তে পারে?জানা থাকলে একটু জানাবেন প্লিজ
এখনো এডমিট কার্ড প্রদান শুরু হয়নি। শুরু হলে আমরা আপডেট জানিয়ে দিবো।
ধন্যবাদ।
admit Card Kobe Charbe
আপনি নিচের দেয়া লিংকে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
http://dss.teletalk.com.bd/admitcard/index.php