ব্লগRoutine৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। হাতে সময় খুবই কম, তাই এখনই নিতে হবে গোছানো ও স্ট্র্যাটেজিক প্রস্তুতি।

আপনারা জানেন, বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের – আন্তর্জাতিক বিষয়াবলি অংশে ২০ মার্কস্‌ থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে। একটু গোছানো ও পরিকল্পিত প্রস্তুতি নিলেই এই অংশে ১৭-১৮ পর্যন্ত পাওয়া যায়।

আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। আন্তর্জাতিক বিষয়াবলি অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা। ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ২০টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ২৬টি ক্লাস ও লেকচার PDF। আপনার ৪৭তম বিসিএস প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতেই আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতির জন্য এই নতুন রুটিন।

৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ১০টি
  • কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ২৬টি
  • আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্ন সংখ্যা: ২৫,০০০+টি
  • সেন্ট্রাল আর্কাইভ : ৫.১৫ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
  • পরীক্ষা শুরু: ২৩ জুলাই, ২০২৫
  • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুমসহ অসংখ্য প্রিমিয়াম ফিচার
  • 24/7 Career Consultancy!

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

৪৭তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন | Bank Exam Preparation Routine for 2023

দ্রষ্টব্য: Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

প্যাকেজের বিস্তারিত:

▶︎ ব্যাংক প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা

▶︎ মেয়াদ: ১ বছর।

▶︎ যেকোনো বার্ষিক বা ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজে রুটিনে অন্তর্ভুক্ত সকল PDF এবং পরীক্ষা ফ্রি

শেষ কথা: Live MCQ অ্যাপের এই ৮৫ দিনের প্রস্তুতি রুটিন আপনার ব্যাংক জব প্রস্তুতিতে গতি আনবে বলে আমাদের বিশ্বাস। এখনই রুটিন অনুসারে প্রস্তুতি শুরু করুন।

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।