প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ জুলাই থেকে ৩ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১০ আগষ্ট থেকে ২১ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর পূর্বে গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৮ মে ২০২৫ তারিখে উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো। পরবর্তীতে গত ১ মে ২০২৫ তারিখে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের ৮ দফা দাবির মুখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলো পিএসসি।
পরবর্তীতে ২৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা,ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুসারে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পুনঃপ্রকাশিত
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি (পুনঃসংশোধিত)
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি
৪৬তম, ৪৪তম, ৪৫তম এবং ৪৭ তম বিসিএস সংশ্লিষ্ট জট বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বিপিএসসির বক্তব্য
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

উল্লেখ্য যে, এর পূর্বে গত ৪ জুলাই ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে অনুসারে গত ২৮ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি এবং আরও কিছু কারনে উক্ত পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। এরপর পুনরায় ঘোষিত তারিখ অনুসারে ৮ মে ২০২৫ তারিখ থেকে উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে পরীক্ষার্থীদের ৮ দফা আন্দোলনের মুখে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিলো।
Leave A Comment