বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান রেজাল্ট ২০২৪ প্রকাশিত হয়েছে। রেলওয়ে বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী ওয়েম্যান পদে ৪০৫ জন প্রার্থীকে চাকরিতে যোগদানের জন্য নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। রেলওয়ে ওয়েম্যান রেজাল্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্বাচিত ৪০৫ জন প্রার্থীকে নিয়োগ পত্র নিয়ে আগামী ২৭ মার্চ অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ রেলওয়ে মহাব্যাবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং মহাব্যাবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বরাবর যোগদানপত্র জমা দিতে হবে। উক্ত নিয়োগপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রার্থীদের চাকরিতে যোগদান করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদের রেজাল্ট |৪০৫ জন প্রার্থীর নিয়োগ আদেশ

রেলওয়ে ওয়েম্যান রেজাল্ট

যোগদানের সময় প্রার্থীকে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা/রাজশাহী/সিআরবি, চট্টগ্রাম অথবা সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করে জমা দিতে হবে। কোন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে কোন কারন দর্শানো ছাড়াই নিয়োগপত্র বাতিল করা হবে।

প্রার্থীর চারিত্রিক ও পূর্বকার্যকলাপ সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন না পাওয়া পর্যন্ত এ নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এ নিয়োগপত্র বাতিল করা হবে।

চাকরিতে যোগদানের পর প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে যেকোনো প্রার্থীকে চাকরিতে বহাল রাখা অনুপযোগী বলে বিবেচনা করা হলে কোনো কারণ দর্শানো ছাড়াই প্রার্থীকে চাকরিচ্যুতি করা যাবে অথবা শিক্ষানবিশকাল বৃদ্ধি করা যাবে। চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদন কপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি, শিক্ষাগত সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন এবং কোটা সনদের ফটোকপির এক সেট সত্যায়িত করে জমা দিতে হবে।

নির্বাচিত ৪০৫ জন প্রার্থীর তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।