প্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা জেনে থাকবেন যে চাকরির প্রিলিমিনারি, লিখিত বা মৌখিক পরীক্ষাগুলোর আগের কয়েকদিন চাকরি প্রার্থীরা সবচেয়ে বেশি যে সমস্যাগুলো অনুভব করেন তার মধ্যে একটি হচ্ছে ডায়ানামিক বা পরিবর্তনশীল তথ্য নিয়ে নিজেকে আপডেট রাখা। তখন সবাই ব্যাস্ত হয়ে পরেন অমুক সংস্থার বর্তমান সদস্য কয়টি, তমুক সংস্থার বর্তমান প্রধান কে, ওই সংস্থার বর্তমান সদস্য কে হয়েছেন এসব নিয়ে।

শেষ মুহূর্তে এসব পরিবর্তনশীল তথ্যের জন্য অফিসিয়াল সাইট ঘাঁটাঘাঁটি করে নষ্ট করার মতো সময় হাতে থাকে না। তখন সকলকে নির্ভর করতে হয় – কয়েকমাস আগে সংগ্রহ করা তথ্য নিয়ে তৈরি করা বাজারের কিছু চটি বইয়ের উপর। এসব তথ্যের সাথে আসল তথ্যের অনেক সময় প্রচুর গড়মিল লক্ষ্য করা যায়। বইতে ভুল থাকলে, পরীক্ষার্থী ভুল পড়বেন এবং সম্ভবত জানতে ও পারবেন না যে কোনটা ভুল ছিল।

Live MCQ এসকল সমস্যার সমাধান করাছে “ডাইনামিক প্যানেল” নামক এই ফিচারের মাধ্যমে। এই এক বাটনেই আপনারা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর সকল প্রয়োজনীয় ভেরিফাইড ও আপডেট তথ্যগুলো পাবেন একসাথে। ডাইনামিক প্যানেলের তথ্য যখনি পরিবর্তন হবে তখনই আপডেট করা হবে এবং সেগুলো সম্প্রতি পরিবর্তিত সকল তথ্য নামের বাটনে পাওয়া যাবে।

Live MCQ ডাউনামিক প্যানেলের এমন একটি গুরুত্বপুর্ণ আপডেট এসেছে ২০ মার্চ ২০২৪ তারিখে। এই আপডেটের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডাইনামিক তথ্য হালনাগাদ করা হয়েছে যা চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।

Dynamic Info Panel তথ্য হালনাগাদের বিষয়গুলো নিম্নরূপঃ

Live MCQ - Dynamic Info Panel এর গুরুত্বপুর্ণ আপডেট তারিখ ২০ মার্চ

বাংলাদেশ বিষয়াবলীঃ

জাতীয় পুরস্কার ও পদকঃ

  • একুশে পদক২০২৪
  • স্বাধীনতা পুরস্কার২০২৪

রিপোর্ট ও সমীক্ষাঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন। (৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত)

আন্তর্জাতিক বিষয়াবলীঃ

বিভিন্ন সংস্থার সদস্য ও প্রধানঃ

  • ন্যাটো সদস্য৩২টি দেশ। সর্বশেষসুইডেন [৭ মার্চ, ২০২৪]
  • ICJ (International Court of Justice) প্রেসিডেন্টনওয়াফ সালাম (যুক্তরাষ্ট্র) [৬ ফেব্রুয়ারি, ২০২৪৩ বছরের জন্য]
  • সার্কের ১৫তম মহাসচিব হিসাবে নিয়োগ পেয়েছেনমোঃ গোলাম সারওয়ার (বাংলাদেশ)
  • রেডক্রস (IFRC ICRC) এর নতুন প্রেসিডেন্ট – Kate Forbes (আমেরিকান মানবাধিকার কর্মী)
  • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) এর বর্তমান সদস্য দেশ১৭৬টি। সর্বশেষ সদস্য কিরগিজস্তান।
  • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) এর বর্তমান মহাসচিবআর্সেনিও ডমিঙ্গুয়েজ (পানামা) [১ জানুঃ ২০২৪৪ বছর মেয়াদে]
  • আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর সদস্য দেশ ১২৪টি। (১২৪তম সদস্য হিসেবে আর্মেনিয়ার সদস্যপদ কার্যকর হয় ১ ফ্রেব্রুয়ারি, ২০২৪)
  • আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর প্রেসিডেন্টতোমোকো আকনে (জাপান) [১১ মার্চ ২০২৪৩ বছর মেয়াদে]
  • আফ্রিকান ইউনিয়নের নতুন চেয়ারপারসনমোহামেদ ওউলদ গাজোয়ানি, (মৌরিতানিয়া) (ফেব্রুয়ারি ২০২৪ফেব্রুয়ারি ২০২৫)

আন্তর্জাতিক পুরস্কার ও পদকঃ

  • ৯৬তম অস্কার/একাডেমী পুরস্কার (চলচ্চিত্র) [২০২৪]
  • বুকার পুরস্কার২০২৩ (The Booker Prize) আইরিশ লেখক পল লিঞ্চ ২০২৩ সালেরবুকারপুরস্কার জিতেছেন। “Prophet Song” উপন্যাসএর জন্য।

EU প্রদত্ত শাখারভ পুরস্কার২০২৩

গুরুত্বপূর্ণ সম্মেলনঃ

  • ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়। প্রতি বছর একই শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • WTO – এর মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন ২৬২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
  • ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২১ অক্টোবর, ২০২৪ তারিখে আপিয়া, তুমাসাগা, সামোয়াতে অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ সূচকঃ

  • মানব উন্নয়ন সূচক২০২৩/২৪
  • লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) – ২০২৩/২৪
  • বৈশ্বিক (বহুমূখী) দারিদ্র্য সূচক২০২১/২২

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।