সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ [দ্বিতীয় ধাপ] | পদ সংখ্যা ৪,১৬৬

সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (দ্বিতীয় ধাপ)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪,১৬৬ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার, ১২ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এর শূন্য পদগুলোর জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে।
🗓️ আবেদনের সময়সীমা
- 🟢 আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
- 🔴 আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট
👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।
🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা
- (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
- (খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
💻 কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।
- ফরম পূরণের পর Draft Applicant’s Copy (Unpaid) প্রিন্ট করে তথ্য যাচাই করুন।
- সব ঠিক থাকলে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১১২ টাকা ফি ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করুন।
- ফি পরিশোধের পর SMS-এ প্রাপ্ত Password ব্যবহার করে Final Applicant’s Copy ডাউনলোড করুন।
- চূড়ান্ত আবেদন ফরম রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।
⚠️ সাবমিটের পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না, তাই সাবমিশনের আগে যাচাই করুন।
📋 প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদনের শর্তাবলী
- নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে।
- সব নিয়োগ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী সম্পন্ন হবে।
- বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার ঠিকানার যে কোনো একটি বেছে নিতে পারবেন।
- ভুল বা অসম্পূর্ণ তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- ধূমপায়ী বা মাদকাসক্ত প্রার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
📑 জমা দিতে হবে যেসব কাগজপত্র
- অনলাইন আবেদনপত্রের কপি ও ২টি পাসপোর্ট সাইজ ছবি
- সব শিক্ষাগত যোগ্যতার সনদ
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন
- নাগরিকত্ব সনদ
- প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ
প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি
এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে ঐ বিজ্ঞপ্তির আবেদনের সময় চলমান রয়েছে।
নিয়োগ নীতিমালা ২০২৫
চলতি বছরের ২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫”। পরে কিছু সংশোধনের মাধ্যমে ২ নভেম্বর নতুনভাবে প্রকাশিত হয় চূড়ান্ত সংস্করণ।
নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো — ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ সংযোজন করা হয়েছে। ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরাও এবার সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
নিয়োগ ও পদোন্নতি নীতিমালা
- প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতি ও ২০% সরাসরি নিয়োগ।
- সহকারী শিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি আবশ্যক।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
- প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর।
পদ শূন্যতার তথ্য
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। বিধিমালা জারি হওয়ায় নভেম্বর মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
দ্বিতীয় ধাপের আবেদন সম্পর্কিত বিস্তারিত
📊 Primary Teacher Job Circular 2025 — সারসংক্ষেপ এক নজরে
| 📅 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১২ নভেম্বর, ২০২৫ |
| 📌 পদের নাম | সহকারী শিক্ষক |
| 👥 মোট পদ | ৪,১৬৬ জন |
| 💰 বেতনস্কেল | গ্রেড-১৩ (৳১১,০০০-২৬,৫৯০) |
| 🗓️ আবেদন শুরু | ১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা |
| ⏰ আবেদন শেষ | ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট |
| 🌐 আবেদন লিংক | dpe.teletalk.com.bd |
| 📍 বিভাগসমূহ [২য় ধাপে] | ঢাকা ও চট্টগ্রাম বিভাগ |
| 🏢 নিয়োগকারী প্রতিষ্ঠান | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) |
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা এখন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।



👉 বিস্তারিত বিজ্ঞপ্তির PDF লিংক নিচে দেওয়া হলো:
📄 দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)
📘 কিভাবে প্রস্তুতি নেবেন?
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন বিস্তারিত লিংক থেকে দেখুন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করুন Live MCQ অ্যাপে!
প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।
এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।
এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।
📲 এখনই Join করুন — Enroll Now



