২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২৩ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)” Job ID- 10220 এর ১৫,০০৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন
২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার সময়সূচি, Content, কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি
- লিখিত পরীক্ষা: ১৯ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার)
- সময়: সকাল ১০ টা থেকে দুপুর ১২টা
- লিখিত পরীক্ষা: ২ ঘন্টা

Live Written অ্যাপে ২০২৩ সালভিত্তিক ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ লিখিত প্রস্তুতির রুটিন (Bank Senior Officer 2023)
ব্যাংক সিনিয়র অফিসার পরীক্ষা (Bank Senior Officer 2023) যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তাই লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস (Bank job exam syllabus) সম্পন্ন না করে পরীক্ষার হলে যাওয়ার মানে নেই। সুতরাং, হাতে কিছুটা সময় থাকতেই যুগপতভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন।
Live Written অ্যাপে ২০২৩ সালভিত্তিক ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ লিখিত প্রস্তুতি (Bank Senior Officer 2023) এখন আরও সহজ ও গোছানো। রুটিনের লাইভ পরীক্ষা চলমান রয়েছে।



