৪৯তম স্পেশাল বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত । 49th BCS Final Result

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন।
পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।
বিষয়ভিত্তিক সুপারিশপ্রপ্ত প্রার্থীর সংখ্যা:
| বিষয় | পদের নাম | পদসংখ্যা |
|---|---|---|
| বাংলা | প্রভাষক | ৬১ জন |
| ইংরেজি | প্রভাষক | ৫০ জন |
| রাষ্ট্রবিজ্ঞান | প্রভাষক | ৫৫ জন |
| দর্শন | প্রভাষক | ৩০ জন |
| অর্থনীতি | প্রভাষক | ৪০ জন |
| প্রাণীবিদ্যা | প্রভাষক | ১৫ জন |
| ইতিহাস | প্রভাষক | ৩০ জন |
| সমাজকল্যাণ | প্রভাষক | ২৫ জন |
| রসায়ন | প্রভাষক | ৩০ জন |
| ইসলামী শিক্ষা | প্রভাষক | ১৫ জন |
| ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | প্রভাষক | ৩২ জন |
| পদার্থবিদ্যা | প্রভাষক | ২৫ জন |
| উদ্ভিদবিদ্যা | প্রভাষক | ২৪ জন |
| সমাজবিজ্ঞান | প্রভাষক | ১৫ জন |
| গণিত | প্রভাষক | ৩০ জন |
| ভূগোল | প্রভাষক | ১৬ জন |
| হিসাববিজ্ঞান | প্রভাষক | ৩০ জন |
| মার্কেটিং | প্রভাষক | ১০ জন |
| ব্যবস্থাপনা | প্রভাষক | ৩২ জন |
| ফিন্যান্স | প্রভাষক | ২০ জন |
| মনোবিজ্ঞান | প্রভাষক | ১০ জন |
| কৃষিবিজ্ঞান | প্রভাষক | ৫ জন |
| পরিসংখ্যান | প্রভাষক | ১৫ জন |
| সংস্কৃত | প্রভাষক | ৫ জন |
| গার্হস্থ্য অর্থনীতি | প্রভাষক | ৬ জন |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রভাষক | ২৫ জন |
| খাদ্য ও পুষ্টি | প্রভাষক | ২ জন |



