ব্লগRoutineসমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।

আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে, সমাজসেবা অধিদপ্তর ‘ইউনিয়ন সমাজকর্মী’ এর ২০৯টি খালি পদ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমাদের প্রত্যাশা, খুব দ্রুতই এর পরীক্ষার তারিখের ঘোষণাও আসবে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন ”সমাজকর্মী” পদের পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। পরীক্ষা হবে ৭০ মার্কের। মানবণ্টন বাংলা–২০, ইংরেজি–২০, সাধারণ জ্ঞান–১৫, গণিত–১৫।

বড় নিয়োগ পরীক্ষাগুলোতে আবেদনকারীর সংখ্যা বেশি থাকে এবং পরীক্ষায় সাধারণত তীব্র প্রতিযোগিতা হয়ে থাকে। তাই কাঙ্খিত পরীক্ষায় নিজের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজন গোছালো প্রস্তুতি। আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে ইতোমধ্যে রুটিন অনুসারে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পূর্ণাঙ্গ প্রস্তুতির পরীক্ষা চলমান আছে।

আরও দেখুন- ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

আরও দেখুন- ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিনে থাকছে-

  • মোট পরীক্ষার সংখ্যা: ৫০টি
  • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৪০টি
  • রিভিশন পরীক্ষা: ৫টি
  • ফুল মডেল টেস্ট: ৫টি
  • সাজেশন ও দিক নির্দেশনামূলক ক্লাস: ৫টি [প্রয়োজন অনুসারে বাড়ানো হতে পারে]
  • লাইভ পরীক্ষা শুরু: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ [প্রথম ২টি পরীক্ষা সকলের জন্য ফ্রি থাকবে।]
  • আর্কাইভে প্রশ্নসংখ্যা- জব স্যলুশনের প্রশ্ন: ৬১ হাজার +, ১৪-২০ তম গ্রেডের প্রশ্ন: ২.৬ হাজার +

অন্যান্য সুবিধা:

স্মার্ট সার্চ, ডায়নামিক প্যানেল, জব সল্যুশন টপিকগুরু, লেকচার PDF, সাম্প্রতিক সমাচার ও উইকলি বুলেটিন, গুরুত্বপূর্ণ প্রশ্নের PDF ইত্যাদি।

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির রুটিন

Union Social Worker Preparation Routine

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে শাণিত করবে এবং প্রতিযোগিতায় একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
4.5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।