৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ১০৬৩৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে পিএসসি। এর পূর্বে ৪৫তম বিসিএস এর ফলাফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৭ দিনের মধ্যে প্রকাশ করেছিল পিএসসি।
উল্লেখ্য যে গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। উক্ত পরীক্ষায় আবেদন করেছিলেন সর্বমোট ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী। যার মধ্য উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ ২ লাখ ৫৪ হাজার ৪২৫ জন পরিক্ষার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন নি ৮৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পরপরই Live MCQ অ্যাাপে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আমাদের অ্যাাপে বিগত সালের বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্নের উপর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো থেকে প্রাপ্ত ডাটার সাথে বিশ্লেষণ করে আমরা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্ক এর একটি ধারনা প্রকাশ করি। অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্য সহ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF দেখুন।
এক নজরে ৪৬তম বিসিএস প্রিলমিনারি পরীক্ষার ফলাফল দেখুন
এর আগে গত ৯ মার্চ ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই দিনে ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় এই তারিখ পিছিয়ে ২৬ এপ্রিল ২০২৪ তারিখে নির্ধারন হয়। পরিবর্তিত এই নতুন তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে ৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।
Leave A Comment