প্রিয় চাকরি প্রত্যাশীগণ, ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনার জানেন যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশপদ সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। ১৭তম বিজেএস পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল সর্বমোট ১০০ টি। এর ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল ১৭তম বিজেএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অনুযায়ী। যার প্রেক্ষিতে গতকাল ৪ মে রোজ শনিবার ঢাকার ৩ টি কেন্দ্রে ঘন্টাব্যাপী ১৭তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৭তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন সর্বমোট ৭ হাজার ৩১০ জন। যার মধ্য থেকে ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যেখানে পাশের হার ৯ দশমিক ৭২ শতাংশ।

১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক একদিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আজ ৫ মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ করলো সংস্থাটি। যেখানে বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ পদে নিয়োগ বিষয়ক আদেশ ২০০৭ এর ৪(২) আদেশ অনুসারে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নূন্যতম যোগ্যতা ৫০% নম্বর হওয়ায় ১৭তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৬০৩ জন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে।

এক নজরে ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

Download Live MCQ App