ব্লগExam Dateপেট্রোবাংলার অবশিষ্ট ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪ প্রকাশিত

পেট্রোবাংলার অবশিষ্ট ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪ প্রকাশিত

পেট্রোবাংলা অবশিষ্ট্য ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি

প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে পেট্রোবাংলার অবশিষ্ট্য ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৭ নভেম্বর ২০২৪ তারিখে ২ টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

পৃথক বিজ্ঞপ্তির একটিতে পেট্রোবাংলার ৪ ক্যাটাগরির পদের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি নির্ধারন করা হয়েছে আগামী ২২ নভেম্বর ২০২৪ তারিখে। ঐ দিন সকাল ১০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন – সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) এবং নার্স / ব্রাদার পদের পদপ্রার্থীগণ। ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এক নজরে পেট্রোবাংলার ৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রটি দেখে নিন

Petrobangla Written Exam Schedule
Petrobangla Written Exam Schedule
Petrobangla Written Exam Schedule
Petrobangla Written Exam Schedule

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়:

০১। আবেদনকারী প্রার্থীগণকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে স্ব স্ব মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। এসএমএস প্রাপ্তির পর http://bogmc.teletalk.com.bd/admitcard ওয়েবসাইট থেকে স্ব- স্ব User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

০২। পরীক্ষার হল এ ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ ও কোন প্রকার অলংকার নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

০৩। Online-এ প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

এছাড়াও একই দিনে ভিন্ন আরেকটি বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার আরও ৫ টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদগুলো হল – সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারি ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) এবং সহকারী ব্যবস্থাপক (আইন)। এই পদ সমূহের লিখিত পরীক্ষার তারিখ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখে নির্ধারন করা হয়েছে। ঐ দিন শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এক নজরে পেট্রোবাংলার ৫ ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রটি দেখে নিন

Petrobangla Written Exam Schedule
Petrobangla Written Exam Schedule
Petrobangla Written Exam Schedule

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়

০১। আবেদনকারী প্রার্থীগণকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে স্ব স্ব মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। এসএমএস প্রাপ্তির পর http://bogmc.teletalk.com.bd/admitcard ওয়েবসাইট থেকে স্ব- স্ব User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

০২। পরীক্ষার হল এ ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ ও কোন প্রকার অলংকার নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

০৩। Online-এ প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য পেট্রোবাংলার লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

Petrobangla Exam Center Change Notice
Petrobangla Exam Center Change Notice
Petrobangla Exam Center Change Notice
  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।