প্রিয় ব্যাবহারকারীগণ সফল ভাবে ৫ টি Award Mania সম্পন্ন হওয়ার পর ৪৭তম বিসিএস প্রস্তুতিকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য Live MCQ এ শুরু হয়েছে Award Mania 6 ! ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারা মাস জুড়ে নিয়মিত পরীক্ষা দিয়ে জিতে নিনে ipad, portable speaker, Live MCQ প্রিমিয়াম টি-শার্ট, এবং Live MCQ মাসিক প্যাকেজ! জুন মাসে মোট ৩১১ জন বিজয়ীদের জন্য থাকছে এসব পুরষ্কার। এই পুররষ্কার গুলো পেতে আপনাদের Live MCQ অ্যাাপের ৩ টি বাটনের নির্দিষ্ট কিছু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Award Mania Season 6 এর বাধ্যতামূলক পরীক্ষাগুলো হলঃ

Award Mania Season 6 এর পুরষ্কার প্রাপ্তির জন্য বিবেচিত হতে আপনাকে অবশ্যই নিম্নে উল্লেখিত ২৯ টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Award Mania June 2024 Exams

Live MCQ Award Mania Season 6 এর পুরষ্কার সমূহঃ

  • iPad 10.2 (9th Gen) ⎯ ১টি
  • Portable Speaker ⎯ ১০টি ও
  • Live MCQ T-Shirt ⎯ ১০০টি

এছাড়াও বিশেষ পুরষ্কার হিসাবে প্রতিটি সাপ্তাহিক ফ্রি মডেল টেস্ট পরীক্ষায় শর্ত পূরণকারী ৫০ জন করে মোট ২০০ জন পাবেন Live MCQ মাসিক প্রিমিয়াম প্যাকেজ!

Live MCQ Award Mania: Season 6-এর শর্তসমূহঃ

প্রথম পুরস্কার iPad 10.2 (9th Gen)-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:

  • ন্যূনতম ২২টি পরীক্ষা (ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস) + ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট = ন্যূনতম ২৬টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
  • পরীক্ষায় পাস বা নির্দিষ্ট মার্ক প্রাপ্তির কোনো বাধ্যবাধকতা নেই।
  • ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্টে অংশগ্রহণ বাধ্যতামূলক।

দ্বিতীয় পুরস্কার Portable Speaker-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:

  • ন্যূনতম ১৯টি পরীক্ষা (ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস) + ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট = ন্যূনতম ২৩টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
  • পরীক্ষায় পাস বা নির্দিষ্ট মার্ক প্রাপ্তির কোনো বাধ্যবাধকতা নেই।
  • ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্টে অংশগ্রহণ বাধ্যতামূলক।

তৃতীয় পুরস্কার Live MCQ T-Shirt-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:

  • ন্যূনতম ১৬টি পরীক্ষা (ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস) + ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট = ন্যূনতম ২০টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
  • পরীক্ষায় পাস বা নির্দিষ্ট মার্ক প্রাপ্তির কোনো বাধ্যবাধকতা নেই।
  • ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্টে অংশগ্রহণ বাধ্যতামূলক।

বিশেষ পুরস্কার এর শর্ত সমূহ:

প্রতিটি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট থেকে ২০%-এর বেশি মার্ক পেলে লটারির মাধ্যমে ৫০ জনকে Live MCQ মাসিক প্রিমিয়াম ফ্রি প্যাকেজ প্রদান করা হবে। জুন মাসের ৪টি ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্টে ৫০ জন করে মোট ২০০ জনকে Live MCQ মাসিক প্রিমিয়াম ফ্রি প্যাকেজ প্রদান করা হবে।
Install Live MCQ App button

অন্যান্য সাধারণ শর্ত সমূহ:

  • Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই পরীক্ষার্থীকে Live MCQ প্রোফাইলে আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে। তাই, Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
  • প্রোফাইলে অশালীন নাম বা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে।
  • Award Mania: Season-6-এর iPad ও Portable Speaker বিজয়ীদেরকে Live MCQ অফিসিয়াল গ্রুপে পাবলিক পোস্টের মাধ্যমে পুরস্কার Claim করতে হবে। Live MCQ T-Shirt-এর ক্ষেত্রে এটি শিথিলযোগ্য; তবে Claim করা হলে সেটা আমরা Appreciate করবো।
  • সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

দ্রষ্টব্য:

  • পুরস্কারের শর্তপূরণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
  • লটারির প্রোগ্রাম Live MCQ ফেসবুক গ্রুপ ও পেইজে লাইভ সম্প্রচার করা হবে।
  • বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season – 6 – এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

এছাড়াও ৪৭তম বিসিএস উপলক্ষে Live MCQ এর বার্ষিক ও ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজের উপর চলছে স্পেশাল ডিসকাউন্ট অফার! ১০০ দিনে, ১৪০ দিনে এবং ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতিসহ এক প্যাকেজেই সকল চাকরির প্রস্তুতি নিতে আজই Enroll করুন!