ব্লগRoutine৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, ৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।

বিসিএসসহ বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রে গণিত নিয়ে অনেকের মধ্যে ভীতি কাজ করে এবং অনেকে গণিতে দুর্বলতা থাকায় সেটি এড়িয়ে যেতে চান। কিন্তু দক্ষতা অর্জন করতে পারলে গণিতে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। নিয়মিত অনুশীলনই এখানে মূল চাবিকাঠি—প্রতিদিন ১ থেকে ১.৩০ ঘণ্টা গণিত অনুশীলনের জন্য বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছি।

আপনাদের সার্বিক প্রস্তুতির কথা বিবেচনা করে Live MCQ সাবজেক্ট কেয়ার বাটনে ৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন প্রদান করা হলো—সাথে রয়েছে ক্লাস ও লেকচার PDF।

৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে

  • মোট লাইভ পরীক্ষা: ২৭টি
  • লাইভ পরীক্ষা শুরু: ২৬ জানুয়ারি, ২০২৫
  • মোট ভিডিও ক্লাস ও লেকচার PDF: ২১টি
  • আর্কাইভের প্রশ্ন: ৩৮,৩০০+ (সমাধানসহ)

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন—নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড

৪৭তম বিসিএস Math Master পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Sectionরুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার PDF ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

নিয়মিত রুটিন অনুসারে পড়াশোনার পাশাপাশি ক্লাস দেখুন, লেকচার PDF ও অন্যান্য বই থেকে পড়ুন এবং Live MCQ অ্যাপ থেকে রিয়েল পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিন।

আশা করি, নতুন এই রুটিন আপনার গণিতের দুর্বলতা ও ভীতি দূর করে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। মূল প্রিলির আগেই রুটিনের সব পরীক্ষা সম্পন্ন হবে। আমাদের বিশ্বাস, Math Master-এর নতুন এই রুটিন ৪৭তম বিসিএসের পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিকেও এগিয়ে দেবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ-এর সাথে!

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।