ব্লগOffersLive MCQ অ্যাপে চলছে ৩ দিনের জুলাই Rapid ডিসকাউন্ট অফার

Live MCQ অ্যাপে চলছে ৩ দিনের জুলাই Rapid ডিসকাউন্ট অফার

প্রিয় ব্যবহারকারীগণ, আপনাদের জন্য Live MCQ-এর পক্ষ থেকে রয়েছে দারুণ সুখবর! চাকরির পরীক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ছাড়ে, Live MCQ নিয়ে এসেছে বার্ষিক ও ষান্মাসিক প্রিমিয়াম প্যাকেজে — জুলাই র‍্যাপিড ডিসকাউন্ট অফার। অফার চলবে ৭, ৮ ও ৯ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বার্ষিক ও ষান্মাসিক প্রিমিয়াম প্যাকেজের উপর তিন দিনের এই জুলাই Rapid ডিসকাউন্ট অফার আপনাদের বিসিএস, ব্যাংক ও অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতিকে করবে আরও সহজ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন।

জুলাই Rapid ডিসকাউন্ট অফার এর বিস্তারিত:

  • বার্ষিক প্যাকেজ ⎯ ১১৯৯/- টাকা
    • ৩০০ টাকা মূল্য ছাড়ে ১৪৯৯ টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র ১১৯৯/- টাকায়।
  • ষাণ্মাসিক প্যাকেজ ⎯ ৭৯৯/- টাকা
    • ২০০ টাকা মূল্য ছাড়ে ৯৯৯ টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র ৭৯৯/- টাকায়।

ডিস্কাউন্ট অফারে পছন্দের প্যাকেজটি নিয়ে প্রস্তুতি শুরু করতে নিচের ছবির নির্দেশনা অনুসরণ করুন অথবা ছবিতে ক্লিক করে সরাসরি Package Section থেকে প্যাকেজ এনরোল করুন:

How to Buy Package Instruction Image

বিশেষ দ্রষ্টব্য:

  • Live MCQ-তে যদি আপনার চলমান কোন প্রিমিয়াম প্যাকেজ থাকে তবে নতুন প্যাকেজ নেয়ার পর অটোমেটিক পূর্বের প্যাকেজের সাথে মেয়াদ সমন্বয় হয়ে যাবে। ফলে মেয়াদ নষ্ট না করেই রিনিউ করা যাবে নির্ভরভাবে।
  • বিশেষ বিসিএস (যেমন — স্বাস্থ্য, শিক্ষা), বার কাউন্সিল বা বিজেএস প্রস্তুতি এই প্যাকেজের আওতায় পড়বে না।

জুলাই Rapid ডিসকাউন্ট অফার কেন গুরুত্বপূর্ণ?

আপনারা জানেন, Live MCQ সাধারণত বছরে দু’বার দীর্ঘ সময়ের জন্য প্রিমিয়াম প্যাকেজ ডিসকাউন্ট অফার চালু করে— প্রথমটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর নতুন ব্যাচের শুরুতে, এবং দ্বিতীয়টি বছরের শেষদিকে বা বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সময়। এছাড়াও Live MCQ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্ল্যাশ সেলও দেওয়া হয়।

তবে ২০২৫ সালের বিসিএস প্রস্তুতির প্রেক্ষাপট ছিল কিছুটা ভিন্ন। ৪৭তম বিসিএস পরীক্ষাটি প্রত্যাশিত মে-জুনে অনুষ্ঠিত না হওয়ায় পূর্বনির্ধারিত নিয়মিত বিসিএস ডিসকাউন্ট অফার সময়মতো চালু করা যায়নি। যদিও ৫–৭ মে ২০২৫ পর্যন্ত ৩ দিনের একটি র‍্যাপিড ডিসকাউন্ট অফার চালু করা হয়েছিল, তবে অনেকেই সেটি গ্রহণ করতে পারেননি।

এদিকে অনেক পুরনো ব্যবহারকারীর বার্ষিক বা ষাণ্মাসিক প্যাকেজের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা শেষের পথে। প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে কারও প্রস্তুতিতে ছেদ পড়ুক — আমরা তা চাই না। এছাড়া নতুন প্রার্থীদের চাকরির প্রস্তুতি আরও সহজ করতেও আমরা সবসময় সচেষ্ট থাকি। সার্বিক বিবেচনায়, Live MCQ আবারও নিয়ে এসেছে এই সময়োপযোগী বিশেষ অফার — “ ৩ দিনের জুলাই Rapid ডিসকাউন্ট অফার”।

Live MCQ July Rapid Discount Offer Image

এক প্যাকেজেই বিসিএস থেকে ব্যাংক—সব প্রস্তুতি!

Live MCQ-এর প্রিমিয়াম প্যাকেজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটিমাত্র সাবস্ক্রিপশনেই বিসিএসসহ প্রায় সব সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। এই প্যাকেজের আওতায় যেসব চাকরির প্রস্তুতি নেওয়া যাবে:

  • ৪৭তম বিসিএস প্রিলিমিনারি
  • ৪৯তম বিসিএস প্রিলিমিনারি
  • ব্যাংক নিয়োগ প্রস্তুতি,
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ,
  • শিক্ষক নিবন্ধন [NTRCA]
  • ৯ম- ১৩তম গ্রেডের চাকরি [খাদ্য অধিদপ্তরের নিয়োগ, ATEO নিয়োগ, IBA ফ্যাকাল্টিভিত্তিক প্রস্তুতি ইত্যাদি]
  • ১৪তম – ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি ইত্যাদি।

এছাড়াও, চলমান ও আসন্ন সকল পরীক্ষার রুটিন অনুযায়ী Live পরীক্ষায় অংশ নেওয়া, ক্লাস, এবং সকল প্রিমিয়াম ফিচার ব্যবহারের এক্সেস থাকছে এই ডিসকাউন্ট প্যাকেজে।

প্রিমিয়াম প্যাকেজে অন্তর্ভুক্ত সুবিধাসমূহ:

  • ৫.২০ লাখ+ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ আর্কাইভ
  • ১০০০+ ভিডিও ক্লাস ও PDF রিসোর্স
  • Smart Search, Topic Guru, Quiz Master, Job Solution, Audio Player, Dynamic Panel সহ সকল প্রিমিয়াম স্টাডি টুলস
  • সেন্ট্রাল লাইব্রেরি ও সাবজেক্টভিত্তিক সাজানো কনটেন্ট
  • লাইভ + আর্কাইভ পরীক্ষা একসাথে
  • প্রস্তুতির ধারাবাহিকতায় সাহায্যকারী রুটিনভিত্তিক প্রস্তুতি প্যানেল

চাকরির প্রস্তুতিকে নিশ্চিত করতে এখনই সিদ্ধান্ত নিন!

আপনার বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতিকে নির্বিঘ্ন, সাশ্রয়ী ও কার্যকর করতেই Live MCQ-এর ‘জুলাই র‍্যাপিড ডিসকাউন্ট অফার’ চালু করা হয়েছে। যাদের প্যাকেজের মেয়াদ শেষ হয়েছে বা শেষের পথে, তারা সহজেই মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর যারা এখনো শুরু করেননি, তাদের জন্য এটি হতে পারে সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত।অফারটি পেতে Live MCQ অ্যাপ থেকে আজই প্যাকেজ নিয়ে প্রস্তুতি শুরু করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।