গত ৮ এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশ অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী রাজশাহী কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। যার মধ্য দিয়ে ১১ টি ক্যাটাগরিতে ১১৩ জন কে নিয়োগ প্রদান করা হবে। রাজশাহী বিভাগের সকল জেলার যোগ্য প্রার্থীগন এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৩ মে ২০২৪ সকাল ১০ ঘটিকা।
অনলাইনে আবেদন শেষের তারিখ: ২ জুন ২০২৪ বিকাল ৫ টা পর্যন্ত।
অনলাইনে আবেদন পূরণের ওয়েবসাইট: http://rajshahivat.teletalk.com.bd/
আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
আমি কাস্টমস সিপাহী চাকুরির জন্য খুবই আগ্রহী।
আপনি চাইলে উক্ত সার্কুলার হতে আপনার পছন্দ অনুযায়ী পদে আবেদন করতে পারেন। সার্কুলারে বর্ণিত পদ সমূহের জন্য আমাদের ৯ম – ২০ তম গ্রেডের রুটিন ফলো করে প্রস্তুতি নিতে পারবেন।
আমাকে কি আপনাদের রুটিন টা দেওয়া যাবে- ৯ম-২০তম গ্রেডের, প্রস্তুতির Roadmap খুজে পাচ্ছি না
৯ম-১৩তম গ্রেডের রুটিনঃ-
https://pdf.cracktech.org/PSC-Non-Cadre-9th-13th-Grade-Routine?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR2WNY0xBC6TfIiYgz3HA-ZA4Kd2jcQnBLIt29uSt6gB38YVpTWB6XiNJ4k_aem_AaRWd57ukTHcvR46T4efmH3Tlak7dxB8MCQktrih5f-6X4PEhSjRQ8pEl9RrqETlGBlkIloKm3QJkkPFeWM3i_7x
১৪-২০তম গ্রেডের রুটিনঃ-
https://go.livemcq.com/14th-20th-grade-preparation-routine
ভাই সিপাহী পদে আবেদন করছি পরীক্ষার হইছে না হবে
পরীক্ষার তারিখের বিষয়ে এখন পর্যন্ত ঘোষণা আসে নি।
এ বিষয়ে আপডেট আসলে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হবে।
মাঠ এর ডেট কতদিন এর মধ্যে হতে পারে বলবেন প্লিজ
সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে এ বিষয়ে আপডেট আসার পূর্বে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
আপডেট পেতে অনুগ্রহ করে Live MCQ পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।