Live MCQ তে পেমেন্টের জন্য যে মাধ্যমগুলো আছে, তার সবগুলোই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিসিয়াল গেটওয়ে। আমরা SSLCOMMERZ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করি এবং SSLCOMMERZ বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার। অনেকেই Live MCQ-তে তাদের একাউন্টের ডিটেইলস দিতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের অনুরোধ

  1.  আপনি আপনার ব্যাংকের হেল্পলাইনে কল করে SSLCOMMERZ এর ব্যাপারে নিশ্চিত হয়ে নিতে পারেন। যেমন, বিকাশে হেল্পলাইন 16247 রকেটের 16216, নগদের 16167
  2. আপনি যে পেজ থেকে পেমেন্ট সম্পন্ন করছেন সেটা Live MCQ অ্যাপের পেজ নয়। ওটা আপনার ব্যাংকেরই পেমেন্ট গেটওয়ের পেজ।
    তাই, Live MCQ-তে পেমেন্ট একদম নিরাপদ এবং অনুমোদিত। আপনারা নিশ্চিন্তে Live MCQ-তে পেমেন্ট করুন। Live MCQ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত এবং কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত।