আমি স্টাডি গ্রুপে যুক্ত হতে চাই। কীভাবে হবো?
স্টাডি গ্রুপে জয়েন করতে অ্যাপের হোমপেইজে “Study Group Section” অপশনে দেখুন।
স্টাডি গ্রুপে জয়েন করতে অ্যাপের হোমপেইজে “Study Group Section” অপশনে দেখুন।
যে বাটনের লাইভ পরীক্ষা দিবেন লাইভ পরীক্ষার পর দিন সকালে ঐ বাটনের অধীনে "Result" অপশন থেকে ফলাফল দেখতে পারবেন।
লাইভ পরীক্ষা মিস হলে, লাইভ পরীক্ষার তারিখের পরের দিন সকালে আর্কাইভে প্রশ্ন জমা হয়। আপনি আর্কাইভ থেকে যত খুশি ততবার পরীক্ষা দিয়ে ফলাফল ও ব্যাখ্যা সহকারে পড়ে নিতে পারবেন।
অ্যাপ থেকে পেমেন্ট করার পর অ্যাপ মেনু থেকে “Profile” অপশনে গেলেই প্যাকেজের নাম ও মেয়াদ দেখতে পারবেন।
লগইন মাধ্যম ভুলে গেলেও আইডির তথ্য হারানোর কোন ভয় নেই। আপনার পূর্বের আইডির প্রোফাইলে দেয়া মোবাইল নাম্বারটি জানালেও আমাদের সার্ভার থেকে আপনার আইডির লগইন মাধ্যম খুজে বের করা যাবে।
অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করতে সমস্যা হলে আলাদা পার্সোনাল পেমেন্টের নাম্বার দেয়া যাবে, সেন্ড মানি করেও প্যাকেজ একটিভ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ অথবা হোয়াটস্যাপ নম্বরে মেসেজ দিয়ে অথবা সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার: 01701-377322
শুধুমাত্র ৪৬তম বিসিএস এর জন্য আপনি আমাদের বার্ষিক প্যাকেজ নিতে পারেন। তবে আপনি যদি চলতি বিসিএস পরীক্ষা দেয়ার পরেও পরবর্তী বিসিএসগুলো সহ অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি চালিয়ে যেতে চান, তাহলে আমাদের স্বাধীন প্যাকেজ নিতে পারবেন।
Live MCQ-তে বেশ কয়েকটি বাটনে নিয়মিত পরীক্ষা হয়। আপনার প্রথমেই সব ফলো করার দরকার নেই। আপনি যদি একদম নতুন হিসাবে প্রস্তুতি শুরু করেন তাহলে - নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে সম্পূর্ণ সিলেবাস' বাটনের পরীক্ষাগুলো প্রথমে ফলো করুন। নতুনদের বিসিএস প্রস্তুতিতে দুটি বাটনে পরীক্ষা হয়। ১. ডেইলি কুইজ। [...]
আমাদের চারটি রেগুলার প্যাকেজ (১ বছর, ৬ মাস, ৩ মাস ও ১ মাস) থেকে যে কোন একটি প্যাকেজ নিয়েই আপনি বিসিএস প্রিলি, ব্যাংক, জব সল্যুশন, NTRCA এবং প্রাইমারী সহ আমাদের অ্যাপের সকল রুটিনের পরীক্ষার পাশাপাশি স্মার্ট সার্চ, ডায়নামিক প্যানেল সহ অ্যাপের প্রিমিয়াম সেকশনের এক্সেস পাবেন। আর আমাদের লাইভ [...]
আমাদের লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের টপিক ও রুটিনের ব্যাপ্তি বিবেচনায় রেখে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস ও ভিডিয়ো লেকচার সমূহ শুধুমাত্র ৬ মাস ও ১ বছরের প্যাকেজের আওতায় রাখা হয়েছে।
আমাদের প্রিলি ও রিটেন দুটি সম্পূর্ণ আলাদা সার্ভিস ও আলাদা অ্যাপ। তাই রিটেনের জন্য আলাদা প্যাকেজ নিয়ে প্রস্তুতি দিতে পারবেন। উল্লেখ্য, রিটেনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে Live Written লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।
আমাদের রুটিনের পরীক্ষাগুলো সারা বছর চক্রাকারে চলতে থাকে। তাই আপনি যে রুটিনের পরীক্ষা দিতে চান সে রুটিনের আপকামিং পরীক্ষাগুলোর প্রস্তুতি নিয়ে লাইভে পরীক্ষা দিবেন। আর বাকি পরীক্ষাগুলো পরবর্তী রাউন্ডে দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আর্কাইভ থেকে রুটিনের মিস করা পরীক্ষাগুলো দিয়ে ব্যাখ্যা সহ ফলাফল দেখে নিতে পারবেন।
বিসিএস প্রিলি, সাবজেক্ট কেয়ার, ব্যাংক প্রস্তুতি, জব সল্যুশন, ৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি, NTRCA ও প্রাইমারিসহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এই একটি প্ল্যাটফর্ম থেকে।
হ্যাঁ, Live MCQ-তে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা লাইভ ভিডিও ক্লাস হয়, Video Section-এর রুটিন বাটনে আপকামিং লাইভ ক্লাসগুলোর শিডিউল দেখতে পাবেন। এছাড়া ইতোমধ্যে সম্পন্ন হওয়া অনেকগুলো বিষয়ের ভিডিও লেকচার Video Section-এর নির্দিষ্ট বিষয়ের বাটনে প্রবেশ করে দেখে নিতে পারবেন।
Live MCQ অ্যাপ ইন্সটল ও লগইন করে অ্যাপের হোমপেজের এক্সাম সেকশন থেকে যে রুটিনের লাইভ পরীক্ষা দিবেন সে বাটনে গিয়ে “Start Live Exam” অপশনে ক্লিক করে লাইভ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।