Live MCQ-তে বেশ কয়েকটি বাটনে নিয়মিত পরীক্ষা হয়। আপনার প্রথমেই সব ফলো করার দরকার নেই। আপনি যদি একদম নতুন হিসাবে প্রস্তুতি শুরু করেন তাহলে –
নতুনদের বিসিএস প্রস্তুতি – ২০০ দিনে সম্পূর্ণ সিলেবাস’ বাটনের পরীক্ষাগুলো প্রথমে ফলো করুন।
নতুনদের বিসিএস প্রস্তুতিতে দুটি বাটনে পরীক্ষা হয়।
১. ডেইলি কুইজ।
২. নতুনদের বিসিএস প্রস্তুতি।
এই দুটি বাটনে সব সময় পরীক্ষা থাকে। প্রথমে দুইদিন দুটি ডেইলি কুইজ হয় এবং তৃতীয় দিন ঐ দুই ডেইলি কুইজের টপিকের উপর ‘নতুনদের বিসিএস প্রস্তুতি – ২০০ দিনে সম্পূর্ণ সিলেবাস’ বাটনে পরীক্ষা হয়।
অর্থ্যাৎ ৩ দিনে আপনার ১ বার রিভিশনসহ একটা টপিক পড়া হয়ে যাচ্ছে। এটা নতুনদের প্রস্তুতির জন্য বেশ কার্যকরী। উপরের দুইটি বাটন ছাড়া আর যে দুইটি বাটন ফলো করার জন্য আমরা সাজেস্ট করবো সেই দুটি বাটন হলো –
১. সাপ্তাহিক ফ্রি মডেল টেস্ট। প্রতি শুক্রবারে ফুল মডেল টেস্ট হয়, এটা অবশ্যই দেওয়া উচিত। পাশ-ফেইল বা নাম্বারের দিকে তাকানোর দরকার নেই। শুধু অংশগ্রহণ করুন। ফলাফল প্রকাশের পর প্রশ্ন ও উত্তরের পাশাপাশি ব্যাখ্যাগুলো ভালো করে পড়ুন।
ইনশাআল্লাহ, নিয়মিত ৫/৭টি পরীক্ষায় অংশগ্রহণের পরই নিজের পরিবর্তন টের পাবেন।
২. জব সল্যুশন পরীক্ষা। সপ্তাহে আমাদের এখানে অনেকগুলো জব সল্যুশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনি প্রথমে সপ্তাহে অন্তত ১/২টি করে পরীক্ষায় অংশ নিন। এতে রিয়েল চাকুরীর পরীক্ষায় আগত প্রশ্ন সম্পর্কে আইডিয়া বৃদ্ধি পাবে।
Leave A Comment