ব্লগExam Dateবিমান বাংলাদেশের এসিস্ট্যান্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪

বিমান বাংলাদেশের এসিস্ট্যান্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল অ্যাাফেয়ার্স / কোর্ট অ্যাাফেয়ার্স পদের আবেদনকারী প্রার্থীদের লক্ষিত পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার বেলা ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। আজ ২৬ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ।

প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা ১:৩০ ঘটিকার মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিটিআরসি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ডাউনলোড লিংক দ্রুততম সময়ে প্রদান করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসিস্ট্যান্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি

Biman bangladesh assistant manager written exam date 2024

উল্লেখ্য যে উক্ত পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।