শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী নিয়োগ প্রিলি পরীক্ষার সময়সূচি
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী নিয়োগ প্রিলি পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস এ অন্যান্য নির্দেশনা প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-এর ১০ গ্রেডভুক্ত “উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)” পদে আবেদনকারী প্রার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শনিবার) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অংশগ্রহনকারী প্রার্থীদের পরীক্ষার নির্দিষ্ট সময়ের অন্তত আধা ঘন্টা পূর্বে হলে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।