প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে আনন্দিত হবেন যে ২০২২ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ১৫৯৭ টি শূন্য পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ টি, জনতা ব্যাংকে ১৬৪ টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিমিটেডে এ ৫টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১ টি। বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯ টি, রাকাব এ ২৩১ টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬৪টি, কর্মসংস্থান ব্যাংকে ২০ টি, এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স এ ২০টি পদ রয়েছে। এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনোকারী প্রার্থীদের আগামী ৬ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে https://erecruitment.bb.org.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
সমন্বিত ৯ ব্যাংকের অফিসার সাধারণ পদের প্রবেসপত্র ডাউনলোডের সময়সীমা ২৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এক নজরে সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র ডাউনলোড করার বিজ্ঞপ্তি দেখুন
উল্লেখ্য যে সমন্বিত ৯ ব্যাংকে অফিসার সাধারণ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তীতে প্রকাশ করা হবে যা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। ২০২২ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ পদের এই বিজ্ঞপ্তির Job ID 10202।