প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার সাধারণ, অফিসার সাধারণ এবং অফিসার ক্যাশ / অফিসার (টেলর) পদের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের সদস্যভুক্ত ২০২২ সাল ভিত্তিক ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ) (Job ID-10201) এর ৯৭৪টি শূন্য পদে, ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ (Job ID-10202) এর ১৫৯৭টি শূন্য পদে এবং ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ (Job ID-10203) এর ৭৮৭টি শুন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের প্রিলি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা আগামী ১৯/০৯/২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
এক নজরে সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বর্ধিত করার প্রসঙ্গে বিজ্ঞপ্তি দেখুন
উল্লেখ্য যে, ইতোপূর্বে ২০২২ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (সাধারণ)” এবং “অফিসার সাধারণ” পদের প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ৩০ জুন ২০২৪ এবং ২৫ আগষ্ট ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো।
Leave A Comment