ব্লগRoutineBank English পরীক্ষা প্রস্তুতির রুটিন

Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিন

প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটি ও বাংলাদেশ ব্যাংক – বেশকিছু বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সামনে আরো বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যাদের লক্ষ্য ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়া, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ।

যেকোন চাকরির নিয়োগ পরীক্ষা, বিশেষত ব্যাংকের প্রিলি ও লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করা অত্যন্ত জরুরি। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে অন্যান্য অংশের প্রস্তুতিও সহজ হয়ে যায় এবং সেই সাথে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি বেড়ে যায়। ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি। কিছু বিষয়, যেমন Vocabulary [Meaning, Synonyms, Antonyms], Freehand Writings, Analogy ইত্যাদি টপকে একদিনে দক্ষতা অর্জন সম্ভব নয় এবং এগুলোর প্রস্তুতির জন্য গভীরভাবে অধ্যয়ন করতে হবে।

বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, শুধু ভোকাবুলারি অংশ থেকেই পরীক্ষায় ১২ থেকে ১৩টি প্রশ্ন এসেছে। ভোকাবুলারি অংশ থেকে Synonym, Antonym, Analogy, One word substitution, Idioms and Phrases ইত্যাদি বিষয় খুব ভালোভাবে পড়তে হবে।এবং নিয়মিত লাইভ পরীক্ষার মাধ্যমে আরো ভালো প্রস্তুতি নেয়া যাবে। এছাড়াও রিসেন্ট জব সল্যুশন হতে বিগত প্রশ্নগুলো সমাধান করলে আপনার প্রস্তুতি আরো গোছানো হবে।

আপনাদের ব্যাংক নিয়োগ প্রস্তুতি আরো সুন্দর ও গোছানো করার জন্য Live MCQ-তে ব্যাংকের ইংলিশ অংশের নতুন রুটিন প্রদান করা হচ্ছে। এখানে লাইভ পরীক্ষার পাশাপাশি থাকছে ক্লাসও।

Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-

  • মোট লাইভ পরীক্ষা: ১৫টি
  • লাইভ পরীক্ষা শুরু: ১৯ নভেম্বর, ২০২৫
  • ভিডিয়ো ক্লাস [রেকর্ডেড]: ১৫টি
  • লেকচার PDF: ১৫টি
  • Vocabulary Booster PDF [520 Words]

সাথে থাকছে ⎯

  • ব্যাংকের আর্কাইভ ⎯ প্রায় ২৭,৩০০ প্রশ্ন [রেফারেন্স অনুসারে ব্যাখ্যাসহ]
  • টপিকগুরু ⎯ ব্যাংক টপিকভিত্তিক পড়াশোনার জন্য।
  • কুইজ মাস্টার ⎯ নির্দিষ্ট/Random টপিকের উপর যত খুশি কুইজ প্রদান।
  • প্রয়োজনীয় বেশ কয়েকটি স্টাডি ম্যাটেরিয়ালস্‌

তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিন

এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

আশা করি এই ক্লাস ও পরীক্ষাগুলো তথা “Bank English” বাটনটি আপনাদের ব্যাংকের ইংরেজি প্রস্তুতির জন্য সহায়ক হবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।