১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 18th BJS Question Solution PDF

প্রিয় চাকরি প্রার্থীগণ, ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে, গত ১ নভেম্বর তারিখে ১৮তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের এই পরীক্ষায় সর্বমোট পদ সংখ্যা ছিল ১০০টি।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে ১৮তম সহকারী জজ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ পরীক্ষাকে কেন্দ্র করে Live MCQ অ্যাপে ১৮তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি রুটিনে অংশ নেন অনেক শিক্ষার্থী। এ রুটিনের মধ্যে ছিল বিষয়ভিত্তিক ক্লাস ও মডেল টেস্ট।
১৮তম বিজেএস পরীক্ষা শেষ হলে তার পরদিন Live MCQ অ্যাাপে ১৮তম বিজেএস পরীক্ষার মূল প্রশ্নের উপর ফ্রী লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাজারো পরীক্ষার্থীর সাথে এ পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকেই তাদের অবস্থান যাচাই করেন। এরইমধ্যে, আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান প্রস্তুত করে। অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যাসহ ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDFটি নিচের Download Button থেকে ডাউনলোড করে যেকোনো ডিভাইসে বা প্রিন্ট করে পড়তে পারবেন।



