২৭তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ২০২৫
সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২৭তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৩৫৬৬ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
নির্ধারিত তারিখ ও সময় অনুসারে ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। মেডিকেল বোর্ড অনুষ্ঠিত হবার পূর্বের ৫ কর্মদিবসের মধ্যে প্রার্থীদেরকে যেকোন সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে করানো CBC, FBS/RBS, Urine R/E, HBsAg, VDRL, HIV, CXR(P/A view), Blood grouping & Rh typing, Ophthalmological test, ECG এবং Urine for Dope test এর রিপোর্টসমূহ পরীক্ষায় দাখিল করতে হবে। রিপোর্টসমূহ অবশ্যই নূন্যতম মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।