৫০তম বিসিএস পরীক্ষার সিলেবাস | 50th BCS Syllabus

প্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি ৫০তম বিসিএস নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ১৭৬০ জন নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আজ ৫০তম বিসিএস পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষ। আপনি যদি কোন ক্যাডারে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই সিলেবাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন।
৫০তম বিসিএস পরীক্ষার নম্বর বণ্টন (২০০ নম্বরের মধ্যে)
| বিষয় | নম্বর |
|---|---|
| বাংলা ভাষা ও সাহিত্য | ৩০ |
| ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩০ |
| বাংলাদেশ বিষয়াবলি | ২৫ |
| আন্তর্জাতিক বিষয়াবলি | ২৫ |
| ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
| সাধারণ বিজ্ঞান | ১৫ |
| কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ১৫ |
| গাণিতিক যুক্তি | ২০ |
| মানসিক দক্ষতা | ১৫ |
| নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১৫ |
| মোট | ২০০ |




I will try my best level
Best wishes to you.
For any assistance regarding preparation, kindly contact our official page: https://m.me/livemcq
Or, call:
01701-377322