ব্লগBCS PreparationBlog৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার গাইডলাইন ও সাজেশন

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার গাইডলাইন ও সাজেশন

প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার গাইডলাইন ও সাজেশন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা যারা সম্প্রতি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি ধাপ শেষ করে লিখিত পরীক্ষার গন্ডি পার করেছেন সফলভাবে প্রথমেই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আগামী ৬ জুলাই ৪৫তম বিসিএস ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে পিএসসি। বিসিএস ভাইভা আপনার কাঙ্ক্ষিত ক্যাডার নির্ধারণের চাবিকাঠি। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ—মৌখিক পরীক্ষা। এই ভাইভা পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বরের মূল্যায়ন হয় এবং ভালো স্কোর পেলে কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

সাধারণত ভাইভা বোর্ডে উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, আত্মবিশ্বাস ও আচরণ দিয়ে একজন প্রার্থীকে যাচাই করা হয়। তাই কেবল বই মুখস্থ নয়, প্রস্তুতি হওয়া উচিত চিন্তা, কথাবার্তা ও নিজের উপস্থাপনার জায়গা থেকে। আজকের ব্লগে ভাইভা প্রস্তুতির কৌশল, ভাইভা বোর্ডে কি করবেন, কি করবেন না এবং কিভাবে প্রস্তুতি নিবেন এসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি এরপর আত্মবিশ্বাসের সাথে ভাইভা পরীক্ষায় অংশগ্রহন করে কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবেন।

ভাইভা প্রস্তুতির ৫টি গুরুত্বপূর্ণ দিক

  1. নিজ সম্পর্কে স্পষ্ট ধারণা: নিজের নামের অর্থ, জেলার পরিচিতি, পছন্দ-অপছন্দ, ক্যাডার চয়েসের কারণ—এই বিষয়গুলো গোছানো উত্তরসহ প্রস্তুত রাখুন।
  2. সমসাময়িক ঘটনা: ভাইভার দিন বা আগের সপ্তাহের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীর ভ্রমণ, সদ্য প্রয়াত কোনো বিশিষ্ট ব্যক্তি—এসব জানা থাকা জরুরি।
  3. ক্যাডারভিত্তিক জ্ঞান: প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র—আপনার চয়েজ অনুযায়ী কাডার সংক্রান্ত দায়িত্ব, পদক্রম, এবং সাম্প্রতিক ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন।
  4. গ্রাজুয়েশন বিষয় সম্পর্কিত প্রশ্ন: স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের মূল বিষয়গুলো, গুরুত্বপূর্ণ থিওরি, ও বিষয়টি কীভাবে কাডার দায়িত্বের সঙ্গে সম্পর্কিত—এসব ব্যাখ্যা দিতে প্রস্তুত থাকুন।
  5. ভাইভা আচরণ ও ড্রেস কোড: মার্জিত পোশাক, বিনয়ী ব্যবহার, চোখে চোখ রেখে কথা বলা ও টু-দ্য-পয়েন্ট উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার গাইডলাইন ও সাজেশন এর একাংশ

যেভাবে ভাইভা প্রশ্নের ধরন বদলেছে

৪৩তম বিসিএস থেকে ভাইভার প্রশ্নের ধরনে পরিবর্তন এসেছে। এখন আর কেবল তথ্যভিত্তিক প্রশ্ন নয়—বরং বোর্ড সদস্যরা প্রার্থীর বিশ্লেষণ ক্ষমতা, মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও দেশপ্রেম যাচাই করতে চান।

ভাইভায় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • অনুমতি না নিয়ে বসবেন না।
  • ভুল তথ্য দিয়ে বোর্ডের সঙ্গে তর্ক করবেন না।
  • উত্তরের মাঝে অপ্রয়োজনীয় তথ্য জুড়বেন না।
  • তোতলামি, জড়তা বা অস্বাভাবিক আচরণ থেকে নিজেকে দূরে রাখুন।
  • কোনো প্রশ্ন না জানলে “Sorry, I don’t know” বলে বিনয়ের সাথে এড়িয়ে যান।

আরও জানতে চান?

এই ব্লগে আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সারাংশ দিয়েছি। ৪৫তম বিসিএস ভাইভার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন, সাজেশন, প্রশ্ন ধরন, ক্যাডারওয়ারি দায়িত্ব, পিএসসি বোর্ড সদস্যদের তথ্যসহ সবকিছু পাওয়া যাবে নিচের ছবিতে যুক্ত করা লিংকে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করে সংরক্ষণে রাখতে পারেন। পিডিএফ ডাউনলোড করতে নিচে দেয়া ছবিতে ক্লিক করুন—

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

৪.৬
5/5

কোম্পানির তথ্য

RJSC রেজিস্ট্রেশন নম্বর: C-180637

Registrar of Joint Stock Companies and Firms of the People’s Republic of Bangladesh

আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন 📲

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

Subscription Form - Live MCQ

© স্বত্বাধিকার ২০১৭ – ২০২৫  |  সর্বস্বত্ব সংরক্ষিত  |  CrackTech Limited দ্বারা পরিচালিত

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।