প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লগো এবং ছবিতে লিখা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান

প্রিয় চাকরি প্রার্থীগন প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF এর আলোচনায় আপনাদের স্বাগতম। এখানে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টনে দেখতে পারবেন এবং এর PDF ডাউনলোড করতে পারবেন। যেকোন চাকরির প্রস্তুতির একদম প্রাথমিক পর্যায়েই ঐ চাকরির পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সমর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ হালনাগদকৃত সিলেবাস ও মানবন্টন নিয়ে তৈরি করা হয়েছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF টি।

আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর বরাদ্দ থাকে। লিখিত পরীক্ষার ৮০ নম্বরের মধ্যে ৪ টি বিষয়ভিত্তিক অংশে বিভক্ত থাকে। এই ৪ টি বিষয়ের মানবন্টন হয় নিম্নরূপ –

বাংলায় – ২০ নম্বর
ইংরেজিতে – ২০ নম্বর
গণিতে – ২০ নম্বর
সাধারণ জ্ঞানে – ২০ নম্বর
Download Live MCQ App

প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF ডাউনলোড করুন : Download Primary Teacher Exam Syllabus PDF

নিচের ডাউনলোড বাটন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের PDF ডাউনলোড করুন।

বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের বাংলা অংশের ২০ নম্বরের মধ্যে বাংলা ব্যাকরণে ১৫ নম্বর এবং বাংলা সাহিত্যে ৫ নম্বর থাকে। বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন নিম্নে আলোচনা করা হল।

বিষয় টপিক
ব্যাংলা ব্যাকরণ 

(১৫ নম্বর)

ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, বর্ণ, ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার, শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, কারক-বিভক্তি, সমাস, পদ প্রকরণ, কাল, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানান ও বাক্য শুদ্ধিকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও বাগ্বিধি, প্রবাদ প্রবচন।
বাংলা সাহিত্য

(৫ নম্বর)

প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম, আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম (বিশেষত – রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপান্ডব, জসীমউদ্দীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক প্রমুখ), সাহিত্য বিষয়ক পত্রিকা ও সাময়িকী, ছদ্মনাম ও উপাধি, মুক্তিযুদ্ধ ও ভাষা-আন্দোলন বিষয়ক সাহিত্য।

ইংরেজি অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ইংরেজি অংশের ২০ নম্বরের মধ্যে English Grammar এ ১৮ নম্বর এবং English Literature এ ২ নম্বর থাকে। ইংরেজি অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবণ্টন নিম্নে আলোচনা করা হল –

বিষয় টপিক
Grammar (18 Marks) Parts of speech Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction and Interjection; Number; Article; Fill in the Blanks and Appropriate Preposition; Right form of Verb; Tense; Degree; Sentence; Voice; Narration; Error Detection & Correction; Vocabulary (Spelling; Meaning, Identification of Parts of Speech, Synonyms; Antonyms); Phrase; Idioms, Translation; Terminology, Transformation of sentences; One Word Substitution; Proverbs.
Literature

(2 Marks)

Literary Periods, Main Writers of the Renaissance, Neoclassical, Romantic, Victorian, and Modern Periods, Important Literary Terms.
Download Live MCQ App

গণিত অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত অংশের ২০ নম্বরের মধ্যে পাটিগণিতে (১০-১১ নম্বর), বীজগণিতে (৩-৪ নম্বর), এবং জ্যামিতিতে (৫-৬ নম্বর) থাকে। গণিত অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন নিম্নে আলোচনা করা হল –

বিষয় টপিক
পাটিগণিত (১০-১১ নম্বর) বাস্তব সংখ্যা (গড়, ভগ্নাংশ, দশমিক ইত্যাদি) সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, সময়-দূরত্ব-গতিবেগ, অনুপাত ও সমানুপাত, ধারা, বয়স সংক্রান্ত ইত্যাদি।

বীজগণিত 

(৩-৪ নম্বর)

উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, ল.সা.গু ও গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বীজগাণিতিক রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, সরল সমীকরণ, সরল সহ-সমীকরণ ও অসমতা।

জ্যামিতি

(৫-৬ নম্বর)

পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

সাধারণ জ্ঞাণ অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞান অংশের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীতে (১০ নম্বর), আন্তর্জাতিক বিষয়াবলীতে (৫-৬ নম্বর), এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে (৪-৫ নম্বর) থাকে।

বিষয় টপিক
বাংলাদেশ বিষয়াবলী 

(১০ নম্বর)

বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ-নদী, জলবায়ু, পরিবেশ, সভ্যতা সংস্কৃতি, জনপদ, ঐতিহ্য ও বিভিন্ন স্থাপনা, ইতিহাস (প্রাচীন থেকে ১৯৪৭ সাল), ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সামাজিক ও অন্যান্য সমস্যা, জনমিতিক পরিচয় ও জনসংখ্যা, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় দিবস, খেলাধুলা, জাতীয় অর্জন, পুরস্কার ও সাম্প্রতিক বিষয়াবলি।
আন্তর্জাতিক বিষয়াবলী 

(৫-৬ নম্বর)

বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা, আনুষাঙ্গিক তথ্য), উপনাম, সাগর-মহাসাগর, নদ-নদী, সীমারেখা, প্রণালী, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত ইস্যু ও সংস্থা, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, নিরাপত্তা বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি; পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, MDG ও SDG, আন্তর্জাতিক রাজনীতি, খেলাধুলা ও আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি।
বিজ্ঞান ও প্রযুক্তি

(৪-৫ নম্বর)

বিজ্ঞান বিষয়ক মৌলিক বিষয়সমূহ, স্বাস্থ্য, চিকিৎসা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান… সংশ্লিষ্ট) সাধারণ রোগব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মৌলিক বিষয়সমূহ (কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয় ইতিহাস, সংগঠন, প্রকারভেদ, কম্পিউটার পেরিফেরালস, দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার (শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, হোম)।